নীলাঞ্জনা নামক মুক্তমণা ইসলাম বিদ্বেশীর প্রতিউত্তর।

লিখেছেন লিখেছেন ঘুম ভাঙাতে চাই ২৭ জুন, ২০১৫, ০২:২৬:০৬ দুপুর



আমি অনেকদিন যাবতই অসুস্হ তাই ব্লগে বসা হয়না। কিন্তু আজ সামান্য সময়ের জন্য ব্লগে এসে আমার "সাদাচোখে বিশ্লেষণ: "যয়নাব বিনতে জাহাশ (রাঃ) এর সাথে মুহাম্মাদ ﷺ এর বিয়ে কি অজাচার (Incest) ছিল, নাকি ইতিহাস নিয়ে ইসলাম বিদ্বেশী মহলের চরম মিথ্যাচার?" লেখায় নীলজ্ঞনা নামক মুক্তমণার বাড়াবাড়ি রকম কমেন্ট দেখে কিছু লিখতে বাধ্য হলাম, যদিও মেরুদন্ডের হাড়টার সমস্যার জন্য ইতিমধ্যেই ব্যাকপেইন শুরু হয়ে গেছে। নীলাজ্ঞনা আমার পোস্টে মন্তব্য করেছেন:

"কথায় বলে, ধান ভানতে শিবের গীত!! আরবের তথাকথিত বংশমর্যাদা, পোষ্যপুত্র উত্তরাধিকার প্রথা বিলপের জন্য কোরানের একটি আয়াত নাজিল করে দিলেই যথেষ্ট ছিল। কিন্তু তা না করে কতই না ধানাইপানাই যুক্তি। মানুষ কি এতো বোকা যে নারী লোভি মোহাম্মদের আসল মতলব বুঝে না। নবীর একটি কুকর্ম ধামাচাপা দেয়ার জন্য বেহুশের মত এখন বংশমর্যাদা, দাসের মর্যাদা, মরুচারী বেদুইন.......... এসব নিয়ে আবল/তাবল কথা বলে বরংচ আপনি ইসলাম ধর্মের মানব বৈষম্য, বংশ বৈষম্য, দাস বৈষম্য কে অপকটেই স্বীকরার করে নিলেন। আবার এই আপনারাই বলেন ইসলাম ধর্মে নাকি সবাই সমান, কোন ভেদাবেদ নেই। আশ্চর্য কারবার!!"

এটি আমার ব্লগপোস্টটির লিংক Click this link

আমার উত্তর:


এজন্যই আল্লাহ ১৪০০ বছর আগে বলেছেন, যখন তাদেরকে বলা হয়, লোকেরা যেরূপ ঈমান এনেছে তোমরাও অনুরূপ ঈমান আন; তখন তারা বলে, নির্বোধেরা যেরূপ ঈমান এনেছে আমরাও কি সেরূপ ঈমান আনব? সাবধান! নিশ্চয়ই এরাই নির্বোধ কিন্তু তারা সে ব্যাপারে অবগত নয় (সূরা বাকারা আয়াত: ১৩)

আপনার মত নির্বোধের সাথে কুতর্কে আমি যেতে চাইনা। আর আপনি যে হাদিস এর অংশ বিশেষ কাটাছেড়া করে ও মিথ্যা শব্দমালা যুক্ত করে হাদিসের নামে মিথ্যাচার করেন, সেটাও এর আগে হাতেনাতে ধরেছি। কাজেই মিথ্যাবাদী, নির্বোধের সাথে কথা বলাটাই বোকামী। কি সুন্দর যুক্তি আপনার, "এত ধানাই পানাই না করে একখানা আস্ত কোরান আসমান থেকে পাঠিয়ে দিলেই তো হত!!"

এজন্যই আল্লাহ আপনার জন্মের ১৪০০ বছর আগেই বলেছিলেন,

হে মুহাম্মাদ! যদি আমি কাগজের উপর লিখিত কোন কিতাব তোমার প্রতি অবতীর্ণ করতাম, অতঃপর তারা তা নিজেদের হাত দ্বারা স্পর্শও করতো; তবুও কাফির ও অবিশ্বাসী লোকেরা বলত যে, এটা প্রকাশ্য যাদু ছাড়া আর কিছুই নয়। (সূরা আনআম:৭) 

তারা কোরানের প্রতি বিশ্বাস স্হাপন করবেনা এবং অতীতে তাদের পূর্ববর্তীগণেরও আচরণ এরূপই ছিল। যদি তাদের জন্য আকাশের দুয়ার উন্মুক্ত করে দেই এবং তারা সারাদিন তাতে আরোহণ করতে তাকে, তবুও তারা বলবে,আমাদের দৃষ্টি সম্মোহিত করা হয়েছে, না, বরং আমরা জাদুগ্রস্হ হয়ে পরেছি। (সুরা হিজর, আয়াত:১৩,১৪,১৫) 

জ্বি! একটিভ ফর্মে লিখলে লেখা যায়, মুহাম্মাদ ﷺ ১৩ জন নারীকে বিবাহ করেছিলেন মুমিনদের মাতা হিসেবে মর্যাদা দেয়ার জন্য। যাদের অধিকাংশই ছিলেন বিধবা-বয়ষ্কা ও অসহায়।

এটাকে প্যাসিভ ফর্মে লিখলে হবে, ১৩ জন বিধবা-বয়ষ্কা ও অসহায় নারী মুহাম্মাদ ﷺ কে বিবাহ করেছিলেন মুমিনদের মাতা হবার মর্যাদা অর্জনের জন্য।

