স্মৃতিপট
লিখেছেন লিখেছেন শারমিন হক ০৬ জুন, ২০১৪, ১০:৫২:৫৩ রাত
স্মৃতির আকশে কত কথা
মনে পড়লে বুকে পাই ব্যথা।
তুমি আর নেই আগের মত
কিছু হতে না, হতেই রাগ করো কত!
স্মৃতির আকাশ স্মৃতিই হয়,
মনের দুংখ মনেই রয়।
স্মৃতিপট যতই গভীর হয়,মনের সুখ ততই বেড়ে যায়।
হারিয়ে যেতে ইচ্ছে হয়,
তোমার হৃদয়ের গভীর মোহনায়।
জীবনের প্রতিক্ষণে-
রেখ আমায় মনে।
মন চায় হারিয়ে যেতে,তোমার আদরের শেষ সীমানাতে।
সমুদ্রের স্রোত চির বহমান,তোমার আমার প্রেম তেমনই ধাববান ;
মনে পড়ে সেই প্রথম দিনের কথা ,আমার ছিল শুধু ব্যাকুলতা।
ভাবি সারাক্ষণ
তোমাকে পাব কখন?
স্বপ্ন যেন বাস্তব হয়
সেই প্রতীক্ষায় দিন চলে যায়।
অবশেষে স্বপ্ন পূরণ
তোমার আমার হলো মিলন।
সব বাঁধা কেটে গেলুম,আমরা দু’জন কাছে এলুম।
কখনও ভুলব না ২০১০ এর ফেব্রুয়ারিকে
কেননা্ বিয়ে হয়েছিল ৯ তারিখে।
তুমি আমার ,আমি তোমার
-এই শ্লোগানে হই একাকার!!!
শারমিন হক
লেখার সময়-০১.০২.২০১২(বুধবার-বিকেল)
বিষয়: সাহিত্য
১২০১ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কথা দিয়েছিলাম কিন্তু পরীক্ষার জন্য পারিনি।সরি ভাইয়া।বেশ কিছুদিন পর ব্লগে আসার সুযোগ পেলাম।
-এই শ্লোগানে হই একাকার!!!
.
আপনাকে শুভেচ্ছা ....
মন্তব্য করতে লগইন করুন