ভারতে যৌন নিগ্রহের অভিযোগে ‘আধ্যাত্মিক গুরু’ আশারাম বাপু গ্রেপ্তার
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:০৯:৫২ দুপুর
যৌন নিগ্রহের অভিযোগে ভারতের 'বিখ্যাত আধ্যাত্মিক গুরু' আশারাম বাপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত এক সপ্তাহ ধরে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার পর শনিবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টার দিকে মধ্যপ্রদেশের ইন্দোরে নিজের আশ্রম থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
রোববার তাকে রাজধানী দিল্লীতে আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, যোধপুরে ৭২ বছর বয়সী আশারামের বাপুর আশ্রমে থাকাকালীন যৌন নিগ্রহের শিকার হয় ১৬ বছরের এক কিশোরী৷ সেই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে সমন পাটিয়েছিল। শুক্রবারই আশারামের আত্মসমর্পণের সময়সীমা শেষ হয়ে যায়৷ তাকে নিজেদের হেফাজতে নেয়ার জন্য মধ্যপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয় রাজস্থান পুলিশের একটি দল৷ শনিবার ইন্দোরের আশ্রম ঘিরে রাখেন প্রায় ৩০০ জন পুলিশ৷
শুক্রবার সন্ধ্যায় একটি এসইউভি গাড়িতে আশ্রম ছাড়েন আশারাম৷ এরপর থেকেই তার গতিবিধি নিয়ে ধোঁয়াশা ছড়াতে থাকে বিভিন্ন মহলে৷
শনিবার বিকেলে তার ছেলে নারায়ণ সাই বলেন, 'বাবা পালিয়ে বেড়াচ্ছেন বা লুকিয়ে আছেন বলে যে প্রচার চলছে তা ঠিক নয়৷ তিনি স্নায়ুঘটিত সমস্যায় ভুগছেন৷ শরীর ভালো হলেই পুলিশের প্রশ্নের উত্তর দেবেন৷'
তবে একই দিন সন্ধ্যায় সরকারি মেডিক্যাল টিম জানায়, আশারাম সুস্থই রয়েছেন৷ তাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে৷ তাদের রিপোর্টের ভিত্তিতেই রাতে আশারামকে গ্রেপ্তার করে পুলিশ।
হিন্দু ধর্মের এসব বাবু এবং মুসলিম সমাজেও এমন কিছু বাবাজন কেবলা আছেন যারা মুসলিম পরিচয় দিয়ে একই ধরনের মন মানষিকতা সম্পন্ন কাজকাম চালু রেখেছে।
উপরের তথ্যগুলো ফেইসবুক থেকে সংগ্রহ করা হয়েছে। সামান্য এডিট করা হয়েছে।
এ নিয়ে সম্মানিত পাঠকবৃন্দ কে কি রকম চিন্তা করছেন মন্তব্যের মাধ্যমে জানান।
বিষয়: বিবিধ
৪০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন