আমি খুঁজে ফিরি তাকে
লিখেছেন লিখেছেন হারিয়ে যাবো তোমার মাঝে ২১ মে, ২০১৪, ০৮:১২:৪৭ রাত
আমি খুঁজে ফিরি তাকে হাজার তারার মাঝে
সকাল কিংবা সাঁজে
আমি খুঁজে ফিরি তাকে হাজার পাখির মাঝে
উড়ে যায় ঝাঁকে ঝাঁকে
আমি খুঁজে ফিরি তাকে হাজার গোলাপের মাঝে
যেখানে পাপড়িগুলো সাঁজানো ভাঁজে ভাঁজে
আমি খুঁজে ফিরি তাকে হাজার ব্লগারের ভিড়ে
সবাইকে পাই শুধু পাই না তারে
উৎসর্গ
অতি অল্প সময়ে ব্লগারদের হৃদয়ে আসন গেড়ে বসা ব্লগার আফরা- বোনকে
বিঃদ্রঃ আমি একজন নিতান্ত মূর্খ্য, নির্বোধ এবং নাদান বালক। কবিতাতে কোন ধরনের ছন্দের ধারধারিনি (মানে ধার ধারতেই পারি না) মনে যা এসেছে তই লিখে ফেলেছি। তাই কোনো ধরনের ভুল হলে সজ্ঞানে ক্ষমা করিও মোরে।
বিষয়: বিবিধ
৩৩১৪ বার পঠিত, ৫৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চালিয়ে যান ।
দিনের বেলা তারা দেখার অভ্যাস আছে না কি ?
শাহীন ভাই সেতো আমার বোনই। বোন হিসেবেই তো লিখছি।
লজ্জা আমি অন্য কোন কারনে পাইনি ভাইয়া ।আমাকে নিয়ে আমার কোন ভাই এভাবে ভাবতে পারে এটা ভেবে আমি যেমন আনন্দিত হয়েছি আর লজ্জা পেয়েছি এটা ভেবে আমি এর যোগ্য কিনা ।
১০ বছর বয়সে বাংলাদেশ ছেড়ে এসেছি সব ছাড়তে না পারলে অনন্ত কিছুটা চাড়তে পেরেছি বাংলাদেশী মন মানসিকতা ।হাড়িয়ে যাব তোমার মাঝে ভাইয়া @
কিন্তু তাতে কি মন ভরে
হা হা হা...
জানতে ইচ্ছে হচ্ছে:
--------------
আপনার বোন যেমন ইসলামের একজন একনিষ্টা মুসলিমাহ তাহলে তো আপনাকেও এখন একনিষ্ট মুসলিম হতে হবে। এবিশয়ে কোন একশন নিয়েছেন?
আর ও একনিষ্ঠা মুসলিমাহ কিনা সেটা আমি জানি না। তবে আমি একজন খাঁটি মুসলিম। আল্লাহ পাকের হুকুম আহকাম কিছুটা হলেও মান্য করার চেষ্টা করি।
পাপ কাজের পরে কিন্তু তওবা করে ফিরতে হবে এবং ভবিষ্যতে তা আর করা যাবে না।
আর খাটি মুসলিম হলে আপনাকে ইসলামের হুকুম আহকাম জানতে হবে। জানতে হবে কোনটা শির্ক আর কোনটা বিদআত আর তা থেকে বেচে থাকতে হবে।
এগুলো কিন্তু ভুলে যাবেন না। কেননা শুধু মুখে বললেই নয় মুখে বলার সাথে কাজেও প্রমান করে দেখাতে হবে তবেই খাটি মুসলিম।
আসবে যাবে কতজন জীবন চলার পথে
অল্পজনেই থাকে মনে হ্রদয়ও মাঝারে
ভুলি ভুলি করেও যেন হয় না তাদের ভোলা
খুঁজে ফিরি তাকে আমি সকাল সন্ধ্যা বেলা।
আপনাদের ভাই - বোনের সম্পর্ক অটুট থাকুক।
মন্তব্য করতে লগইন করুন