অনেক দিন পরে ফেরা
লিখেছেন লিখেছেন শারমিন হক ২৭ জুন, ২০১৫, ০২:২১:১৮ দুপুর
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?
আমার লাস্ট পোস্ট ছিল গত ২০১৪,ডিসেম্বর।অনেকদিন আসা হয়নি।
ইচ্ছে থাকলেও সময় করতে পারিনি ।আবার অনেক সময় অলসতায় হয় নি।
পড়াশুনা নিয়ে সংসারের কাজের পাশাপাশি মেয়েকে দেখাশোনার মাধ্যমে দিনগুলো কিভাবে কেটে যায় বুঝতে পারি না।
আজ অনেকদিন পরে খুব ইচ্ছে হল -টুডে ব্লগে আসতে।সকাল থেকে চেষ্টা করে মাত্র সফল হলাম সম্পাদকের মাধ্যমে।আহমদ মুসা ভাইও হেল্প করেছেন।ভেবেছিলাম আইডিটা মনে হয় হারিয়ে ফেললাম।যাক আইডিটা ফিরে পেলাম।পুরানো লেখা গুলো দেখে ভাবলাম কন্টিনিউ করলে এতদিনে অনেক লেখা হয়ে যেত।
কি আর করা ।যা হয় নি তা ভেবে তো আর লাভ নেই।
নিয়মিত হবার চেষ্টা থাকবে।
বিষয়: বিবিধ
৮০৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন