৪২০ তথা ফোর টুয়েন্টি রিকোয়েস্টের রজতজন্তী
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ২৫ মে, ২০১৪, ১২:৫৯:৪২ দুপুর
ছবিতে বিডিটুডে ব্লগ সাইটের হোম পেজের উপরে বাম সাইটে প্রত্যেক ব্লগারের জন্য একটি সংক্ষিপ্ত নিজস্ব নোটিশ দেয়া আছে। আমি আমার নোটিশ বোর্ডের চিত্রটিই এখানে শেয়ার করলম।
এখন আসি আসল কথায়। আজ সকালে ব্লগ সাইটে লগইন করেই দেখতে পেলাম আমার উক্ত পরিসংখ্যানটি। আজকে একটু কৌতুহলী হয়ে অর্ধেকের বেশী পোস্টের তালিকা চেক করলাম। ওখানে এমন অনেক ব্যক্তির লিখিত ব্লগ দেখলাম যারা নিয়মিত ব্লগে বিচরণ করেন, ব্লগ পোস্ট দেন। যেহেতু তারা অন্যকে আমন্ত্রণ জানাচ্ছেন নিজের লিখিত ব্লগ পড়ার। সুতরাং ধরে নেয়া যায় তারা পাঠক এবং অন্য সহব্লগারদের মতামত বা মন্তব্য আশা করছেন নিজের লেখা সম্পর্কে।
মজার বিষয় হচ্ছে ওখানে এমন অনেকের ব্লগ পড়ার রিকোয়েস্ট পেলাম যারা কোনদিন আমার কোন লেখাতে মন্তব্য করেনি। আমি ধরে নিচ্ছি হয়তো আমার কোন লেখাতে তাদের দৃষ্টি দেয়ার মত মানোর্ত্তীর্ণ হয়নি। কিন্তু এসব মহাবিজ্ঞ পন্ডিত মশাইদেরকে ব্লগে অনেক সিনিয়র এবং জাদরেল লেখকদের গুরুত্বপূর্ণ লেখাতেও কোন মন্তব্য চোখে পড়ে না।
আমি এখন চিন্তা করছি এসব মহাবিজ্ঞ আতেলদের লেখাগুলোতে মন্তব্য তো করবোই না। লেখাগুলো খুলে দেখার প্রয়োজনও মনে করছি না।
বিষয়: বিবিধ
১৮৫৬ বার পঠিত, ৬৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রথমেই যেহেতু আইয়া পইরলেন তয় আপনেরে তো ধন্যবাদ দেওন দরকার। মাগার ধন্যবাদের ঝুড়িডা অহন একদম খালি। পরবর্তী পোষ্টে না হয় ধন্যবাদ দিমুনে! চোখ বন্ধ রাখুন পরবর্তী পোস্টের ফাদেঁ কখন পড়তেছেন!
সে'ত আজও জানা হলনা
শুধু জানি ,ভালবেসে যাই
যাকে ভাল লাগে আমার
আমি হাজার হাজার পড়ার আমন্ত্রণ পাই চেনা-অচেনা-নতুন-পুরাতন ব্লগারের। কিন্তু সময় করে পড়ি প্রায় সবই ঘন্টার পর ঘন্টা ধরে যদি ভালো কিছু পাওয়া যায়। সত্যি পেয়েও যাই এবং ফেভারিট করে রাখি। তাদের কে কে আমার পোস্টে কমেন্ত করলো কি করলো না-তা বিচার করিনা।
আমি শুধু ভাবি--তারাতো আমাকে পড়তে অনুরোধ করেছে যোগ্য পাঠক ভেবেই-তাই পড়তে দোষ কী!
