শেষ ঠিকানা

লিখেছেন লিখেছেন শারমিন হক ২৭ আগস্ট, ২০১৪, ০৭:৪৯:৩২ সকাল



আমার আম্মা শেষ ঠিকানায় চলে গেছেন।

কখন ও আর আম্মা আদর করে আমাকে মগী বলে ডাকবেন না !

আম্মা সবার অলক্ষ্যে বলবেন না ;

পেট ভরে ভাত খাবে নাহয় শক্তি পাবে না!

তোমার কিছু করন লাগবে না আমি আছি ।

আম্মা সব সময় বলত-

তুমি আমার ছোট ছেলের বউ তুমি আমার সবচেয়ে আদরের।

আম্মা আমাকে আর কখন ও -

লুকিয়ে লুকিয়ে আম কেটে দিবেন না;

ঊর্মিকে বলবেন না তোমার ছোট কাকীরে আম কেটে দাও,ভাত বেড়ে দাও ।

আম্মা আর বলবেন না- কী গো শারমিন আমার নখ গুলো কেটে দিবা না ;

তুমি হাড়ি-পাতিল মাজবা না ;হাত ভালো থাকবে না ।ওগুলো আমার জন্য রাখ।

আম্মা আপনাকে এভাবে হারিয়ে ফেলব বুঝি নি ।

আম্মা আপনি আর কখন ও বলবেন না -তাড়াতাড়ি গোসল সার, ক্ষুধা লাগে নাই ভাত খাইবা ,তুমি ছোট মানুষ আমার জন্য অপেক্ষা করা লাগবে না, মশাড়ি আমি টানিয়ে নিব তুমি ঘুমাও ।

আম্মার একটি কমন কথা-

তোমার যা খাইতে মনে চায়,আমাকে বলবা আমি তোমার শ্বশুরকে আনতে বলব ।

এমন সব স্মৃতিগুলো আমি কিছুতেই ভূলতে পারছি না ।

আমার মা আমার প্রতি যেমন খেয়াল রাখেন,আমার শ্বাশুড়ি মা ও তেমনই যত্ন নিতেন ।

আমার শ্বাশুড়ি মা অতুলনীয় ।

ভাগ্য যাকে বলে বাবা বাড়ি থেকে এসে আরেক নতুন মা পেয়েছিলাম ,যাকে হারিয়ে ফেললাম কিন্তু শেষ বারের মতও দেখতে পারলাম না।

আম্মা আপনি চলে গেছেন কিন্তু,আপনি যেসব স্মৃতি রেখে গেছেন তাতো কোনদিন ভূলবার নয়।

আমার শ্বাশুড়ি ছিলেন এ জগতের শ্রেষ্ট শ্বাশুড়ি মা ।

বিষয়: বিবিধ

১৪৩২ বার পঠিত, ৪২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258640
২৭ আগস্ট ২০১৪ সকাল ০৭:৫৬
কাহাফ লিখেছেন : মায়ের জাতটাই এমন,বিশাল এক স্নেহের-মমতার-ভালবাসার দুনিয়া গড়ে নিঃশব্দে চলে যান। আল্লাহ জান্নাতের মেহমান করে নাও মা জাতি কে,আমিন।
২৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
202560
শারমিন হক লিখেছেন : আমিন।রাইট বলেছেন ।
258644
২৭ আগস্ট ২০১৪ সকাল ০৮:০৪
বুড়া মিয়া লিখেছেন : ইন্নালিল্লাহ......, উনার রুহের মাগফেরাতের জন্য দোয়া রইলো
২৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
202561
শারমিন হক লিখেছেন : হে আল্লাহ!আমার আম্মাকে জান্নাতবাসী কর ।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:১৫
202575
বাজলবী লিখেছেন : অামিন
258653
২৭ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৪
ইমরান ভাই লিখেছেন : Worried Worried Worried Worried Worried Worried