অর্থাৎ উভয়টিই সত্যি। আর এর পেছনে রয়েছে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ইত্যাদি কারণসমূহ, যৌনতা নয়। যৌন স্বাধীনতার প্রচারক আপনারা, মুহাম্মাদ ﷺ না। আর আপনি যে নির্বোধ সেটা আপনার লেখায়ই প্রমাণ দিয়েছেন। বংশমর্যাদা, দাস প্রথা, মরুচারী বেদুইন এর নিম্ন মর্যাদা ইত্যাদি ছিল তৎকালীন আরব মুশরিকদের সামাজিক ও ধর্মীয় কুসংষ্কারের অংশ, তা মোটেও ইসলামের অংশ ছিলনা। আর ইসলামের আগমণ হয়েছে তার বিলুপ্তি সাধনের জন্য, তার লালনের জন্য নয়।

জ্বি! মানুষ আপনার মত বোকা নয় বলেই মুসলিমরা বুঝে যে, মুহাম্মাদ ﷺ প্রচারিত ধর্মই সত্য। ফিলিস্তিনের ৪,৫৫০,৩৬৮ মুসলিম জানে আজ যদি তারা ইহুদি ধর্ম গ্রহণ করে নেয়, তবে আজ থেকেই সমস্ত অত্যাচার বন্ধ হয়ে যাবে, ইজরাইল তাদের আরো পুরষ্কৃত করবে। কিন্তু তারা কেন মুহাম্মাদের ﷺ এর প্রচারিত ধর্ম ইসলাম ত্যাগ করেনা?? কারণ তারা আপনার মত নির্বোধ না, বোকা না, তাই শত নির্যাতন তাদের মুহাম্মাদ ﷺ এর প্রচারিত ধর্ম থেকে ফেরাতে পারেনা। তারা ফীরতে চায় আল্লাহর কাছে, বিচার দেয় তার কাছে।

মায়ানমারের ৮ লাখ রোহিঙ্গা জানে, আজ যদি তারা ইসলাম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার ঘোষণা দেয়, তবে আজ থেকেই সব অত্যাচার বন্ধ হয়ে যাবে, তারা মায়ানমারের নাগরিকত্ব পেয়ে যাবে, কিন্তু তারা কেন মুহাম্মাদ ﷺ এর প্রচারিত ইসলাম ত্যাগ করেনা? কারণ তারা আপনাদের মত বোকার অন্তর নিয়ে বসবাস করেনা, ইসলামকেই তারা নিয়তি বানিয়ে নিয়েছে কারণ তা সত্য।

সেন্ট্রাল আফ্রিকার মুসলিমরাও জানতো, তারা যদি খৃষ্টান ধর্ম গ্রহণ করে নিত, তবে ১০,০০০ মুসলিমকে খৃষ্টানরা ধর্মের নামে এভাবে নির্মমভাবে হত্যা করতোনা। কিন্তু তবুও তারা মুহাম্মাদ ﷺ এর প্রচারিত ধর্ম ত্যাগ করেনি। আলজাজিরা খুলে দেখুন সেন্ট্রাল আফ্রিকান মুসলিম নারীরা আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ! আমাদের মৃতদের শহীদ হিসেবে কবুল কর। কারণ তারা বোকা না।

চীনের উইঘুরের মুসলিম, কাশ্মিরের মুসলিম, গুজরাটের মুসলিম, আফগানিস্তানের মুসলিম, ইরাকের মুসলিম, সিরিয়ার মুসলিম, বসনিয়া, চেচনিয়া, মালির মুসলিম সবাইকে প্রশ্ন করেন, তোমরা কেন বোকামী করছ? পৃথিবীর মানুষের বানানো ধর্ম গ্রহণ করে নাও। তোমাদের প্রতি সব সহিংসতা আজই বন্ধ হয়ে যাবে, তোমরা সমৃদ্ধির ছোয়া পাবে। কিন্তু তারা আপনাদের চোখে চোখ রেখে উচ্চস্বরে বলবে: আমি সাক্ষ দেই আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, মুহাম্মাদ ﷺ আল্লাহর প্রেরিত রাসুল। কারণ তারা আপনাদের মত নির্বোধনা, বরং তারাই প্রকৃত বুদ্ধিমান। এই পৃথিবীর মাটি তারা কামড়ে ধরে আজীবন বাঁচার স্বপ্ন দেখেনা। তারা বিশ্বাস করেছে কিয়ামত হবেই, তাদের প্রতি পৃথিবীবাসীর নির্যাতনের বদলা একদিন আল্লাহ অবশ্যই নিবেন। কিন্তু আপনারা অতি চালাকেরা অট্ট হাসিতে গর্ব করে বলেছেন, ভুয়া! সব ভুয়া! ধর্ম হল আদিকালের গালগপ্প। আপনারা আল্লাহর উপর ঈমান আনেননি, নতুন ধর্ম আনলেন যার নাম, বিজ্ঞান। ঈমান আনলেন ডিডেরট, বেরন ডি হোলবাখ, ডারইউন, কাল মার্কস, দুরখেইম, নাৎসে, ফ্রয়েড, এঙ্গেলস এর মত বস্তুবাদিদের উপর। গর্ব করে তারা প্রচার করতে লাগলেন, সব নির্বোধেরা এবার বিজ্ঞান নামক ধর্মে বিশ্বাস আনবে। ডারউইন বলেই বসলেন, আল্লাহ বলে কিছুই নেই সবই বিবর্তনের ফল।

সত্যিই তা ছিল আশার বাণী কারণ স্রষ্টার অসারতা প্রমাণ হলে পৃথিবীর মানুষের মাঝে ধর্মের জন্য যে হানাহানি, তা বন্ধ হয়ে যাবে, সকলে বিজ্ঞান নামক ধর্মে ঈমান এনে ভাই ভাই হয়ে যাবে। মুসলিমরা জলাশয়ের দিকে তাকিয়ে বলে: এই হল পানি, কিন্তু হিন্দু বলে, নাহ! এতো জল। কিন্তু এবার সবাই বলবে, এ হল, H2O যা কিনা ১০০% নির্ভুল ও সত্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনাদের ধর্ম ভাই এডউইন হাবল প্রমাণ করে বসলেন "বিং ব্যাং থিওরী" অনেক বিতর্কের পর আপনার অন্য ভাইয়েরাও তা মানতে বাধ্য হল মহাবিশ্বকে সৃষ্টি করা হয়েছে এবং তা এগিয়ে চলেছে "Endless expansion অথবা Big crunch" নামক ভয়াবহ ধ্বংশযজ্ঞের দিকে। কিয়ামত সত্য প্রমাণ হয়েই গেল। আপনারা এবার শেষ আশা হিসেবে ডারউইনের প্রচারিত ধর্ম "বিবর্তন থিওরী" এর দিক চেয়ে রইলেন। কিন্তু জীবাশ্ন বিজ্ঞান (paleontology), প্রাণরসায়ণ (Biochemistry), অঙ্গব্যবচ্ছেদবিদ্যা (anatomy), বংশগতিবিদ্যা (genetics) সব আশায় পানি ঢালল। বিজ্ঞান ধর্মের এসব শাখা প্রশাখা আপনাদের ধর্ম গুরুদের ভাগ করল দুভাগে।

১. The theory of intelligent design

২.the theory of evolution.

একদল পূর্বপুরুষদের theory of evolution কে আকড়ে ধরে থাকতে চাইছেন যদিও তা অসার। আবার আরেকদল ধর্ম সংষ্কারের জন্য theory of intelligent design কে সত্য প্রমাণ করতে চাইছেন, পূর্বপুরুষদের ভুল বলছেন।

আপনারা নিজেরাই আজ নানাভাগে বিভক্ত। ওহে! নিজেদের সমস্যার সমাধান করে আসুন অতঃপর মুসলিমদের কান্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলবেন। মুসলিমরা আল্লাহকেই অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাদের জীবন-মরণ সবই আল্লাহর হাতে তিনিই যথেষ্ট অভিভাবক হিসেবে। জ্বি! মুহাম্মাদ ﷺ ই আমাদের নেতা যাকে ১৩ জন নারী বিবাহ করেছিলেন যারা আমাদের মা এবং পৃথিবীতে ও জান্নাতেও মুহাম্মাদ ﷺ এর স্ত্রী ও আমাদের মা। আমরা একে অপরের জন্য, আমরাই আপনজন। ওহে দূর্ভাগা ইসলাম বিদ্বেশীর দল! তোমাদের সাথে সম্পর্ক শেষ করলাম। আল্লাহই মহান।

বিষয়: বিবিধ

১৭৭৬ বার পঠিত, ৫১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327641
২৭ জুন ২০১৫ দুপুর ০২:৩৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এই বেয়াদব মেয়েটার জবাব এমন হওয়া উচিত।


এই বেয়াদব মেয়েটাকে আপনি যতই ভাল কথা বলেন না কেন, তার কোন পরিবরতন হবেনা,আপনার কথা গুলু খুব ভাল লাগলো,
২৯ জুন ২০১৫ রাত ১২:৪১
270190
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া আল্লাহ নিজেই কোরআন এ বলেছেন এরা কখনোই হেদায়েত পাবেনা তাই তারা অহংকারী হবে এটাই স্বাভাবিক তবে তাদের দূর্বলতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পছন্দ করি কারন তাদের ভিত্তি যে কত দূর্বল ভিত্তির উপর বিদ্যমান সেটা দেখাতে চাই. অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য়. জাঝাক আল্লাহ Good Luck Good Luck
327662
২৭ জুন ২০১৫ বিকাল ০৪:৩৩
প্রবাসী কামলা লিখেছেন : নীল অঞ্জনা হচ্ছে ফখরুলের ফটোকপি ।
তাদের পোষ্টকে হিট না করে আলাদা পোষ্ট দিয়ে জবাব দিবেন। সবাই আপনাকে ধন্যবাদ ।
২৯ জুন ২০১৫ রাত ১২:৪৪
270191
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : জ্বী ভাইয়া! মূল্যবান মন্তব্য ও এবং সময় প্রদানের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া. জাঝাক আল্লাহ.Good Luck Good Luck
১৫ জুলাই ২০১৫ রাত ০২:২৭
272277
লজিকাল ভাইছা লিখেছেন : ভাল পরামর্শ ।
327676
২৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
ইসলামী দুনিয়া লিখেছেন : এদেরকে পাত্তা না দেয়ায় ভালো। আর এ তো মেয়ে নয়, বরং ছেলে।
২৯ জুন ২০১৫ রাত ১২:৪৭
270192
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আল্লাহ ই ভাল জানেন. জেন্ডার তো আমারটাও হিডেন... তবে সে খুব একটা জাতের নাস্তিক না. আমার কাছে তাকে নাস্তিক বলে মনে হয়নি, উগ্র হিন্দু বলে মনে হয়েছে.. মূল্যবান সময় প্রদান ও সুন্দর মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া. জাঝাক আল্লাহ Good Luck Good Luck
327678
২৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
বার্তা কেন্দ্র লিখেছেন : আসলে তুমি নারী না,

ভ্রাম্যমান পতিতা, নষ্টা চরিত্রহীনা

ধর্ষণকে পাপ মনে করিস না

যা না দুয়ার খোলা, টানবাজার আর বেশ্যাখানা।

জানি, কয়লা ধুলে ময়লা যায় না,

তোদের স্বভাব ভাল করে আছে জানা



তুই নীলাঞ্জনা না আবর্জনা।

নারীবেশে পুরুষ সেজে করিস ছলনা

নারী জাতির নামে নারীত্বের অবমাননা।

যতই করিস বাহাদুরী সাড়ে তিন ফুটের এই দেহখানা

হাবিয়া জাহান্নাম হবে তোর ঠিকানা।

মৃত্যুতে তো বিশ্বাস করিস না

আল্লাহর পাঠানো আজরাইলকে ঠেকাতে পারবি না

মৃত্যু থেকে পালাতে পারবিনা

তখনই বুঝবি বিশ্বজগতে আল্লাহ আছে কি না?