তবে এটা আপনার স্বাধীনতা, যেখানে হস্তক্ষেপ কোরা ঠিক নয়। শুধু আমার মত জানালাম। আপনাকে অনেক ধন্যবাদ
মুইও বেশুমার আমন্ত্রণ পাই ব্লগ পড়ার। সবগুলান তো আর পইড়া তালিম হাসিল করণের সুযোগ অয়না। কিন্তু চেষ্টা করি অধিকাংশ পড়ার।
আপনে আলবৎ যোগ্য শাখসিয়্যাত। মুইও বুইঝবার হারছি আপনে এক্কান যোগ্য পাঠক। হের লিগ্যা আপনেরে হগলে পড়ার আমন্ত্রণ জানায়।
কিন্তু আমি তো এসব মহাআতেলদের শানদার-এ মাহারিয়্যতে ভরপূর লিখা পড়নের যোগ্যতা অর্জন করতে হারি ন। তাই মাঝে মধ্যে মাথায় গ্যাঞ্জাম লেগে যায়- আমি বেকুব নাকি হেরা গাধা? আমি যে এসব আতেলদের ওজনদার লেখা পড়ের যোগ্য নই হেইডা কি বুঝতে অক্ষম আ’তেলানে দানিশওয়ার!
আপনেরে অন্তরের অন্তরস্থল থেকেই ধন্যবাদ দিবার চাই মহামূল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য। পরবর্তী পোস্টে পরিদর্শনে আসছে হেই সময় ধন্যবাদডা দিয়া দিমুনে।
ধন্যবাদ আপনেরে মূল্যবান সময় ব্যয় করার জন্য।
আরেকটি বিষয় হচ্ছে অতীতে আমি যত ব্লগ পোস্ট করেছিলাম সবগুলো ব্লগই প্রিয়দেরকে পড়ার আমন্ত্রণ জানাতাম। একমাত্র ব্যতিক্রম হচ্ছে আজকের এ ব্লগটা। আমি এ ব্লগটি কাউকে পড়ার আমন্ত্রণ জানাইনি। হয়তো অন্য কোন পাঠক পড়ার আমন্ত্রণ জানিয়ে থাকতে পারে যিনি আপনার প্রিয়দের তালিকায় আছেন।
ইউজার প্যানেল
নতুন ব্লগ লিখুন
আপনার পাতা
লগ আউট
নোটিফিকেশন
নতুন নোটিস (0) X
নতুন মন্তব্য (0) X
নতুন জবাব (0) X
পড়ার আমন্ত্রণ (1344) X
সব নোটিফিকেশন মুছে ফেলুন
অনলাইনে আছেন
ব্লগারঃ ৬৯ জন, ভিজিটরঃ ৩৯৪ জ
এটাকি আপনিই অনুরোধ জানাইছেন আমাকে আপনার এই পোস্ট টা পড়ার ও মন্তব্য করার?
আসলেই গ্যাঞ্জাম।
কিলাইয়া কাঠাল পাকান দরকার।
এভাবে সরম দেয়ার জন্য ধন্যবাদ।
অথবা
মন্তব্য করতে না পারলেও সকল পোস্ট পড়া -
কোনটা উত্তম জানিনা.... ?
কেউ বলবেন কি???
আমি কিন্তু দ্বিতীয়টা করি-
টুডেব্লগে এমন কোন পোস্ট নেই যা আমি পড়িনি- বিশেষ কারণে দু-একটা মিস হয়ে থাকলে ভিন্ন কথা!!
কখনো এমনও হয় যে, ঝহটপট পোস্টগুলো ওপেন করে কপি-পেস্ট করি অন্য ফাইলে বা ওয়ান-নোটে, তারপর অন্যসময়ে পড়ে শেষ করি! ]
মন্তব্য করতে না পারার কারণে কি শাস্তি হবে????
কি জানি ভাই-বোনেরা...
যার যেমন অভিরুচি,
যার যেমন নজর-নীতি
আমার মনে কিন্তু ..
সবার জন্যই প্রীতি..
আজকের মত ইতি-
মন্তব্য করতে না পারার কারণে ফোর টুয়েন্টি গ্রুফের সদস্য হিসেবে তিনারে নির্বাচিত করার সুপারিশ করা অইলো।
খাইছে আমারে! ওরে বাবপরে আমারে হগলে বালাবাসে? অহন মুই কই জামু? কখন না জানি আবার বালাবাসটা এক্সিডেন্ট কইরা বসে!
