অনবস্হিত অপরাহ্ন

লিখেছেন লিখেছেন অপনেয় ১৮ অক্টোবর, ২০১৪, ১০:০২:১১ রাত

সময়, তুমি ভেসে যাও অন্তহীন স্রোতে

যে ভাবে গিয়েছো সেই আদিকাল থেকে

স্রোতস্বিনী নদীর মতো নির্বিকার

নিশ্চিন্ত গতিতে।

ছিলনা ভাবনার কিছু - প্রকৃতির নিয়ম মেনে

হামাগুড়ি শৈশব ফেলে শরতের কৈশোরে

তার পর যৌবন এলো এক দুরন্ত দুপুরে

কোন্‌ সেই সুদূর অতীতে।

জীবনের এই সোনালি সন্ধ্যায়

প্রত্যহের দৈর্ঘ বাঁধা থাকে একই সীমানায়

আহার নিদ্রা আর অদেখা স্বপন

এই তো এখন আমার দিবস যাপন।

বিষয়: সাহিত্য

১০৩৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275772
১৮ অক্টোবর ২০১৪ রাত ১০:১৬
ফেরারী মন লিখেছেন : হুম এভাবেই চলে যাচ্ছে সময় আমাদের ছেড়ে। আমরা টেরই পাচ্ছি না যে আমরা আসলে কোথায় যাচ্ছি। Sad
275781
১৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৪০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর তো। ব্লগে অনেক দিন আসা হয় না। এখানে দেখছি অনেক ভালো ভালো কবিতা হচ্ছে
275812
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:৩১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..



ব্লগ পরিসংখ্যান

পোস্ট লিখেছেনঃ ৩ টি
মন্তব্য করেছেনঃ ৪ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ০ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ১৩৯ বার
ব্লগে আছেনঃ ১ বছর ২ মাস ১৮ দিন

যাক, লেখতে শুরু করেছেন এটাই খুশীর খবর!


প্রত্যহের দৈর্ঘ বাঁধা থাকে একই সীমানায়
আহার নিদ্রা আর অদেখা স্বপন

শেষেরটাই শক্তিশালী

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ

১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:৪২
219713
দিশারি লিখেছেন : ওগো সাইফের আব্বা... আপনি এইটা কিতা করলেন Tongue
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৮
219715
আবু সাইফ লিখেছেন : লুকোচুরি খেলছিলাম!! Don't Tell Anyone Rolling on the Floor
275820
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:৪২
দিশারি লিখেছেন : ভালো লাগলো Happy>-
275858
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৫৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Thumbs Up Thumbs Up খুবি সুন্দর ও বাস্তব কথা। ছন্দের মিল দারুন উপভোগ্য। ধন্যবাদ অনেক অনেক। Good Luck Good Luck Rose Rose
275883
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৭:১৭
বৃত্তের বাইরে লিখেছেন : বাহ সুন্দর তো! অল্প কথায় অনেক কিছু বলেছেন। ভাল লাগল Rose Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File