গল্পঃ এক চাদড়ে তিন পুরুষের জীবন পাড় হয়ে গেলো
লিখেছেন লিখেছেন এ এম ডি ১৮ অক্টোবর, ২০১৪, ০৯:৪৮:১৬ রাত
সে অনেক আগের কথা নাজমুল করিম নামে এক জন ভদ্র লোক ছিলো যার অতল টাকা কড়ি ছিল । তার কোন ধন সম্পতির কমতি ছিলো না । সে বাস করত ইরান শহরে। ইরান শহরের সকলে তাকে সামনে অনেক সম্মান করত আর নাজমুল সাহেবের পিছনে তাকে নিয়ে হাসাহাসি করতো।
সে লোকটি খুব সাধারন ভাবে চলা ফেরা করতো । কোনো অচেনা লোক যোদি প্রথমে তাকে দেখে তাহোলে সে অচেনা লোকটি নাজমুল সাহেব যে ইরান শহরে দশ জন ধনী মানুষের ভিতরে একজন তা বিশ্বাশ করতে চাইবে না ।
নাজমুল সাহেবের এত টাকা পয়সা থাকতেও সে কখনো ভালো জামা কাপড় পরিধান করতেন না । তিনি সবসময় ছেড়া ও পুরান জামা কাপড় গায়ে জড়িয়ে সমাজে চলা ফেরা করতেন । আর তার গায়ের জামা কাপড় নিয়ে ইরান শহরের সকলে সবসময় হাসাহাসি করতেন ।
ইরান শহরের সকলে একজন আরেক জনকে বলতেন ঐ দেখ নাজমুল সাহেব যাচ্ছে কত বড় একজন ধনী লোক অথচ তার গায়ের জামা কাপড় দেখেছো তাহোলে নাজমুল করিম ধনী হবে না কি আমরা হবো ।
একজন আরেজনকে বলতো নাজমুল সাহেব নিজের জন্য কানা কড়িও খরচ করে না । সে খুব হিসাব করে চলে । দেখো দেখো নাজমুল সাহেবের গায়ের চাদড়টি তাহোলেই বুঝতে পারবে সে কততা হিসাব করে চলে ।
ইরান শহরের ছোট বড় সকল লোকেরা নাজমুলের চলাফেরা ও তার গায়ের চাদড়টি নিয়ে অবাধ হাসাহাসি করতো । আর তাদেরয় বা কি দোষ ।
হাসবে না কেন তার গায়ের যে চাদড়টি তা নাজমুলের বাবার আমলের লোক যারা ছিলো তারা দেখেছে তার চাদড়টি নাজমুলের বাবা গায়ে জড়াতেন । আবার নাজমুলের দাদার বয়সে যারা ছিলেন তারা দেখেছেন ঐ চাদড়টি এক সময় নাজমুলের দাদা গায়ে জড়াতেন ।
ঐ এক চাদড়ে নাজমুলদের প্রায় তিন পুরুষ পাড় হোতে চলছে একটি চাদড় । এখন বাকি আছে নাজমুল সাহেবের ছেলে মেয়ে ।এই ভেবে সারাক্ষন ইরান শহরের ছোট বড় সকলে নাজমুলকে দেখলে হাসা হাসি করতো ।
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন