বুড়িমারী ও চ্যাংড়াবান্ধা !

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২১ মে, ২০১৪, ০৩:১৭:৪৯ দুপুর



যদি কখনো বুড়িমারী স্থলবন্দরে বেড়াতে যান তবে বুড়ির হোটেলে একবেলা খেতে ভুলবেন না। ছবিতে বুড়ির হোটেলে আমার খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান খাবারকে হাসি মুখে পোজ দিতে দেখা যাচ্ছে।

বুড়িমারীতে গেলে মনে প্রশ্ন জাগা স্বাভাবিক এই নাম হল কিভাবে? আরেকটু প্যাচ লাগে যখন আপনি জানবেন বুড়িমারীর সংগে লাগানো ভারতের সীমান্তবর্তী এলাকার নাম চ্যাংড়াবান্ধা। অধ্যাপক আলিম উদ্দিন স্যারের একটা বইয়ে তিনি অনুমান করেছিলেন হতে পারে কোন বুড়িকে মেরে কোন চ্যাংড়া(ছেলে) পালিয়েছিল। তাই ঐ এলাকার নাম হয় বুড়িমারী। আর পালানোর সময় তাকে ধরে বেধে রাখা হয় যে এলাকায় তার নাম হল চ্যাংড়াবান্ধা। এরকম আরেকটি নাম হল গাইবান্ধা। জনশ্রুতি আছে বিরাট রাজার ছিল ষাট হাজার গাভী(গাই)। এই গাই বেধে রাখার স্থানটি হল গাইবান্ধা।

হে হে জনাব আসেন আরেকটু প্যাচ লাগাই।

এইস্থান গুলোর নাম অন্যভাবেও হতে পারে। উত্তরবংগে বিভিন্ন স্থানের নামের পাশে মারী শব্দটি দেখা যায়, যেমন-চীল মারী, রৌমারী। এভাবে বুড়ির আবাসস্থল বুড়িমারী নামে পরিচিত হতে পারে।

একই ভাবে চ্যাংড়াবান্ধার মত বিভিন্ন এলাকার নামে বান্ধা শব্দটিও পাওয়া যায়, যেমন-বাংলাবান্ধা। সুতরাং চ্যাংড়ার আবাসস্থল তাই হয়ত নাম হয়েছে চ্যাংড়াবান্ধা।

বিষয়: বিবিধ

১৩৩৭ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224163
২১ মে ২০১৪ দুপুর ০৩:২৫
ভিশু লিখেছেন : ভাইয়া, ভাত-মাছটা ভালোই লাগছে! তবে একটু শুকনো-শুকনো! এক চামচ ডাল হবে? আম দেয়া হলে আরো ভালো হয়!
Rolling Eyes Sad Worried
২১ মে ২০১৪ দুপুর ০৩:৩৪
171444
তরিকুল হাসান লিখেছেন : ইহা একটি আংশিক চিত্র ভাইয়া। পাশেই সুন্দর বাটিতে বুড়িমার রান্না করা গরুর মাংশ ঝোলের ফাকে উকি দিচ্ছে।
224169
২১ মে ২০১৪ দুপুর ০৩:৪৫
মেঘ ভাঙা রোদ লিখেছেন : যেতে পারলে নাতো খাওয়া যেতো। কিন্তু যাই কখন সেই সময়ই তো নাই।
২১ মে ২০১৪ বিকাল ০৪:২৭
171454
তরিকুল হাসান লিখেছেন : তো কি আর করা ? ছবি দেখেই আশ মেটান।
224195
২১ মে ২০১৪ বিকাল ০৪:৩৫
প্রবাসী আশরাফ লিখেছেন : নামের যেই খটকা লাগাইছেন তাতেই তো চোখ কপালে...যাইহোক মজাদার খাবার পেলে চোখ কপালে না নাকের ডগায় তা ভাবা জরুরী কিছু না।
২১ মে ২০১৪ বিকাল ০৫:০৮
171485
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ।
224220
২১ মে ২০১৪ বিকাল ০৫:০৭
শাহ আলম বাদশা লিখেছেন : আমার জেলাকে নিয়ে লেখা পড়ে ভালোই লাগলো; বেশ মজা পেলাম
২১ মে ২০১৪ বিকাল ০৫:০৯
171486
তরিকুল হাসান লিখেছেন : ও তাহলেতো আপনার বাসায়ও একবেলা খাওয়া প্রয়োজন।
224227
২১ মে ২০১৪ বিকাল ০৫:১৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
171540
তরিকুল হাসান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
224244
২১ মে ২০১৪ বিকাল ০৫:৫২
হুদাই প্যাচাল বাক্স লিখেছেন : বুড়িমারি-হাতীবান্ধা-পাটগ্রাম । আর এই হাতীবান্ধাতেই আমার বাসা । এখানকার জনপ্রীয় এবং অভিজাত হোটেল এর নাম বৈশাখী রেস্তরা । এখানে একবার মগলাই খাওয়ার দাওয়াত রইল । হাতীবান্ধায় আসলে জানাবেন
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
171542
তরিকুল হাসান লিখেছেন : একবার গিয়েছিলাম। আবার আসলে দেখা হবে ইনশাআল্লাহ।
224298
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
সবুজেরসিড়ি লিখেছেন : ভালই লিখেছেন ধন্যবাদ . . .
২১ মে ২০১৪ রাত ০৮:০০
171545
তরিকুল হাসান লিখেছেন : উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।
224306
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঝালকাঠি আর ছাগলনাইয়া কি হতে পারে????
২২ মে ২০১৪ রাত ১২:৫০
171639
তরিকুল হাসান লিখেছেন : ঝাল খাওয়ার কাঠি কিংবা ছাগলের নাওয়ার ব্যাপারে আমার কোন ধারনা নেই ।
224368
২১ মে ২০১৪ রাত ১০:১০
২২ মে ২০১৪ রাত ১২:৫০
171640
তরিকুল হাসান লিখেছেন : ধন্যবাদ।
১০
224443
২২ মে ২০১৪ রাত ১২:৩৮
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ভালো লাগলো। জিহ্বায় পানি চলে আসছে
২২ মে ২০১৪ রাত ১২:৫১
171641
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ।
১১
224459
২২ মে ২০১৪ রাত ০১:৪৫
মাটিরলাঠি লিখেছেন : গরু লুকিয়ে মাছ দেখালেন ভাই?
২২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
171992
তরিকুল হাসান লিখেছেন : আমরা ভাতে মাছে বাংলাদেশি কিনা তাই . .
১২
224507
২২ মে ২০১৪ সকাল ০৯:১২
egypt12 লিখেছেন : Rose Rose Rose
২২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
171993
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ।
১৩
224532
২২ মে ২০১৪ সকাল ১০:০৭
রেহনুমা বিনত আনিস লিখেছেন : গলাকাটা, গলাচিপা, ডাকাতিয়া, ঝগড়াপুর, পালং, কুতুপালং এসব নামের ব্যাপারে কি বলবেন? Rolling on the Floor
২২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
171995
তরিকুল হাসান লিখেছেন : মুই ভয় পাওছু। গলা কাটি ফালাও আর গলা চিপি ধরি ফালাও কোন আও করিম না ।
২৪ মে ২০১৪ সকাল ০৮:৩১
172429
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File