কার প্রতীক্ষায় বাংলাদেশ!!!
লিখেছেন লিখেছেন শারমিন হক ১৭ নভেম্বর, ২০১৩, ১০:১২:০৫ রাত
তোমার অপেক্ষায় বাংলাদেশ।বাবার মত আদর্শিক হয়ে দেশ চালাবে এই প্রত্যাশা করি।তলাবিহীন ঝুঁড়িকে তোমার বাবা সমৃদ্ধময় বাংলাদেশে পরিণত করেছিল মাত্র কয়েক বছরে।দুর্নীতির মত নোংরা কালী তোমার গাঁয়ে লেগেছিল।আদালতের লড়াইয়ে সত্যের বলে তুমি জয়ী হয়েছ,আশা করি এজয় চিরদিনের।
তোমার সাথে আছে বাংলার মেধাবি ,সাহসী,বিপ্লবী যুবকগণ যাদেরকে আজ বিনা অপরাধে জীবন দিতে হচ্ছে অবলীলায়।সেই সাহসী যোদ্ধাদের সাথে নিয়ে বাংলাকে সোনার বাংলায় পরিণত করবে এ আশা করি।
শিয়াল হয়ে মায়ের আঁচলে অবস্থান করে সিংহের মত গর্জনের বৃথা চেষ্টা করেছ।বিগত কয়েক বছরে অনেক মিথ্যাচার করেছ। মিথ্যাচারে নোবেল পুরস্কার থাকলে পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে তুমি আছ।তোমার মত বুদ্ধিপ্রতিবন্ধীর রাজনীতি করার কোন যোগ্যতাই নেই তাই এবার তোমার যাবার পালা।পালানোর পথ খুঁজ,মায়ের আঁচলে বোধহয় আর কাজ হবে না ।হয়তোবা আইটির উপর খুব একটা দখল নেই বলে এই তথ্য তোমার জানা নেই তথ্যবাবা ওরফে বুদ্ধিপ্রতিবন্ধী।
সত্যিই তুমি বীরঙ্গনা।
মিথ্যায় প্রথম স্থান দখলকারী নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য নারী।রাজনীতিতে অভিনয়ের জগতেও প্রথম সে।
বিষয়: রাজনীতি
১৩৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন