মসজিদ , মাদ্রাসা , এতিম খানা , কবর ,মন্দির দখল করা হচ্ছে। এরপরও টু শব্দ নাই !!
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:২১:২৬ দুপুর
চাঁদপুরে সরকারি খাস ও ব্যক্তি মালিকানাধীন জমি দখলের উৎসব চলছে । এতে নেতৃত্ব দিচ্ছেন খোদ শাসক দলের নেতারা। মসজিদ-মাদরাসা, এতিমখানা ,রিফিউজি ক্যাম্পসহ বিরোধী দলের নেতাদের জমিও দখল করে নিচ্ছেন তারা। পরিস্থিতি এমন যে হাইকোর্টের নির্দেশও মানছে না আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা।
http://www.mzamin.com/details.php?nid=NjkzOTk=&ty=MA==&s=MTg=&c=MQ==
মন্দির ও কবর দখল করেন আওয়ামী লীগের বর্তমান এম পি ময়মনসিংহের এডভোকেট মোসলেম উদ্দিন। কবর দখল করে এমপির বাড়ি , মন্দিরের জায়গায় গোডাউন নির্মান করেন এই সরকার দলীয় এম পি।
http://www.mzamin.com/details.php?nid=Njc3MjI%3D&ty=MA%3D%3D&s=MTg%3D&c=MQ%3D%3D
মনে পড়ে - ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর আওয়ামীগের নেতা কর্মীরা হাজার হাজার হিন্দু বাড়ি দখল করে। অনেক মুসলমানদের বাড়ি ঘর বাড়ি দখল করে আওয়ামীগের নেতা কর্মীরা। কালী মন্দির ভেঙ্গে গুড়িয়ে দেয় এই আওয়ামীগ
বিষয়: বিবিধ
১৩৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন