৮৬'র এবং ২০১৩ 'র স্বঘোষিত বেঈমান !

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৭ নভেম্বর, ২০১৩, ১০:২৩:০৫ রাত

"এরশাদের নির্বাচনে যে যাবে সে জাতীয় বেঈমান" কথাটি বলার ১ দিন পর শেখ-হাসিনা এরশাদের নির্বাচনে অংশ নেবার ঘোষণা দিয়ে ৮৬'র জাতীয় বেঈমান উপাধী পান।

মাত্র সপ্তাহ খানেক আগে এবার এরশাদ ঘোষণা দিলেন, নির্বাচন কেন, আওয়ামিলীগের সাথে সে বেহেশ্‌তে যেতে ও রাজী নয়। শুধু তাই নয়! তিনি বললেন শেষ জীবনে এসে মানূষের সাথে আর বেঈমানী করতে চান না। কোন অবস্হাতেই আওয়ামিলীগের সাথে নির্বাচনে যাবেননা এবং করো ক্ষমতায় যাবার সিঁড়ি হতে হবেন না।

অত:পর :

------------

আগামিকাল শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন মন্ত্রীসভা গঠন। ১৪ সদস্যের মধ্যে ৭ জনই জাতীয় পার্টির।

সাম্ভাব্য তালিকা :

------------------

১.জাতীয় পাটির চেয়ারম্যান এরশাদের স্ত্রী রওশন এরশাদ।

২.মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

৩.প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ,

৪.মজিবুল হক চুন্নু

৫.সালমা ইসলাম। ও

৬.সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদের

এরশাদ ৮৬ 'র ঋণ শোধ করছেন ! এ দেশটা আসলেই একখান বিশাল চিড়িয়াখানা!

বিষয়: বিবিধ

১৪০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File