ফেইলুর ইজ দ্যা পিলার অব মফিজ Big Grin Big Grin Big Grin

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৫ নভেম্বর, ২০১৪, ০৬:৫২:৫৮ সন্ধ্যা

--মফিজের মা ওই

মফিজের

মা তারাতারি বাইরে আসো

.

--কি'ই মফিজের

বাপ তুমি আইজ

এত্ত খুশি এত্ত

বাজার সদাই

খাসি মোরগ

পোলাওয়ের চাউল

ব্যাফার'ডা কিতা?

.

--খুশি কি আর

সাধে অইছি আমগো মফিজ

তো গিরিনেজবুকে নাম তুলবো

.

--খুশির

খবরটা তো কইবা মফিজ

কি এমন খুশির

কাম করছে

.

--আরে মফিজের

মা শুনলে তুমি খুশিতে লুঙ্গী ড্যান্স

দিবা

.

--মফিজের বাপ

খুশির

খবরটা তো আগে কইবা কি অইছে

.

--সারাদেশের

মধ্যে আমগো মফিজ'ই

একমাত্র ফাষ্ট

ডিভিশনে ফেইল

করছে।

আমগো মফিজ

ছাড়া সারাদেশে একটা ছাত্রও

নাই ফেইল করা।

.

--লুঙ্গী ড্যান্স

লুঙ্গী ড্যান্স

লুঙ্গী ড্যান্স

(মফিজের মা)

.

--মফিজের

মা লুঙ্গী ড্যান্স

থামাইয়া তারাতারি পোলাও

কোর্মা রাইন্ধা রাহো গ্রামের

সবাইরে দাওয়াত

কইরালাইছি

.

--আমি অহনই

রান্তাছি এইবার

কিন্তু পোলারে একটা R1-5

মটর সাইকেল

কিন্না দিবা

.

--কি যে কওনা মফিজের

মা মফিজরে মটর

সাইকেল ক্যান

অহন BMW

কিন্না দিমু।

সারাদেশে আমার

পোলায় একমাত্র

ফেইল (গর্বের

ইমো হপে)

.

--হ মফিজের বাপ

কিন্না দেও। এইবার

রত্নগর্ভা মায়ের

পুরষ্কারটা আমিই

পামুই. .

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .

যেভাবে প্রশ্ন

পত্র ফাস

হচ্ছে আর

সস্তামানের

শিক্ষিতদের হার

বাড়ছে

.

সেই দিন

বেশী দুরে নয়।

যে দিন পাশ নয়

সন্তান ফেইল

করলে পিতামাতা গর্ববোধ

করবে. . .

.

(কু) শিক্ষিত

সমাজ গড়তে নুরুল

ইসলাম নাহিদ,দের

বিকল্প নেই। কারণ

আজকের (কু)

শিক্ষিত

আগামী দিনের

অস্ত্রধারী ছাত্রলীগ

ক্যাডার. . . .

বিষয়: বিবিধ

৯৩২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287943
২৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
নিরবে লিখেছেন :

এটা পরবর্তি হেনস্থা। পরীক্ষার আগের রাতে প্রশ্ন দিবে কিন্তু ২য় বার এডমিশন দেয়া যাবে না।
ভাষালেস হয়ে গেছি...
২৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৮
232536
নূর আল আমিন লিখেছেন : আসুন দলে দলে ফেইল করি . . .
287990
২৫ নভেম্বর ২০১৪ রাত ১০:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Tongue Tongue Tongue Rolling on the Floor Rolling on the Floor =)
ফেইল করা কষ্টকর!
পাস করে গর্দভ।
288248
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২০
289839
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪০
প্রবাসী মজুমদার লিখেছেন : লিখার থিমটা দারুণ কিন্ত। তবে লিখাগুলো এমন হল কেন? কবিতার মত সাজানো হলেও এটি মুলত গদ্য ষ্টাইল হওয়ার কথা ছিল। ধন্যবাদ। ভাল লাগল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File