দুখের আলো
লিখেছেন লিখেছেন অপনেয় ২৫ নভেম্বর, ২০১৪, ০৭:২৬:২৪ সন্ধ্যা
একে একে নিভে গেলো সবগুলো আলো
রাতের আঁধার এলো, রাত পোহালো
তার পর সকাল হলো -
এক রাশ আলো নিয়ে সুর্য উঠে এলো।
দুখের পর্বগুলো শেষ হয়ে গেলো
কেন জানি মনে হলো স্বস্তি ফিরে এলো
জীবন তাগিদ দিলো, হে আঁধারের আলো
হাত ধরে আমাকে সাথে নিয়ে চলো।
নির্দিষ্ট ভাবে এভাবেই দুখের পর সুখ যদি আসে
তবে কেনো এত দুঃখ দেখি আশেপাশে
ভূবন যাদের শুধুই আনন্দে ভরা
কেন এগিয়ে আসেনা তারা
কেন এ অবিচার, হে বসুন্ধরা।
বিষয়: সাহিত্য
৬৮৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন