চাঞ্চল্যকর তথ্য ফাঁসঃ ভারতের নির্বাচনে আওমী সরকারের ২০ মিলিয়ন ডলারের তহবিল সরবরাহ
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ২১ মে, ২০১৪, ০৩:৩০:৫২ দুপুর
চাঞ্চল্যকর তথ্য ফাঁস; ভারতের নির্বাচনে আমামীলীগের ২০ মিলিয়ন ডলারের তহবিল সরবরাহ!! সদ্য সমাপ্ত ভারতীয় লোকসভা নির্বাচনে ভারতীয় কংগ্রেস দলকে সার্বিক সহায়তা ও ফান্ড সরবরাহ করে বাংলাদেশ আওয়ামী লীগ। দিল্লির সাউথ ব্লকের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের বর্তমান ভোটারবিহীন কৃত্রিম নির্বাচনের ক্ষমতায় থেকে যাওয়া আওমী সরকার ভারতীয় কংগ্রেসকে ২০ মিলিয়ন ডলারের সমপরিমান অর্থ সরবরাহ করে। কেবল অর্থই নয়, ভারতে আওয়ামী লীগের সমর্থক হিন্দুদের ভোট, অর্থ এবং সার্বিক সহায়তার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়। জাতির ভাগিনা হিসেবে পরিচিত একজন প্রিন্সকে এলক্ষে প্রায় ৩ সপ্তাহের গোপন মিশনে দিল্লিতে থেকে এসব সমন্বয় করেন। আওয়ামীলীগের পক্ষ থেকে অর্থের চালান তিনিই পৌছে দেন রাহুল গান্ধীর কাছে। এ কারনে রাজপুত্রকে বাংলাদেশে দীর্ঘকাল অনুপস্থিত দেখা গেছে। এমনকি তার পিতার মৃত্যু দিবসের কোনো খোঁজ রাখতে পারেননি, বিচ্ছেদ হওয়া স্ত্রীর দাদীর মৃত্যু সংবাদ ভক্তদেরকে জানাতে দেরী হয়ে যায়।
ঢাকার সুত্র জানিয়েছে, বছর দু’য়েক আগে রাশিয়া থেকে ১ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার কমিশন বাবদ প্রায় ১০০ মিলিয়ন ডলার লাভ করেন সরকারী দলের শীর্ষ নেতৃত্ব।এছাড়াও পাওয়ার সেক্টরের কমিশন, স্যাটেলাইট স্থাপন, রাশিয়া থেকে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, চায়না থেকে অস্ত্র ও নৌজাহাজ কেনাকাটার কমিশন এবং আন্তর্জাতিক কলট্রান্সফারের নিয়মিত কমিশন বাবদ অর্থের বিরাট চালান সুইস ব্যাংক, ম্যাকাও অফশোরে এবং বেলারুশে বিভিন্ন ব্যব্সায় লগ্নি করা হয়। ভারতীয় কংগ্রেসের জন্য ২০ মিলিয়ন ডলারের নির্বাচনী ফান্ড সুইস ব্যাংক থেকে দিল্লিতে স্থানান্তর সমন্বয় করতে জাতির বাগিনাকে ইউরোপ সফরও করতে হয়। ভারতের এবারে নির্বাচনটি কেবল কংগ্রেসের জন্যই ঝুঁকিপূর্ন ছিল তা নয়, বরং আওয়ামীলীগের জন্য ছিল জীবন মরন খেলা। বিশেষ করে ৫ জানুয়ারীর ভোটারবিহীন জবরদস্তি নির্বাচনের পরে শুধু ভারতের সাহায্য ও সহায়তায় টিকে ছিল আওয়ামীলীগ সরকার। দিল্লিতে কংগ্রেস সরকারের পতন হলে তার ঢেউ ঢাকায় লাগবে, একথা আওয়ামীলীগের কেন্দ্র থেকে অনুধাবন করে আসছিল। সে কারনেই আওয়ামীলগের সর্বস্ব দিয়ে চেষ্টা করে কংগ্রেসের নির্বাচনী দৌড়ে যোগান দিতে। বিশেষ করে ৫ জানুয়ারীর নির্বাচনকে কেন্দ্রকরে অক্টোবর থেকে বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন দমন ও বিরোধী রাজনীতিকদের ম্যানেজ করতে ভারত সরকারের হাজার কোটি রূপী লগ্নি করার কথা স্মরণযোগ্য। এর জবাবে, আওয়ামীলীগের হাই কমান্ড থেকে ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেসকে সহযোগিতার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়
তথ্যসূত্রঃ
এখানে ভিজিট করুন।
বিষয়: বিবিধ
১৫৬৬ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
[তাই তথ্য গুলোর রেফারেন্স প্রকাশ করলে ভাল হয়।] ভাইজান।
[তাই তথ্য গুলোর রেফারেন্স প্রকাশ করলে ভাল হয়।] ভাইজান।
ভাইয়া আসলে ভাবতে অবাক লাগে আমরা স্বাধীন নামের ব্যাবসার পণ্য হয়ে আছি।
যা করার ছিল তা পিলখানা মেসাকার, শেয়ারবাজার ধ্বংশ, ইলিয়াছ আলী, চৌধুরী আলমদের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। যা আছে তা তো দেখতেই পাচ্ছেন।
যা থাকবে বা যা ভবিষ্যতে হবে তা হলো ঘুমন্ত জাতিকে জাগাতে হবে। হারাইতে যাওয়া স্বাধীনতাকে রক্ষা করতে হবে। এবং সেটা করতে হবে আপনাকে আমাকে সবাকে।
মন্তব্য করতে লগইন করুন