হায়রে সরকারী অফিসঃ কখনো কি বদলাবে না?
লিখেছেন লিখেছেন আতিক খান ০৬ জুন, ২০১৪, ১০:১১:০২ রাত
ক্ষমতা আর অর্থ এই দেশে যে কোন কাজ উদ্ধারের পূর্বশর্ত.........।।
সরকারী, আধা সরকারী অফিসগুলোতে গুনগত কোন পরিবর্তন দেখলাম না এক দশকে। ৯-৫ টা অফিস। কিন্তু কেউ ভুল করে ১০ টার আগে গেলে এটা তার ব্যক্তিগত ভুল হিসাবে গণ্য হবে। আবার বিকাল ৪ টার পর গেলেও ব্যক্তিগত দায়িত্বে যাবেন।
কয়মাস আগে একটা লাইসেন্সের জন্য টাকা জমা দিয়েছিলাম। একমাস পর তুলে নেবার কথা ছিল। বিদেশ থেকে ফিরে দেখলাম স্লিপটা খুঁজে না পাওয়াতে লাইসেন্স তোলা হয়নি। স্লিপটা ছাড়া অন্যান্য সাপোর্টিং কাগজপত্র দিয়ে সুপারভাইজারকে পাঠালাম।
সুপারভাইজারঃ ভাই, এই যে সব কাগজপত্র। স্লিপটা পাচ্ছিনা। অন্যগুলো দেখে দিয়ে দেন না।
কর্মকর্তাঃ ওহ স্লিপ নেই। তাইলে রাস্তায় রাস্তায় ঘুরেন গিয়ে.........।। লাইসেন্স নম্বর আছে?
সুপারভাইজারঃ জী। লাইসেন্স নম্বর....xxx........।
কর্মকর্তাঃ আচ্ছা, ৩ সপ্তাহ পরে যোগাযোগ করেন......।।
ফোন পেয়ে ওই অফিসে গেলাম। একজন কর্মকর্তাকে দেখলাম নেট এ ব্যস্ত। উনার টেবিলে ফাইলের স্তুপ। উনি আবার নাকি খুব সৎ। টাকা খান না, আবার কাজ ও করেন না। উনাকে কেউ যদি বলত যে, সৎভাবে কাজ করা মানে খালি ঘুষ না নেয়াই নয়, সততার সাথে নিজ নিজ দায়িত্ব গুলো শেষ করাও। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? যার ঘণ্টা বাঁধা উচিত সেও যে একই পথের পথিক......
ওখানে একজন পরিচিত মাঝারি মানের কর্মকর্তা ছিল। দেখা করে উনাকে কাগজ দিতেই ২ মিনিটে লাইসেন্স আমার হাতে।
ক্ষমতায় কাজ হয়েছে বলেই হয়ত অর্থ ব্যয় করিনি। যাদের এই দুটো নেই তাদের এই দেশে জন্মানোটাই আজন্ম পাপ...............।
(টেকনিক্যাল কারনে অফিসের নাম উল্লেখ করলাম না)
বিষয়: বিবিধ
১২৭৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছয় মাস ধরে ঘুরলাম। কাজ হলো না। হটাৎ একদিন যেয়ে দেখি, আমার এক দূরসম্পর্কের ফুফাতো ভাই কর্মকর্তা পদে বদলী হয়ে এসেছেন। তাকে গিয়ে সমস্যার কথা বলতেই পাঁচ মিনিটের মধ্যে কাজ হয়ে গেলো সাথে চা-বিস্কুট দিয়ে আপ্যায়ন, সাহেবের ভাই বলে কথা। ভাই এটাই বাস্তবতা।
তবে ১০০টাকা দিলে যে কোন সময় পাওয়া যেতো।
কিন্তু সৎ থাকতে গিয়ে গাড়ি ভাড়াই অনেক গেছে কিন্তু কাগজ নাই।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/8963/atique/44985#.U5KOlfnV_aw
মন্তব্য করতে লগইন করুন