তুই আসলে নীলাঞ্জনা না

নীলাঞ্জনারা এমন হতে পারে না

প্রকৃত নীলাঞ্জনা হলো খাঁিট সোনা

সমাজ ভরে গেছে তোদের আবর্জনা

২৯ জুন ২০১৫ রাত ১২:৫২
270193
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম.. সুন্দর কবিতা বানিয়ে ফেলেছেন ভাইয়া.. মূল্যবান সময় প্রদান এবং মন্তব্য এর জন্য ধন্যবাদ ভাইয়া. আলাহ আপনাকে উত্তম বিনিময় প্রদান
327690
২৭ জুন ২০১৫ রাত ০৮:০৬
শেখের পোলা লিখেছেন : যথার্থই জবাব দিয়েছেন৷ অনেক জ্ঞানের কথা বলেছেন৷ ও বেআদবটা মানুষ হবার নয়, তাই তাকে এড়িয়ে চলবেন বা ব্লক করবেন৷ ধন্যবাদ আপনাকে৷
৩০ জুন ২০১৫ বিকাল ০৫:০১
270336
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। কেমন আছেন? হেদায়েত আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নেয়ামত সবার কপালে তা যে জুটবেনা সেটাই স্বাভাবিক। আমি কখনো কাউকে ব্লক করিনা। আপনাদের পেয়ে খুব ভাল লাগছে আমি খুবই অসুস্হ তাই ব্লগে বসা হয়না আপনাদের লেখাগুলোতেও তাই যাওয়া হয়না। আমার জন্য দোয়া করবেন। Good Luck Good Luck
327699
২৭ জুন ২০১৫ রাত ০৯:২৯
ছালসাবিল লিখেছেন : ওকে আমার উপর ছেরে দিন। আজকেই পিটু দেবো Smug
৩০ জুন ২০১৫ বিকাল ০৫:০৪
270337
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ছালছাবিল ভাইয়া আমি তো দেখি আপনি আপুদের কাছে শুধু আদর খোঁজেন মারামারি পারবেন বল তো মনে হয়না। আল্লাহর উপরই ছেড়ে দেন... Good Luck Good Luck Rolling on the Floor Rolling on the Floor
৩০ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
270359
ছালসাবিল লিখেছেন : আপি ও আমাকে ব্লক মেরেছে Rolling on the Floor এবার বোঝেন কততত আদর Tongue
327716
২৮ জুন ২০১৫ রাত ১২:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
তবে এদের কে কিছু বলে লাভ নাই। এরা হলো শিলমোহর কৃত।
৩০ জুন ২০১৫ বিকাল ০৫:০৭
270339
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া। আপনাদের লেখা পড়ি কিন্তু ঠিকমত আপনাদের ব্লগবাড়িতে যাওয়া হয়না এই নিয়ে একদম অভিমান চলবেনা করণ আমি বসে থাকতে পারিনা বেশিক্ষণ কারণ মেরুদন্ডের ৩টা হাড়ে সমস্যা হয়েছে তাই কম্পিউটারের সামনে বসতে পারিনা। দোয়া করবেন ভাইয়া। জাঝাক আল্লাহ Good Luck Good Luck
327720
২৮ জুন ২০১৫ রাত ১২:৪৪
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে সঠিক পথে আসুক আর না আসুক, আমরা কিন্তু আপনার এই জবাবী পোষ্ট থেকে অনেক উপকৃত হলাম। জাযাকাল্লাহ খাইর
৩০ জুন ২০১৫ বিকাল ০৫:০৮
270340
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। ঠিকমত আপনাদের ব্লগবাড়িতে যাওয়া হয়না এই নিয়ে একদম অভিমান চলবেনা করণ আমি বসে থাকতে পারিনা বেশিক্ষণ কারণ মেরুদন্ডের ৩টা হাড়ে সমস্যা হয়েছে তাই কম্পিউটারের সামনে বসতে পারিনা। দোয়া করবেন ভাইয়া। জাঝাক আল্লাহ Good Luck Good Luck
327726
২৮ জুন ২০১৫ রাত ০১:৪৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বার্তা ভাই কবিতার মাধ্যমে যা বলেছেন আর কিছু কাউকে বলা লাগবে না। এদের নিয়ে বেশি কথা না বলাই ভাল। আপনার পোস্টটির জন্য অনেক ..ধন্যবাদ..
৩০ জুন ২০১৫ বিকাল ০৫:০৯
270341
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া। জাঝাক আল্লাহ আপনার সুন্দর পরামর্শের জন্য। ঠিকমত আপনাদের ব্লগবাড়িতে যাওয়া হয়না এই নিয়ে একদম অভিমান চলবেনা করণ আমি বসে থাকতে পারিনা বেশিক্ষণ কারণ মেরুদন্ডের ৩টা হাড়ে সমস্যা হয়েছে তাই কম্পিউটারের সামনে বসতে পারিনা। দোয়া করবেন ভাইয়া। Good Luck Good Luck
০১ জুলাই ২০১৫ রাত ১২:৫০
270392
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আল্লাহ আপনাকে সত্ত্বর সুস্থ করুন। এই আবেদন মনিবের দরবারে..আপনাকে ধন্যবাদ..
১০
327741
২৮ জুন ২০১৫ রাত ০২:৫৬
আফরা লিখেছেন : যাক তার জন্য আমি ও অনেক কিছু জানলাম । ধন্যবাদ ভাইয়া ।
৩০ জুন ২০১৫ বিকাল ০৫:১১
270342
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। উঠতি প্রতিভাবান রাইজিং স্টার ব্লগার আফরা সাইয়ারা কেমন আছেন?ঠিকমত আপনাদের ব্লগবাড়িতে যাওয়া হয়না এই নিয়ে একদম অভিমান চলবেনা করণ আমি বসে থাকতে পারিনা বেশিক্ষণ কারণ মেরুদন্ডের ৩টা হাড়ে সমস্যা হয়েছে তাই কম্পিউটারের সামনে বসতে পারিনা। তাই দোয়া করবেন আমার জন্য। Good Luck Good Luck
১১
327774
২৮ জুন ২০১৫ সকাল ০৭:১১
প্যারিস থেকে আমি লিখেছেন : শুকরিয়া।
৩০ জুন ২০১৫ বিকাল ০৫:১২
270343
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় ভাইয়া আপনর মন্তব্যের জন্য জাঝাক আল্লাহ। Good Luck Good Luck
১২
327823
২৮ জুন ২০১৫ বিকাল ০৪:২৮
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
মাশাআল্লাহ্‌ ভাল লিখেছেন। সাবলীল ভাষা, আবেগ ও যুক্তির ব্যবহার।
৩০ জুন ২০১৫ বিকাল ০৫:১৫
270344
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। সাদাচোখে ভাইয়া ব্লগ জগতে আমি ৪ বছরের মত। নানান ব্লগে লিখেছি কিন্তু আপনার মত কেউ আমাকে অনুপ্রাণিত করতে পারেনি এভাবে। দাজ্জাল, দিনার দিরহাম, খেলাফত অনেক কিছু নিয়েই লেখার ইচ্ছা ছিল কিন্তু কিছুই পারলাম না। দোয়া করবেন আমার সুস্হতার জন্য। Good Luck Good Luck
১২ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
271992
সাদাচোখে লিখেছেন : আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন।

