আইসিসি বাংলাদেশে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাশের ব্যক্তিগত পারফরমেন্সের ভিত্তিতে বিশ্ব টি২০ একাদশ ঘোষণা
লিখেছেন লিখেছেন শারমিন হক ০৭ এপ্রিল, ২০১৪, ০৮:৫৪:৩৪ রাত
অধিনায়ক হয়েছে মাহেন্দ্র সিং ধোনি কিন্তু, পরিতাপের বিষয় হলো ভাই এই দলে বাংলাদেশ তথা পাকিস্তানের কোন ক্রিকেটারের স্থান নাই। বাংলাদেশ,পাকিস্তান না পেলেও তথাকথিত ক্রিকেটের কিং ভারতের কিন্তু চারজন ক্রিকেটারই জায়গা করেছে এক নিমিষে!!! দুই ল্যান্ডকে (নিউজিল্যান্ড, ইংল্যান্ড) বাদ দিয়ে নেদারল্যান্ডের একজন পেল কি করে? দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে দু’জন করে। তাছাড়া, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার আছে একজন বটে! পাকিস্তানের আফ্রিদি নাই, বাংলাদেশের কাকে চাই! ক্রিকেটের চেতনা ভারত ছাড়া আর কেউ জানে না। জানতে হলে, ভারত যান চেতনা আস্ফালন ঘটান।
বিষয়: বিবিধ
১০১৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যোগ্যতা কি মহীদ আফ্রিদির ছিল না নাকি তা চেতনার ফিল্টারে আটকা পড়েছে।
যোগ্যতা কি শহীদ আফ্রিদির ছিল না নাকি তা চেতনার ফিল্টারে আটকা পড়েছে।
মন্তব্য করতে লগইন করুন