আনন্দময়ী ফাগুন
লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪৭:৪৫ সকাল
মাঘের অস্থি কম্পিত শীত পালিয়ে
হলো ঋতু রাজের নব জাগরণ ;
ফাগুনের মিষ্টি রোদ্দুর কিরণে
চিত্তে জাগে আহ্লাদের শিহরণ ।
পাদপে জন্মায় নব পল্লব
পায় নবীন জীবন দান ;
পুলকিত হৃদয়ে তরু ডালে বসে
কোকিল গায় কুহুতান ।
আম্র বৃক্ষ মাতিয়ে ওঠে
হলদে সোনালি মুকুলে ;
তরু কন্যারা সাঁজিয়ে থাকে
কর্ণে স্বর্নের দুলে ।
অযুত কুসুম ফোটে ফাগুনে
রক্তিম শিমুল কৃষ্ণচূড়া ;
কবি সাহিত্যিক রচনার মোহে
হয়ে ওঠে পাগলপারা ।
পুষ্প কানন করে পূর্ণতা লাভ
রঙ বেরঙ্গের ফুলে ;
প্রিয়ার সনে হারাতে সাধ জাগে
সেথায় দুলে দুলে ।
এমন সাঁজানো গোছানো দেশ
ধরাতে কোথাও নাই ;
সকল গুনে গুনান্বিত
কোন অভাব হেরিবেনা ভাই ।
শত বর্ণের রামধনুতে সাঁজানো
মোদের সোনার বাংলা ;
কবিরা কাব্যিক ভাষায় কহে
এদেশ সুজলা-সুফলা ।
আমি বলি স্বদেশ আমার
শুধু নয়তো সোনার ,
মানিক রতন মণি মুক্তার
যেন এক হিরক পাহাড় ।
গগনের ন্যায় প্রকৃতি বদলায় ক্ষণে ক্ষণে
চিত্রকর যেন সাঁজিয়েছে আপন চিত্রাংকনে ।
নহে উষ্ণ , নয় শীতল , এ সুখময় ফাগুন
তুমি চলে গেলে , হিয়াতে জ্বলবে আগুন ।
তোমাকে বেসেছি ভাল দিয়েছি মন
প্রেম বন্ধনে রাখো মোরে সারাক্ষণ ;
তুমি বড় পাষাণী
শুনলে না এ বাণী ।
তবুও যাও চলে কিছু দিনের তরে
কষ্টের পাবক জ্বালিয়ে মোর চিত্ত গভীরে ;
তবে কেন এসেছিলে ?
দিতে কাটা গায়ে নুন
কেনই বা যাও চলে ?
হে আনন্দময়ী ফাগুন ।
বিষয়: সাহিত্য
১১১৪ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাইয়া পাবক অর্থ কি?
my poem
মন্তব্য করতে লগইন করুন