জীবনের প্রথমবারের মত - গত ২ সপ্তাহ আমি মক্কা ও মদীনায় ছিলাম। আমার মুনাজাতে আমি কাবা ঘরে উম্মাহর পাশাপাশি - ব্লগার সহ সকল ইসলামিক এ্যাক্টিভিস্টদের জন্য দোয়া করেছি।

নিশ্চয়ই আল্লাহ আপনাকে সুস্থতা দেবেন এবং ওনার অনুগ্রহ আপনার জন্য নিশ্চিত করবেন।
১৩
328009
৩০ জুন ২০১৫ সকাল ১১:২৬
দ্য স্লেভ লিখেছেন : অসাধারণ সুন্দর লিখেছেন। জাজাকাল্লাহ খায়রান
৩০ জুন ২০১৫ বিকাল ০৫:১৭
270345
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। সম্ভবত অনেকদিন পর আমার কোন লেখায় কমেন্ট করলেন। ঠিকমত আপনাদের ব্লগবাড়িতে যাওয়া হয়না এই নিয়ে একদম অভিমান চলবেনা করণ আমি বসে থাকতে পারিনা বেশিক্ষণ কারণ মেরুদন্ডের ৩টা হাড়ে সমস্যা হয়েছে তাই কম্পিউটারের সামনে বসতে পারিনা। দোয়া করবেন ভাইয়া।Good Luck Good Luck
০১ জুলাই ২০১৫ দুপুর ০১:০১
270434
দ্য স্লেভ লিখেছেন : ইয়া আল্লাহ আপনি এই ভাইটির সকল সমস্যা দূর করে দিন। তাকে দুনিয়া এবং আখিরাতের কল্যান দান করুন। ক্ষমা করুন। আর জ্জান্নাতুল ফিরদাউস দান করুন
১৪
328092
০১ জুলাই ২০১৫ রাত ০১:৫৬
এ,এস,ওসমান লিখেছেন :




নাস্তিকদের হাজার বুঝালেও কোন লাভ নায়। তারা গরু, গরুই থেকে যাবে।
০৩ জুলাই ২০১৫ দুপুর ০৩:০৬
270687
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : জ্বি ভাইয়া! ঠিক বলেছেন এজন্যই সম্ভবত আল্লাহ বলেছেন, সুতরাং, তাদের সামান্য হাঁসতে দাও, অতঃপর তারা অনেক বেশি কাঁদবে, এটা হল তাদের (কৃতকর্মের) পুরস্কার যা তারা উপার্জন করতো। (সুরাহ তওবাহ, ৮২)"
বাংলাদেশে নাস্তিক ২ প্রকারের। ১. নকল নাস্তিক এরা মূলত উগ্র হিন্দু এরা নিজেদের ধর্মীয় উগ্রতার জন্য নাস্তিক সেজে ইসলাম নিয়ে গালাগালি করে। ২. স্বল্প জ্ঞানের মূর্খ্য। কিয়ামত পূর্ব সময়ে এদের আধিক্য বেড়ে যাবে। 
হাসান ইবনে সাব্বাহ (রঃ)..আনাস বিন মালিক (রাঃ)হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাঃ) বলেছেন,(কিয়ামতের আলামত হল) লোকেরা পরস্পরে প্রশ্ন করতে থাকবে যে, আল্লাহ যদি সবকিছুরই স্রষ্টা হন, তবে তার সৃষ্টিকর্তা কে? (বুখারী: ৬৭৯৮, ১০ম খন্ড)
কোরানের ভাষ্যমতে এরা কখনো ঈমান আনবেনা কারণ তারা অহংকারী। এরা কোন যুক্তি মানবেনা। আর এরা হেদায়েতও পাবেনা বরং পাক্কা জাহান্নামী।
অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছুকালের জন্য।(সুরা আলা:১৭, ৩০ পারা)
অনন্তর যেদিন আমি তাদেরকে একত্রিত করব-যাতে কোন সন্দেহ নেই, তখন তাদের কি দশা হবে? এবং প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে, তা সম্যকরূপে প্রদত্ত হবে এবং কারো প্রতি অত্যাচার করা হবেনা (সুরা আল ইমরান, আয়াত:২৫)
কাজেই এরা হতাশ এক সম্প্রদায়।
১৫
328139
০১ জুলাই ২০১৫ সকাল ০৯:৪৯
আওণ রাহ'বার লিখেছেন : লগ ইন করতে বাধ্য হলাম!
এই কাফেরটাকে ঘাটাইনা কারন!!!!!!
এই ছুপা হিন্দুটার শতশত নিক আছে। এই ছূপা হিন্দুটা একটা উন্নতমানের শূকরের থেকেও নিকৃষ্ট বেহায়া নির্লজ্জ।
আমার ধারনা এই বেহায়াটা একটা পেইড এজেন্ট! মানুষ এতটা ব্যাক্তিত্বহীন থাকতে পারে আমার জানা ছিলোনা!
আমার দেখা সবচেয়ে ছোটলোক নির্লজ্জ বেহায়া হলো এই ছূপাটা!
হিজরাদের যে ব্যাক্তিত্ব আছে সেটার কিঞ্চিত পরিমানো এর মধ্যে নাই!
বারবার রূপপাল্টানো কাফের!
Good Luck আপনার পোষ্টের জন্য হাজারো লাখো শুকরিয়া আপনার সাথে আমিও বলছি আলহামদুলিল্লাহ্ " মুহাম্মাদ (সল্লাল্লহু আলাইহিওয়াসাল্লাম)ﷺ ই আমাদের নেতা যাকে ১৩ জন নারী বিবাহ করেছিলেন যারা আমাদের মা এবং পৃথিবীতে ও জান্নাতেও মুহাম্মাদ ﷺ (সল্লাল্লহু আলাইহিওয়াসাল্লাম)ﷺ এর স্ত্রী ও আমাদের মা। আমরা একে অপরের জন্য, আমরাই আপনজন। ওহে দূর্ভাগা ইসলাম বিদ্বেশীর দল! তোমাদের সাথে সম্পর্ক শেষ করলাম। আল্লাহই মহান।"
০৩ জুলাই ২০১৫ দুপুর ০৩:০৭
270688
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অওন ভাইয়া আসসালামু আলাইকুম। কেমন আছেন? সুন্দর মন্তব্য ও উপস্হিতির জন্য জাঝাক আল্লাহ আপনাদের কাছে পেলে সত্যি খুব ভাল লাগে। জাঝাক আল্লাহ।Good Luck Good Luck
১৬
328353
০২ জুলাই ২০১৫ রাত ১০:১৬
মাজহারুল ইসলাম লিখেছেন : আমি একটু ভিন্ন ভাষায় বলিঃ

কুত্তার লেজ যেমন কোন দিন সোজা হয় না বা হবেও না, ঠিক এদেরকে সমস্ত প্রমান সহকারে বুঝালেও বুঝবে না। এরা একটা কুত্তার চেয়েও অধম কুত্তাকে দিয়ে যদি একটা কাজ বার বার করানো হয় তাহলে সে অন্তত একবার হলেও সেই কাজ করবে কারন সে বুঝেছে যে এই কাজটা করার জন্য তাকে বার বার এই কাজ করানো হচ্ছে। কিন্তু এদেরকে এক কথা বার বার বলার পরেও এরা আজো বুঝে নাই আর বুঝবেও না।

