কেউ মন্তব্য করুক আর না-ই করুক পোষ্ট দিয়ে যাব..
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৬ মে, ২০১৪, ০৭:৫২:৫৫ সন্ধ্যা
অনেক দিন পর আজকের এই সন্ধ্যায় সাইবার ক্যাফেতে বসে প্রিয় ব্লগে কিছু লিখতে ইচ্ছে করছে। ব্লগ পাড়া থেকে কিছুটা দুরে থাকার কারনে কি লিখব ভেবেই পাচ্ছিনা। নিয়মিত ব্লগিং করতে পারছিনা বলে ব্লগ পাড়ায় নিজেকে নতুন মনে হচ্ছে।
মাঝে মধ্যে মোবাইলে ব্লগে প্রবেশ করে হেড লাইন গুলো পড়ার চেষ্টা করি। গুরত্বপুর্ণ পোষ্ট সমুহ পড়ার চেষ্টা করি। হা্রিয়ে যাওয়া ব্লগারদেরকে ফিরিয়ে আসার জন্য প্রিয় ব্লগারদের পোষ্টগুলো পড়ে ব্যথিত হই।
অনেক ভাই নিজের পোষ্টে মন্তব্য না পেয়ে অন্যের পোষ্ট পড়া থেকে বিরত থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাদেরকে বলতে চাই যে, আপনি/আপনারা হয়ত ব্লগে সময় দিতে পারেন। অনেকে কিন্তু ব্যস্ততার কারনে বা বিভিন্ন কারনে ব্লগে নিয়মিত থাকতে পারেন না। ইচ্ছে থাকা সত্বেও মন্তব্য করতে পারেন না। তাই বলে কি তাদের উপর রাগ করা কি উচিত?
সবার প্রতি আমার অনুরোধ থাকবে..কেউ মন্তব্য করুক আর না-ই করুক আমরা লিখে যাব। সবাই ভাল থাকুন..সুস্থ থাকুন..আল্লাহ হাফেজ।
বিষয়: বিবিধ
১৪০৮ বার পঠিত, ৫০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করব কোথায়।
আমিও আছি প্রিয় প্রিয় আপনার সাথে...
চালিয়ে যান ভাই!
দোহাই লাগে আপনার, মন্তব্য না করলেও মাইন্ড কইরেন না।
(প্যাঁরোডি)
(বি. দ্র. গোপন সূত্রে খবর পাইছি গতকাল সন্ধ্যার পর আন্নের সাথে চকবাজারে কোন এক রেস্তুরায় কার সাথে যেন গ্যাঞ্জাম লাগছিল?)
মন্তব্য করতে লগইন করুন