আবার গর্জে উঠো
লিখেছেন লিখেছেন হাসান কবীর ০৭ এপ্রিল, ২০১৪, ০৮:৪৯:৩৪ রাত
২২/০৩/২০১৪ ইং
ঊনিশ শ একাত্তর;
চাইলাম অধিকার
পেলাম স্বাধিকার।
বাহ কি অপূর্ব;
“মেঘ না চাইতেই বৃষ্টি”!
লুফে নিলাম হাত বাড়িয়ে।
খুব অল্প সময়ের ব্যবধানে;
পৃথিবীর মানচিত্রে ঠাঁই করে নিল
‘বাংলাদেশ’ নামক নতুন একটি ভূখন্ড।
ভাবলাম;
এবার পেয়েছি মুক্তি
এবার পেয়েছি স্বস্তি
এবার পেয়েছি নতুন শক্তি।
ভেবেছি;
পেয়েছি যখন স্বাধিকার
কে রুখে আর অধিকার?
পাবো এবার দারিদ্র্য নামক দৈন্য আর
পরের শৃঙ্খল থেকে মুক্তি।
মুক্তির নেশায় পাগল;
জানবাজ লড়াকু সৈনিকেরা
দেশটাকে স্বাধীন করেই
ঘুমের ঘোরে হারিয়ে যায়।
সেই সুযোগে;
স্বাধীন দেশটাকে
শুরু হয় বিকি-কিনি,
ভূয়া সার্ফিটিকেটধারী স্বার্থান্বেষীরা
আমরা তোদের চিনি।
একাত্তরের সেই লড়াকুরা;
শয্যা ছেড়ে উঠো,
তেতাল্লিশ বছর ঘুমিয়েছ
এবার নিদ্রা টুট।
চেয়ে দেখ;
স্বপ্ন তোমাদের
স্বপ্নই রয়ে গেছে,
বিদেশী হায়েনা তাড়িয়েছ এবার
স্বদেশীরা জেগেছে।
স্বপ্নের ঘোরে;
আর কত নেবে
মিছে মুক্তির স্বাদ,
দেশ জনতা অসহায় আজ
মুক্তির স্বাদ বরবাদ।
চাও যদি;
ফের বাংলা হোক
দুর্নীতি আর হায়েনামুক্ত,
দেশ-দরদী প্রজন্ম হোক
নেতা হোক লালসামুক্ত।
তেতাল্লিশ বছরের ঘুমের প্রলেপ
এবার তবে টুট,
দেশ জনতার দুর্দিনে
আবার গর্জে উঠো ॥
বিষয়: বিবিধ
৮৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এবার তবে টুট,
দেশ জনতার দুর্দিনে
আবার গর্জে উঠো
গর্জে উঠো আরেকবার । অস্ত্র তুলে নাও যুদ্ধে যাবার। এবারের যুদ্ধ রাজাকারের বিরুদ্ধে যুদ্ধ এবারের যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ।
মন্তব্য করতে লগইন করুন