দোয়া করি আল্লাহ জেন আপনাকে সুস্থ করে দেয়, আমীন।
০৩ জুলাই ২০১৫ দুপুর ০৩:০৭
270689
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : জ্বি ভাইয়া! ঠিক বলেছেন এজন্যই সম্ভবত আল্লাহ বলেছেন, সুতরাং, তাদের সামান্য হাঁসতে দাও, অতঃপর তারা অনেক বেশি কাঁদবে, এটা হল তাদের (কৃতকর্মের) পুরস্কার যা তারা উপার্জন করতো। (সুরাহ তওবাহ, ৮২)"
বাংলাদেশে নাস্তিক ২ প্রকারের। ১. নকল নাস্তিক এরা মূলত উগ্র হিন্দু এরা নিজেদের ধর্মীয় উগ্রতার জন্য নাস্তিক সেজে ইসলাম নিয়ে গালাগালি করে। ২. স্বল্প জ্ঞানের মূর্খ্য। কিয়ামত পূর্ব সময়ে এদের আধিক্য বেড়ে যাবে। 
হাসান ইবনে সাব্বাহ (রঃ)..আনাস বিন মালিক (রাঃ)হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাঃ) বলেছেন,(কিয়ামতের আলামত হল) লোকেরা পরস্পরে প্রশ্ন করতে থাকবে যে, আল্লাহ যদি সবকিছুরই স্রষ্টা হন, তবে তার সৃষ্টিকর্তা কে? (বুখারী: ৬৭৯৮, ১০ম খন্ড)
কোরানের ভাষ্যমতে এরা কখনো ঈমান আনবেনা কারণ তারা অহংকারী। এরা কোন যুক্তি মানবেনা। আর এরা হেদায়েতও পাবেনা বরং পাক্কা জাহান্নামী।
অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছুকালের জন্য।(সুরা আলা:১৭, ৩০ পারা)
অনন্তর যেদিন আমি তাদেরকে একত্রিত করব-যাতে কোন সন্দেহ নেই, তখন তাদের কি দশা হবে? এবং প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে, তা সম্যকরূপে প্রদত্ত হবে এবং কারো প্রতি অত্যাচার করা হবেনা (সুরা আল ইমরান, আয়াত:২৫)
কাজেই এরা হতাশ এক সম্প্রদায়।
১৭
328414
০৩ জুলাই ২০১৫ রাত ০৪:২৪
তাসনুভা লিখেছেন : অনেক সুন্দর লেখা। এদের নিয়ে মাথা ঘামানো আমার কাছে সময়ের অপচয় মনে হয় । যদিও এই অপচয় এর দরুন সুন্দর একটি লেখা পড়লাম Happy
০৩ জুলাই ২০১৫ দুপুর ০৩:১৭
270690
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ডাক্তার সাহেবা আমার ব্লগে আহলান সাহলান। এরা তো আমাকে কম জ্বালায়নি তাই রাগ তো আছেই। ২০১১ থেকে এরা আমার নানান ব্লগ আইডির বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের অভিযোগে বিভিন্ন ব্লগে আমার আইডি বাতিল হয়েছে। তর্কে হেরে প্রতিবার এরা আমার মা-বোন তুলে গালাগালি করেছে, ইনবক্সে অকথ্য ভাষায় গালাগালি করেছে, মৃত্যু হুমকি হিয়েছে কোন কিছুই বাদ রাখেনি। তাই এদের প্রতি আমার চরম ঘৃণা আছে। এরা অধিকাংশ সময় হাদিসের অংশবিশেষের সাথে নোংরা কোন শব্দমালা যুক্ত করে বা কাটাছেড়া করে মিথ্যাচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। ইতিহাস নিয়ে মিথ্যাচার করে। প্রতিটি পদক্ষেপ তাদের ইসলাম বিদ্বেশকে ঘীরে। আসিফ মহিউদ্দিন নিজেকে নাস্তিক বলে, আমেরিকায় সমকামী বিবাহ বৈধতা পাবার পর সে কাবা শরীফকে রংধনু দিয়ে অপমান করল কিন্তু কোন গীর্জার গায়ে কেন রংধনু লাগালোনা? কারণ সে ভাল করেই জানে এটা করলে পরেরদিন পশ্চিমারা তাকে লাথ্থি মেরে বের করে দিবে। এরা এমনই। এজন্যই সম্ভবত আল্লাহ বলেছেন, সুতরাং, তাদের সামান্য হাঁসতে দাও, অতঃপর তারা অনেক বেশি কাঁদবে, এটা হল তাদের (কৃতকর্মের) পুরস্কার যা তারা উপার্জন করতো। (সুরাহ তওবাহ, ৮২)"
বাংলাদেশে নাস্তিক ২ প্রকারের। ১. নকল নাস্তিক এরা মূলত উগ্র হিন্দু এরা নিজেদের ধর্মীয় উগ্রতার জন্য নাস্তিক সেজে ইসলাম নিয়ে গালাগালি করে। ২. স্বল্প জ্ঞানের মূর্খ্য। কিয়ামত পূর্ব সময়ে এদের আধিক্য বেড়ে যাবে। 
হাসান ইবনে সাব্বাহ (রঃ)..আনাস বিন মালিক (রাঃ)হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাঃ) বলেছেন,(কিয়ামতের আলামত হল) লোকেরা পরস্পরে প্রশ্ন করতে থাকবে যে, আল্লাহ যদি সবকিছুরই স্রষ্টা হন, তবে তার সৃষ্টিকর্তা কে? (বুখারী: ৬৭৯৮, ১০ম খন্ড)
কোরানের ভাষ্যমতে এরা কখনো ঈমান আনবেনা কারণ তারা অহংকারী। এরা কোন যুক্তি মানবেনা। আর এরা হেদায়েতও পাবেনা বরং পাক্কা জাহান্নামী।
অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছুকালের জন্য।(সুরা আলা:১৭, ৩০ পারা)
অনন্তর যেদিন আমি তাদেরকে একত্রিত করব-যাতে কোন সন্দেহ নেই, তখন তাদের কি দশা হবে? এবং প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে, তা সম্যকরূপে প্রদত্ত হবে এবং কারো প্রতি অত্যাচার করা হবেনা (সুরা আল ইমরান, আয়াত:২৫)
কাজেই এরা হতাশ এক সম্প্রদায়। Good Luck Good Luck
১৮
328787
০৫ জুলাই ২০১৫ রাত ০৯:৫৯
তিমির মুস্তাফা লিখেছেন : রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে বিচরণ করে শান্তভাবে এবং মূর্খেরা তাদের সাথে বাক বিতণ্ডা করতে চাইলে তারা বলে 'সালাম ( বিদায়) (আল কুরআন-২৫:৬৩) ।
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:১০
271396
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। জাঝাক আল্লাহ ভাইয়া সুন্দর একটি কোরানের আয়াত উল্লেখ করার জন্য। Good Luck Good Luck Good Luck
১৯
329942
১৪ জুলাই ২০১৫ দুপুর ০৩:২২
হতভাগা লিখেছেন : দুর্গন্ধ যুক্ত বস্তু দেখলে সেটা ধরতে যাবেন না বা ঘাটাঘাটি করবেন না । এতে ময়লা আপনার হাতে + গায়ে লাগার সাথে সাথে আশে পাশের পরিবেশও নষ্ট করে ফেলবে ।