ইন্নানিল্লাহী ওয়া ইন্নাইলাইহির রজিউন। Worried Worried Worried Worried Worried Worried Worried
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:০০
202564
শারমিন হক লিখেছেন : হে আল্লাহ! আমার সকল গুনাহ মাফ করে দিও ।
258657
২৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:০৮
বাজলবী লিখেছেন : অাল্লাহ তাঅালার ওনাকে জান্নাত নসীব করুন।অামুন।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:০১
202566
শারমিন হক লিখেছেন : আমিন ।
258667
২৭ আগস্ট ২০১৪ সকাল ১০:১৬
হতভাগা লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্না.. ইলাইহি রাজি'উন

আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন - আমিন ।
''কিন্তু শেষ বারের মতও দেখতে পারলাম না ''

০ কেন ? আপনি কি উনার কাছে ছিলেন না?

যিনি আপনাকে তার মেয়ের মতই আদর-স্নেহ করতো ,আপনি যার কাছে ছিলেন সবচেয়ে আদরের , যিনি ছিলেন আপনার কাছে ''এ জগতের শ্রেষ্ট শ্বাশুড়ি মা '' - শেষ সময়ে কেন তার কাছে আপনার থাকা হল না ? সব ছেলের বউয়ের মধ্যে উনি আপনাকেই তো বেশী স্নেহ করতো !
২৭ আগস্ট ২০১৪ সকাল ১০:৩৩
202355
আহমদ মুসা লিখেছেন : আমার জানামতে মিসেস শারমিন সোহেল মালয়েশিয়া আই আই ইউ এম-এ অধ্যায়নরত। তার স্বামী মোজাম্মেল হক সোহেলও থাকেন মালয়েশিয়াতে। হতে পারে তাদের দেশের আসার সময় শিডিউল মিলাতে পারেনি। ওভার অল কার মৃত্যু কখন আসবে তা আগাম কেউ বলতে পারবে না। যাই হোক বিষয়টি মিসেস শারমিন হকই বিস্তারিত বলতে পারবেন।
২৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৯
202384
হতভাগা লিখেছেন : মনে হয় আদরের ছোট ছেলে ও তার অতি আদরের ছোট বৌমাকে চোখের সামনে না দেখে দেখে উনি মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন ।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:০৮
202568
শারমিন হক লিখেছেন : ধন্যবাদ জানাই আহমদ মুসা ভাইকে ।তিনি ঠিক বলেছেন ।আমার একটি দেড় বছরের মেয়ে আছে।ওকে নিয়ে যেতে হলে ২-১ দিন লেট হত ।তাই তাঁর ছেলে(শ্বাশুড়ি আম্মা)আমাদের রেখেই চলে গেছেন ।কেননা আমরা যাওয়ার প্রস্তুতি নিতে লেট করে ফেলেছিলাম।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:১৪
202572
শারমিন হক লিখেছেন : আমিন।আমার শ্বাশুড়ি মা টিউমারের অপারেশন থেকে ক্যান্সারে আক্রান্ত হন গত ৭-৮ মাস পূর্বে।
কিন্তু,মূমুর্ষ অবস্থায় সময় দিলেন মাত্র ২ দিন।আর এ দু'দিন আমরা চেষ্টা করেছি বাংলাদেশ যেতে । হে আল্লাহ!আমার আম্মাকে জান্নাতবাসী কর ।
258671
২৭ আগস্ট ২০১৪ সকাল ১০:৩৭
আহমদ মুসা লিখেছেন : মহান আল্লাহ আপনার শাশুড়ী মাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তার রেখে যাওয়া আপনজনদের সবার ধর্য্য এবং শোক সইবার দাওফীক দান করুন।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:১৭
202576
শারমিন হক লিখেছেন : আমিন ।
258683
২৭ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৩
সন্ধাতারা লিখেছেন : Inna lillahi..... May Allah gives her jannatul ferdous in akhirah.
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:১৪
202573
বাজলবী লিখেছেন : Ameen
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:১৮
202577
শারমিন হক লিখেছেন : আমিন।
258692
২৭ আগস্ট ২০১৪ সকাল ১১:০২
প্রেসিডেন্ট লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্না.. ইলাইহি রাজি'উন। মহান
আল্লাহ আপনার মরহুমা আম্মাকে জান্নাত নসীব করুন।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:২০
202578
শারমিন হক লিখেছেন : আমিন ।
258697
২৭ আগস্ট ২০১৪ সকাল ১১:২৯
আবু ফারিহা লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি'উন।

