দু:খ আমার নিত্যসংগী
লিখেছেন লিখেছেন অলীক সুখ ০৭ এপ্রিল, ২০১৪, ০৮:৪৪:৫৯ রাত
মাঝে মাঝে কিছু উদ্ভট চিন্তা মাথায় এসে ভর করে। মাঝে মাঝে মনে হয় আমি তো মারাই গেছি। কিন্তু যখন বুকের বাঁ পাশে হাত দেই, তখন হৃদপিন্ডের ধুকপুকুনি শুনে বুঝি না আমি এখনো বেঁচে আছি।
কাছের মানুষ গুলা অনেক দ্রুত পরিবর্তন হয়ে গেল। সবার কথার মাঝেই এখন একটা অদৃশ্য খোঁচা থাকে। কেউ তো আবার সরাসরি খোঁচা দিয়াই দেয়। তারা এমনভাবে কথা বলে যেন আমি কোন মানুষ না।
ইদানিং বুকের মাঝে অনেক ব্যাথা হয়। সব কিছুর মাঝে আমি যেন একা। একটা বিকট চিতকার দিতে ইচ্ছা করে। অনেক কান্না পায়। কিন্তু ভিতরে সব শুকিয়ে যেন মরুভূমি হয়ে গেছে। তাই চোখ দিয়ে কোন পানিও আসে না। শুনেছি কাঁদলে নাকি মন অনেক হাল্কা হয়। কিন্তু আমি যেন রোবট। সব অনূভুতি দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। জগতের কোন কিছুই আর আগের মত আমাকে আকর্ষণ করে না।
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবটুকু তার নিজের,
কেবল একটুখানি বলার মত..
ডোন্ট মাইন্ড... তুমি বলেছো না বয়সের দোষ!, তাই বল্লাম ) )
আমার দুঃখ নিয়মিতই আমাকে বিদ্ধ করে শেষ করে দিচ্ছে। :(
কাছের মানুষ গুলা অনেক দ্রুত পরিবর্তন হয়ে গেল। সবার কথার মাঝেই এখন একটা অদৃশ্য খোঁচা থাকে। কেউ তো আবার সরাসরি খোঁচা দিয়াই দেয়। তারা এমনভাবে কথা বলে যেন আমি কোন মানুষ না।
ইদানিং বুকের মাঝে অনেক ব্যাথা হয়। সব কিছুর মাঝে আমি যেন একা। একটা বিকট চিতকার দিতে ইচ্ছা করে। অনেক কান্না পায়। কিন্তু ভিতরে সব শুকিয়ে যেন মরুভূমি হয়ে গেছে। তাই চোখ দিয়ে কোন পানিও আসে না। শুনেছি কাঁদলে নাকি মন অনেক হাল্কা হয়। কিন্তু আমি যেন রোবট। সব অনূভুতি দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। জগতের কোন কিছুই আর আগের মত আমাকে আকর্ষণ করে না।
মন্তব্য করতে লগইন করুন