একদিন আমি হারিয়ে যাবো
লিখেছেন লিখেছেন হারিয়ে যাবো তোমার মাঝে ১৭ মে, ২০১৪, ০৭:১৭:০৪ সন্ধ্যা
একদিন আমি হারিয়ে যাবো
কী ছিলাম আমি বুঝবে!
ছবির দিকে চেয়ে চেয়ে একা একা কাঁদবে…
নিঝুম রাতে ঘুম ভেঙ্গে
পড়বে মনে পড়বে!
আমার কথা ভেবে তখন একা একা কাঁদবে…
একদিন আমি হারিয়ে যাবো
শূন্যতাবোধ করবে!
স্মৃতির দিকে তাকিয়ে শুধু, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে…
কলেজ শেষে গেইটে দাঁড়িয়ে
অপেক্ষা মোর করবে!
সবার শেষেও না পেয়ে মোরে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে…
হারিয়ে যাবো যখন আমি
মূল্য তখন বুঝবে!
হন্য হয়ে চারিদিকে আমায় তখন খুঁজবে…
গ্রন্থাগারে বসে বসে
পড়বে বই পড়বে!
শেষ বিকেলেও না পেয়ে মোরে, টেবিলে টেবিলে খুঁজবে…
হারিয়ে যাবো যখন আমি
খোঁজার প্রয়োজন পড়বে!
কোথাও খুঁজে না পেয়ে তুমি, জীবন ধ্বংস করবে…
## আমার মনের কথাগুলো লিখেছেন কবি মিসবাহ মনজুর। স্পেশালী থ্যাংকস টু হিম
বিষয়: বিবিধ
৪১৮৫ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ কেন ভাই , আপনি তো উনার মাঝেই হারিয়ে যাবেন , নামই তো বলে দেয় ।
নিজে নিজেকে সন্মান করতে শিখুন ( মানে ওয়েট/ওজন বাড়ান) , না হলে অন্যরা আপনাকে সন্মান করবে না ।
মন্তব্য করতে লগইন করুন