একজন ব্লগার মানেই নাস্তিক বা আস্তিক না
লিখেছেন লিখেছেন এ এম ডি ০২ নভেম্বর, ২০১৫, ১০:১১:০২ রাত
পৃথিবীতে কেও চোর হয়ে জম্ম নেয় না কেও পুলিশ হয়েও জম্ম নেয় না । তেমনি কেও নাস্তিক ও আস্তিক হয়ে জম্ম নেয় না । যদি একটা মানুষকে সূশিক্ষিত করে গড়ে তুলে এ সমাজ এবং বড় কোন পুলিশ অফিসার করে গড়ে তুলে এ সমাজ । তাহলে একজন নাস্তিক ও আস্তিক কি এ সমাজ গড়ে তুলার জন্য দায়ী নয় সে প্রশ্ন রাখলাম আপনাদের কাছে ?আসা করি সিনিয়র ব্লগার গণ এই প্রশ্নটির একটি সুন্দর উত্তর দিবেন !তবে ব্যক্তিগত ভাবে আমি মনে করি একটা মানুষকে নাস্তিক ও আস্তিক বানানোর জন্য এ সমাজ ও সরকার, মন্ত্রী এবং আমরাই দায়ী ।
একজন ব্লগার মানেই যেমন নাস্তিক নয় তেমনি একজন ব্লগার মানেই ভাই আস্তিক নয় । একজন ব্লগার মানে লেখক নয়ত কবি ।
একটি কথা না বলে পারছি না এক চোর বলে আরেক চোরকে ধরতে ।আরে ভাই আমরা যখন একজন লেখককে নাস্তিক বা আস্তিক বলি তখন কেন ভুলে যাই যাকে নাস্তিক বা আস্তিক বলছি সেও আমার মতো একজন লেখক । আর একজন লেখক যদি আস্তিক ও নাস্তিক হয় তাহলে আমিও তো লেখক তাহলে আমিও নাস্তিক নয়ত আস্তিক ।
তাই আমি বলতে চাই একজন ব্লগার হলেই ও ব্লগ লেখলে যেমন নাস্তিক নয় তেমনি একজন ধর্ম প্রায়ন লোক মানেই উগ্রপন্থী বা জঙ্গি ও আস্তিক নয় ।
প্রতিটি ব্লগে সকলের ব্লগলেখার সমান অধিকার আছে ও মনের ভাব প্রকাশ করার সমান অধিকার আছে ।
তবে কেও কারো কোন লেখায় যাতে কষ্ট না পাই আমাদের সে দিকে খেয়াল রাখতে হবে ।
বিষয়: আন্তর্জাতিক
১৫০২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন