গল্প রতনের স্বপ্ন জীবন
লিখেছেন লিখেছেন এ এম ডি ৩১ অক্টোবর, ২০১৫, ০১:১৭:৫৫ রাত
একটি সাদাসিদে সাবক ছেলে রতন । যার ভিতরে যেমন বাহিরেও তেমন । মানুষের ছোট্র একটি জীবন । কিন্ত সে জীবনেই অনেক বড় থাকে একটি মন থাকে নানান রঙ্গের স্বপ্ন । রতন হেমায়েতপুরের সদাগরআলী জেলের ছেলে । রতনের বাবার স্বপ্ন তার ছেলে তার থেকে দ্বিগুন বড় জেলে হবে । তাই রোজ মাছ ধরতে যাওয়ার আগে রতনের বাবা রতনকে তার সঙ্গে করে গাঙ্গে নিয়ে যায় । আর মাছ ধরার সকল কৌশালিদি শিখিয়ে দেয় । তবে রতনের একটাই দোষ আর তা হল আজ যা শিখেয়ে দেয় কাল তা ভুলে যায় । এভাবে বেশ কিছু দিন কেঁটে যায় । সব শেষে রতনের বাবা মা ধরে নিল রতনের মন ভুলা নামে কোন রোগ আছে । তাই রতনে বাবা মা রতনকে নিয়ে গাঁয়ের এক ডাক্তরকে দেখান । ডাক্তার সাহেব রতনের সাথে কথা বলে বুঝতে পারলেন রতনের ভিতরে আসলে কোন রোগবালাই নাই ছেলেটা পুরপুরি সুস্থ । ডাক্তার রতনের মা বাবা ডেকে বললেন রতনের মাঝে যে স্বপ্ন রোগ বাসা বেঁধেছে তা দূর করতে হলে তাদের অনেক কষ্ট করতে হবে ।
রতনের বাবা মা ডাক্তারকে বললেন কি অসুখ হয়ছে ডাক্তার আমার পুলার । ডাক্তার বললেন রতনের মাঝে স্বপ্ন অসুখ বাসা বেঁধেছে আর এই অসুখ ছাড়াতে হলে রতনকে গাঁয়ের স্কুলে ভর্তি করিয়ে দিন । আর তাকে লিখা পড়া শেখান । রতনের মাঝে আমি বহু বড় অসুখ দেখছি আর রতনের এই অসুখ একমাত্র স্কুলের মাষ্টার মশাইরা পারবেন তারাতে ।
বাবা মা রতনকে নিয়ে বাড়ি ফেরার পথে তাদের গাঁয়ে এর স্কুলে রতনকে ভর্তি করিয়ে দেন । রতন স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে রতনের স্বপ্ন জীবন পাড়ি দেওয়ার পালাও শুরু হল ।
রতনের বাবা মা লিখা পড়া না শিখায় রতনের বাবা মাছ ধরে যে আয় রোজকার হত টা দিয়েই টেঁনে হেঁচরে সংসার চালাতেন রতনের মা । কখন কখন নুন আনতে পান্তা ফুরাতো আর রোজ রতনের বাবা মা এর ভিতরে সংসারের অভাব অনটন নিয়ে ঝগড়া লেগেই থাকতো । তাই রতন তার স্বপ্ন জীবনে সঙ্গে একটি প্রতিজ্ঞাকে সঙ্গী করে নিলেন । আর রতনের স্বপ্ন জীবনের পতিজ্ঞা হল একদিন লেখা পড়া শিখে রতন বড় হবে আর বড় হয়ে সে শিক্ষিত হয়ে সমাজের আর সকল গরীব ছেলে মেয়েদের লেখা পড়া শিখাবে । সমাজকে নতুন ভাবে গড়ে তুলবে । যাতে করে রতনদের সংসারের মত অভাব অনটনের কারনে আর কোন সন্তানকে তার মা বাবার মাঝে অভাব অনটনের জন্য কোন দুঃখ কষ্ট না করতে হয় । যাতে করে আর কোন রতনকে সংসারের অভাব অনটনের জন্য তার বাবা মা কে ঝগড়া করতে দেখতে হয় ।
বিষয়: সাহিত্য
১৫০৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সংসারে অভাব না থাকলেও সব রতনের কিন্তু পড়াশোনা করে শিক্ষিত হওয়া উচিত। এই বোধোদয় জাগ্রত থাকুক সব রতনের মাঝে।
শুকরিয়া।
সংসারে অভাব না থাকলেও সব রতনের কিন্তু পড়াশোনা করে শিক্ষিত হওয়া উচিত। এই বোধোদয় জাগ্রত থাকুক সব রতনের মাঝে।
শুকরিয়া।
সহমত
মন্তব্য করতে লগইন করুন