ধ্বংস স্তূপের উপর দাড়িয়ে বাংলাদেশের সংস্কৃতিঃ- পর্ব-৩
লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ২৫ নভেম্বর, ২০১৪, ০৬:০৮:২৩ সন্ধ্যা
শুধু ভারতীয় সিরিয়াল নয় ভারতীয় হিন্দি কার্টুন ও আমাদের দেশের জন্য ভাইরাস। বাচ্চারা কিছুদিন আগেও ডোরেমন দেখত! খুবই মনোযোগ দিয়ে। এক সময় দেখতে দেখতে অবস্থা এমন যে বাচ্চারা সব হিন্দি এক্সপার্ট হয়ে গেল!
এখানে উল্লেখ্য যে, ১৯৬৯ সালে জাপানে তৈরি হয় ‘ডরিমন'। বিদেশে জাপানি সংস্কৃতি প্রচারের লক্ষ্যে এটাকে ‘কার্টুনদূত’ ঘোষণা করেছে জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয়। কিন্তু প্রশ্ন হলো, আমাদের সংস্কৃতি প্রচারের জন্য তেমন কোনো উদ্যোগ আছে কী?
চার থেকে ১০ বছরের শিশুরা হিন্দিতে কথা বলতে পারে। এটি হয়েছে তাদের প্রিয় কার্টুন ডোরেমন দেখে। এখন আবার আমাদের দেশের এশিয়ান টিভি ডরিমন বাংলায় সম্প্রচার করতেছে।
আর এইসব বাচ্চাদের ডোরেমনীয় অনুভূতিকে কাজে লাগিয়ে শুরু হয়ে গেল বিভিন্ন ব্যবসায়ীদের ব্যবসা। ডোরেমন নামের চকলেট, স্কুল ব্যাগ, খেলনা এখনো বাজারে পাওয়া যায়। আর এই সব কিনে দেওয়ার জন্য মা বাবার কাছে হন্য হয়ে পড়ে থাকে ছোট ছোট ছেলে মেয়েরা অথবা না কিনে দিলে স্কুলে যাবে না এমন ঘোষণা পর্যন্ত দিয়ে দেয় ছোট ছোট বাচ্চারা।
চলবে...............
বিষয়: বিবিধ
৭৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধ্বংস করা ১ম পদক্ষেপ। এভাবে একদিন আমরা স্পেন হারিয়েছিলাম।
মন্তব্য করতে লগইন করুন