আপনেরে তো ধন্যবাদ দেওন দরকার। মাগার ধন্যবাদের ঝুড়িডা অহন একদম খালি। পরবর্তী পোষ্টে না হয় ধন্যবাদ দিমুনে! চোখ বন্ধ রাখুন পরবর্তী পোস্টের ফাদেঁ কখন না জানি আটকে যাচ্ছেন।
'হেতের কাছে শরম লাগে। হেতে আন্নের লগে বইবার সাহস নাই। হেতে হিছের কাতারের লোক। হেতে লাজুক টাইপের। হেতে সুন্দর করি কথা কইত হারেনা।
আন্নে কি কন? বাদ দেন। হেতেরে মাফ করি দেন? কন। হিছামার। তুই যা। তোরে সব মাফ করি দিছি।
ধন্যবাদ। ভালা লাইগছেতো। আবার আসবো নাকি?
আঁই বড়ও না ছোডও না। মুই শুধু গ্যাঞ্জাম খান। মুখডা একডু খোলা থাকে শুধু, এ আর কি! তাই কখন কার কথায়, কাজে, আচরণে কখন যে বেফাস কিছু বের হয়ে যায় মুখ দিয়ে টের পাই ন। এর লিগ্যা কত আদমের সাথে কত্তো গ্যাঞ্জাম লাগলো হেই হিসেব রাকি ন।
কেউ আমার বুলুগে না আসলে কুনো সমস্যা নেই। মাগার কিছু আতেল আছে যারা মনে করে নিজের লেখা ছাড়া অন্যের লেখা পড়ে মন্তব্য করা না জায়েজ। হের লিগ্যা অনেক আতেলের লেখা পাঠক পড়ে না। অথচ এসব আতেলরা অন্যের লেখা পড়তো, অন্যের লেখার মন্তব্য করতে, তবে হেতারগো লেখার পাঠকও বৃদ্ধি পাওয়ার সম্ভবনা থাকতো।
আঁই তো গেয়াগ্যুনরে সামনের হাতারত বইবেল্যাই হই। মগর ইতারা পি'ছ'দির হাতারত থাইকতু ছার কা?
লাল গোলাপের শুভেচ্ছা!
এই কথাটার অর্থ বুঝি নাই ।
আপনে তো শুরু থেকেই এই গ্রুপের সদস্য হওনের যোগ্যতা হারাইছেন!
কথাডার অর্থ অইলো আপনের ব্লগে কেউ মন্তব্য করলে তার উত্তর দিচ্ছেন। আবার অন্যের ব্লগে গিয়ে মন্তব্য করে সংশ্লিষ্ট ব্লগারকে উৎসাহ দিচ্ছেন। সুতরাং আপনে ফোর টুয়েন্টি গ্রুফের সদস্য হওনের যোগ্যতা হারিয়েছেন।
এখানে আমি ফোর টুয়েন্ট গ্রুপের সদস্য হিসেবে মনোনয়ন দেয়ার পরামর্শ আশা করছি সে সব আতেলদের জন্য যারা কারো ব্লগে কমেন্ট করেন না। নিজেদের ব্লগেই শুধু অন্যের কমেন্ট আশা করছেন। আবার কেউ কেউ আছে যারা অন্যের ব্লগে তো কমেন্ট করেনই না। নিজেদের ব্লগে কেউ কমেন্ট করলে তার উত্তর দেয়ার সৌজন্যটাও দেখান না।
এদেরকেই ফোর টুয়েন্টি গ্রুফের সদস্য হিসেবে যোগ্য মনে করছি।
অহনও যদি না বুইঝবার হারেন তাই যারা বুইঝতে হারছে তাদের কাছে গিয়া জিজ্ঞান।
মন্তব্য করতে লগইন করুন