শেষ ঠিকানা
লিখেছেন লিখেছেন শারমিন হক ২৭ আগস্ট, ২০১৪, ০৭:৪৯:৩২ সকাল
আমার আম্মা শেষ ঠিকানায় চলে গেছেন।
কখন ও আর আম্মা আদর করে আমাকে মগী বলে ডাকবেন না !
আম্মা সবার অলক্ষ্যে বলবেন না ;
পেট ভরে ভাত খাবে নাহয় শক্তি পাবে না!
তোমার কিছু করন লাগবে না আমি আছি ।
আম্মা সব সময় বলত-
তুমি আমার ছোট ছেলের বউ তুমি আমার সবচেয়ে আদরের।
আম্মা আমাকে আর কখন ও -
লুকিয়ে লুকিয়ে আম কেটে দিবেন না;
ঊর্মিকে বলবেন না তোমার ছোট কাকীরে আম কেটে দাও,ভাত বেড়ে দাও ।
আম্মা আর বলবেন না- কী গো শারমিন আমার নখ গুলো কেটে দিবা না ;
তুমি হাড়ি-পাতিল মাজবা না ;হাত ভালো থাকবে না ।ওগুলো আমার জন্য রাখ।
আম্মা আপনাকে এভাবে হারিয়ে ফেলব বুঝি নি ।
আম্মা আপনি আর কখন ও বলবেন না -তাড়াতাড়ি গোসল সার, ক্ষুধা লাগে নাই ভাত খাইবা ,তুমি ছোট মানুষ আমার জন্য অপেক্ষা করা লাগবে না, মশাড়ি আমি টানিয়ে নিব তুমি ঘুমাও ।
আম্মার একটি কমন কথা-
তোমার যা খাইতে মনে চায়,আমাকে বলবা আমি তোমার শ্বশুরকে আনতে বলব ।
এমন সব স্মৃতিগুলো আমি কিছুতেই ভূলতে পারছি না ।
আমার মা আমার প্রতি যেমন খেয়াল রাখেন,আমার শ্বাশুড়ি মা ও তেমনই যত্ন নিতেন ।
আমার শ্বাশুড়ি মা অতুলনীয় ।
ভাগ্য যাকে বলে বাবা বাড়ি থেকে এসে আরেক নতুন মা পেয়েছিলাম ,যাকে হারিয়ে ফেললাম কিন্তু শেষ বারের মতও দেখতে পারলাম না।
আম্মা আপনি চলে গেছেন কিন্তু,আপনি যেসব স্মৃতি রেখে গেছেন তাতো কোনদিন ভূলবার নয়।
আমার শ্বাশুড়ি ছিলেন এ জগতের শ্রেষ্ট শ্বাশুড়ি মা ।
বিষয়: বিবিধ
১৪৩২ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইন্নানিল্লাহী ওয়া ইন্নাইলাইহির রজিউন।
আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন - আমিন ।
''কিন্তু শেষ বারের মতও দেখতে পারলাম না ''
০ কেন ? আপনি কি উনার কাছে ছিলেন না?
যিনি আপনাকে তার মেয়ের মতই আদর-স্নেহ করতো ,আপনি যার কাছে ছিলেন সবচেয়ে আদরের , যিনি ছিলেন আপনার কাছে ''এ জগতের শ্রেষ্ট শ্বাশুড়ি মা '' - শেষ সময়ে কেন তার কাছে আপনার থাকা হল না ? সব ছেলের বউয়ের মধ্যে উনি আপনাকেই তো বেশী স্নেহ করতো !
কিন্তু,মূমুর্ষ অবস্থায় সময় দিলেন মাত্র ২ দিন।আর এ দু'দিন আমরা চেষ্টা করেছি বাংলাদেশ যেতে । হে আল্লাহ!আমার আম্মাকে জান্নাতবাসী কর ।
আল্লাহ আপনার মরহুমা আম্মাকে জান্নাত নসীব করুন।
আল্লাহ উনাকে উত্তম যাযা দান করুক। আমিন। অার অাপনি সত্যিই একজন ভাগ্যবতি। তাইতো অারেকজন মা পেয়েছেন।
পুত্র বুধর নিকট থেকে এমন সুন্দর স্বীকৃতি পাওয়া শ্বাশুড়ি বাংলাদেশে বিরল।
আল্লাহ উনার গুনাহ গুলো মাফ করুন নেক আমল গুলো কবুল করে উনার কবর আযাব মাফ করে দিন আর শেষ বিচারের দিন উনি যান উনার আমলনামা ডান হাতে পান ।আমীন ।
আল্লাহ উনার গুনাহ গুলো মাফ করুন নেক আমল গুলো কবুল করে উনার কবর আযাব মাফ করে দিন আর শেষ বিচারের দিন উনি যেন উনার আমলনামা ডান হাতে পান ।আমীন ।
মন্তব্য করতে লগইন করুন