আল্লাহ উনাকে উত্তম যাযা দান করুক। আমিন। অার অাপনি সত্যিই একজন ভাগ্যবতি। তাইতো অারেকজন মা পেয়েছেন।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:২২
202579
শারমিন হক লিখেছেন : কিন্তু,আম্মাকে বেশিদিন পেলাম না ।তিনি সহজ - সরল মনের মানুষ ছিলেন।
১০
258722
২৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫০
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাত দান করুন। আপনাদেরকে কল্যানের উপর রাখুন
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:২২
202580
শারমিন হক লিখেছেন : আমিন ।
১১
258729
২৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫৮
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি'উন। আল্লাহ ইনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন । (আমিন )
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:১৩
202570
বাজলবী লিখেছেন : অামিন
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:২২
202581
শারমিন হক লিখেছেন : আমিন ।
১২
258742
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩০
মোহাম্মদ লোকমান লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি'উন

পুত্র বুধর নিকট থেকে এমন সুন্দর স্বীকৃতি পাওয়া শ্বাশুড়ি বাংলাদেশে বিরল।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:২৪
202582
শারমিন হক লিখেছেন : হুম ভাই ।কিন্তু,আমার শ্বাশুড়ি মা আমাকে রেখে চলে গেলেন ।
১৩
258743
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩০
আবু জান্নাত লিখেছেন : এমন শাশুরী মা পাওয়া ভাগ্যের ব্যাপর। আল্লাহ উনাকে উত্তম বিনিময় দান করুক।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:১৩
202569
বাজলবী লিখেছেন : অামিন
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:২৫
202584
শারমিন হক লিখেছেন : হে আল্লাহ! আমার সকল গুনাহ মাফ করে দিও ।হে আল্লাহ!আমার আম্মাকে জান্নাতবাসী কর ।আমিন ।
১৪
258835
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০০
আফরা লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্না.. ইলাইহি রাজি'উন।

আল্লাহ উনার গুনাহ গুলো মাফ করুন নেক আমল গুলো কবুল করে উনার কবর আযাব মাফ করে দিন আর শেষ বিচারের দিন উনি যান উনার আমলনামা ডান হাতে পান ।আমীন ।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:১৪
202571
বাজলবী লিখেছেন : অামিন
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:২৭
202588
শারমিন হক লিখেছেন : আমিন ।আম্মার স্মৃতি কখন ও ভুলতে পারব না ।
১৫
258838
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আফরামণি লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্না.. ইলাইহি রাজি'উন।
আল্লাহ উনার গুনাহ গুলো মাফ করুন নেক আমল গুলো কবুল করে উনার কবর আযাব মাফ করে দিন আর শেষ বিচারের দিন উনি যেন উনার আমলনামা ডান হাতে পান ।আমীন ।
Praying Praying
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:১৫
202574
বাজলবী লিখেছেন : অামিন
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩০
202591
শারমিন হক লিখেছেন : হে আল্লাহ!আমার আম্মাকে জান্নাতবাসী কর ।আমিন ।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩০
202592
শারমিন হক লিখেছেন : হে আল্লাহ!আমার আম্মাকে জান্নাতবাসী কর ।আমিন ।
১৬
259037
২৮ আগস্ট ২০১৪ রাত ০৩:১৯
সাদিয়া মুকিম লিখেছেন : ইন্নানিল্লাহী ওয়া ইন্নাইলাইহির রজিউন। আল্লাহ আপনার শাশুড়ী মাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৫
217485
শারমিন হক লিখেছেন : আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File