নিচের ব্লগটির কোন শিরোনাম এই মুহুর্তে মনে আসছে না। মাথায় গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে গেছে। পাঠকরাই শিরোনামটা ঠিক করেন দয়া করে।
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২১:০৪ সকাল
ব্যাংক কর্মকর্তাকে প্রকাশ্য চড়-থাপ্পড় দিলেন ইউএনও ফেনী শহরের এসএসকে সড়কে মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এক ব্যাংক কর্মকর্তাকে প্রকাশ্যে চড়-থাপ্পড় দিয়ে নাজেহাল করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজিজ শপিং সেন্টারের সামনের সড়কে বেশ কয়েকটি মোটর সাইকেল অবৈধ পার্কিং করেছিল। মোটর সাইকেলগুলোর মালিকদের কাছে পার্কিং করার কারণ জানতে চাইলে তারা ডাচ বাংলা ব্যাংকে লেনদেন করতে এসেছে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও’কে জানান। এসময়
ব্যাংক কর্তৃপক্ষকে তলব করেন ইউএনও।
ঘটনাস্থলে ব্যাংকের ডেপুটি ম্যানেজার সৈয়দ আবদুল মান্নান এলে উল্লেখিত স্থানে ‘পার্কিং নিষিদ্ধ’ সাইন বোর্ড লাগানো হয়নি কেন বলে ক্ষিপ্ত হন ইউএনও পি কে এম এনামুল করিম। এ সময় কথাকাটির একপর্যায়ে শার্টের কলার চেপে ধরে জনসম্মুখে ওই কর্মকর্তাকে চড়-থাপ্পড় দেন ইউএনও। এতে ওই কর্মকর্তাসহ উপস্থিত লোকজন হতবিহ্বল হয়ে পড়েন। প্রকাশ্যে এ ধরনের ঘটনার খবর মুহূর্তেই পুরো শহরে ছড়িয়ে পড়ে।
বি. দ্র. এই নিউজের জন্য পোস্টদাতা গ্যাঞ্জাম খান কোন অবস্থাতেই দায়ী নয়। আমি এখানে নিউজটি সূত্রসহ উল্লেখ করে দিলাম। সুতরাং গ্যাঞ্জাম খানকে এখানে দায়ী করে কেউ খামোখা গ্যাঞ্জাম সৃষ্টির চেষ্টা করবেন না।
ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে।
এখানে লিংক দেয়া হল।
বিষয়: বিবিধ
১৩৯৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওখানে আক্রান্ত দাড়ীওয়ালা সাদাসিধে স্বভাবের বে-আক্কেল কুতুব ব্যাংক কর্মকর্তার জি-হুজুর গিরি দেখে। আমি যদি ঐ ব্যাংকের কর্তা হতাম তবে আগে হাফ লেডিস কুতুবটারে শাস্তি দিতাম। এই লোকটা আসলে কি হাফ লেডিস নাকি উচ্চ শিক্ষিত কোন ব্যক্তিত্ববান পুরুষ? চাকরী বাকরী আর জেল যুলুমের গোষ্টীরে কিলায়! হাতেনাতে নগদ পাওয়া ক্রিমিনালকে রামধোলাই দিয়ে তার গালের ভিতর পশ্রাব করে দিলো না ক্যান?
খানকির পুলা বস্তি থেকে আইসা সাহেব হইছে- বাহ-
মন্তব্য করতে লগইন করুন