আর দুর্গন্ধ ঘরে প্রবেশ যাতে না করতে পারে সেজন্য সচেতন থাকতে হবে ।
২৯ জুলাই ২০১৫ রাত ০২:৩১
274630
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য। Good Luck Good Luck
২০
330028
১৫ জুলাই ২০১৫ রাত ০২:৩৫
লজিকাল ভাইছা লিখেছেন : শুয়র সব সময় চাইবে মানুষ তার সাথে ফাইট করুক, যদিও সে জানে ফাইটে সে হারবে । কারণ তার উদ্দেশ্য মানুষের হাত নোংরা করা । তাই মানুষের উচিৎ শুয়র কে এড়িয়ে চলা। কিছুদিন আগে তার হাদিসের মিথ্যা রেফারেন্স ধরিয়ে দেওয়ার পর ভেবেছিলাম সে আর আসবে না কিন্তু সে যে শুয়র তাই তার শরম নাই তাই এসে আমারও লাগলো ।
তবে চমৎকার জবাবের জন্য আপনাকে ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইর ।
২৯ জুলাই ২০১৫ রাত ০২:৩৩
274631
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : লজিকাল ভাইছা ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যা! ঠিক বলেছেন। এরা এমনই অন্য ব্লগে তো এদের দাপট বেশি এরা মিথ্যাচার করার সময় কেউ ধরে ফেললেই তার মন্তব্য মুছে ফেলে তাকে ব্লক করে দেয় যেন সবাই ভাবে সে যা বলছে তাই ঠিক কারণ কেউ প্রতিবাদ করছেনা। Good Luck Good Luck
২১
330954
২১ জুলাই ২০১৫ দুপুর ০১:০৬
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ও কমেন্ট করলে সাথে সাথে ডিলিট করে দিলেই তো হয় যার পোস্ট লিখে , তা না করে আপনারা জমিয়ে রাখেন আরেক জনকে দেখার জন্য !

ও ব্লগার তবে মুর্খ কোন তথ্য না দিয়ে শুধু গালি দেয় এবং উগ্র হিন্দু হবে যেটা মনে হল
২৯ জুলাই ২০১৫ রাত ০২:৩৫
274632
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হয়ত এই জমিয়ে রাখার পেছনেও কিছু কারণ আছে। তবে যেটা বেশি আপত্তিকর সেটা তো মুছে ফেলি। হ্যা! আসলে সে উগ্র হিন্দু নাস্তিক না। Good Luck Good Luck
২২
331074
২২ জুলাই ২০১৫ সকাল ১১:৪৮
এনামুল লিখেছেন : আমার লেখা ও নীলাঞ্জনার কমেন্ট!!

ইভটিজিং- মেয়েদের পোষাক দায়ী নাকি ছেলেদের মানষিকতা ??

নীলাঞ্জনা লিখেছেন : সৌদি আরবে প্রতি ঘড়ে, প্রতি রাতে বোরকা পরা কাজের বুয়ারা নিরব ধর্ষনের শিকার হয়। যে দেশে ধর্ষনের বিচার চাইতে গেলে উল্টো ধর্ষিতাই ফেঁসে যায়।

নীলাঞ্জনা লিখেছেন : মেয়েরা তো মানুষ না, গরু গাধা উট ছাগল? হয়তো আল্লার কাছেও তাই।

http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/11020/mony/64842#.Va8tv_m4Uo0

আমরা কি আসলেই ধর্মনিরপেক্ষ ??
নীলাঞ্জনা লিখেছেন : আমার মতে মুমিন পুরুষের মূত্র প্রবন দেয়াল গুলোতে কোরাণের আয়াত এবং মোহাম্মদের কার্টুন ঝুলিয়ে দেয়া উচিত। তাতে যদি মুমিনের বদ খাসলত ভাল হয় মন্দ কি??

ভুমিকম্প পযা'লোচনা
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/11020/mony/64848#.Va8uUvm4Uo0

নীলাঞ্জনা লিখেছেন : ভুমিকম্পের নামে মাটিতে পিশে মানুষ খুঁন করে মহান আল্লাহরাব্বুল আলামিন মুমিনের ঈমান টেস্ট করেন।

এনামুল লিখেছেন : মধু খেতে হবে। বেশি বেশি। তওবা পরতে হবে আরো বেশি Winking
২৯ জুলাই ২০১৫ রাত ০২:৩৬
274633
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাই আমি অসুস্হ তাই আপনার ব্লগে পরে ঢু মারব ইনশাআল্লাহ। Good Luck Good Luck
২৩
335873
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:২৭
নারী লিখেছেন : এর আগে ছিল মুক্তিযুদ্ধের কন্যা এখন হলো নীরাঞ্জনা।
১১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২২
282552
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম! একই অঙ্গে কত রূপ এর বলে বোঝানো যাবেনা। বিভিন্ন সময় তার দাবি তার বাবা ধর্ম মেনে চলত কোরবাণি করত যে এখন মারা গেছে। তার মা নাকি এখনো নামাজ পড়ে। নাস্তিকদের কথার আবার সত্য মিথ্যা। সে আমার সাথে বেশি লাগতে আসেনা কারণ তার হাদিসের অর্থবিকৃতি, ইতিহাস নিয়ে মিথ্যাচার ইত্যাদি করতে আসলেই ধরা খেয়ে যায় তাই সে চেষ্টা করে কুরুচিপূর্ণ কোন কথা বলে আমাকে রাগিয়ে দিতে এর ফলে আমি রাগের বলে টপিক থেকে সরে যাব এই সুযোগে সে কিছু সুবিধা পাবে। অনেক ধন্যবাদ আপু। Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File