প্রজন্ম

লিখেছেন লিখেছেন অপনেয় ১৩ অক্টোবর, ২০১৪, ০৬:১৪:৩৩ সন্ধ্যা

তোমারই সন্তান - কিন্তু ওরা তোমার পুত্র-কন্যা নয়।

ওরা জীবনের আকুল আকাঙ্খার সন্তান ।

তোমার মধ্যে দিয়েই ওদের আগমন

কিন্তু ওরা তোমার কাছ থেকে আসেনি,

যদিও ওরা তোমার সাথে থাকে

তুমি তাদের স্বত্বাধিকারী নও।

ওদেরকে ভালোবাসা দিতে পারবে

কিন্তু তোমার ভাবনা-বাসনা দিতে পারবে না,

কারণ ওদের নিজস্ব মন আছে।

তুমি ওদের দেহকে আশ্রয় দিলেও

ওদের অন্তরাত্না তোমার আবাসে থাকে না,

কারণ ওদের চেতনা আগামি

দিনের গৃহে বাস করে,

যেখানে তোমার প্রবেশ নিষেধ

তোমার স্বপ্নের মধ্যে দিয়েও নয়।

তুমি হয়ত ওদের মতো হতে চাইবে,

কিন্তু তোমার মতো করে তাদের

গড়ে তোলার চেষ্টা কোরনা,

কারণ জীবন এগিয়ে যায়

গতকালের দিকে না তাকিয়ে।

---------------------------------

খলিল জিবরানের 'দি প্রফেট' থেকে সংগৃহীত

ভাষান্তরঃ অপনেয়

বিষয়: বিবিধ

৯০১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273965
১৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
নোমান২৯ লিখেছেন : ভালো লাগলো| ধন্যবাদ আপনাকে| Rose Rose Rose
273970
১৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
শিশির ভেজা ভোর লিখেছেন : জীবন এগিয়ে যায় গতকালের দিকে না তাকিয়ে।

সুন্দর বলেছেন।
274079
১৪ অক্টোবর ২০১৪ রাত ০১:৩০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

Thinking D'oh


Thumbs Up Rose Praying
275056
১৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৭
বৃত্তের বাইরে লিখেছেন : 'জীবন এগিয়ে যায়
গতকালের দিকে না তাকিয়ে।'

অনেক ধন্যবাদ আপনাকে। ভাল লাগল Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File