”ডা:ইমরান এইচ সরকার এবং তাঁর অনুসারীদের জবাবে আমি”

লিখেছেন লিখেছেন শারমিন হক ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:২৮:৫৯ বিকাল

http://imranhsarker.wordpress.com/2013/09/20/post-2/ জনাব ইমরান আপনি এবং আপনার সাথে যারা আছে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি।

প্রশ্ন:১:আমি কাউকে গুম কিংবা হত্যা কিছুই করিনি।মূলত,যুদ্ধাপরাধিদের বিচার আমিও চাই কিন্তু এ কি রকম বিচার বলবেন কি যুদ্ধাপরাধি কি শুধুমাত্র বিরোধী দলে?

প্রশ্ন:২:পর্দাবিহীন নারী-পুরুষ রাতের পর রাত একই মঞ্চে অবস্থান করা শরীয়ত মোতাবেক অপরাধ নয় এটা কোথায় লেখা আছে?

প্রশ্ন:৩:মানলাম শাহবাগ ইসলাম বিরোধী নয় তাহলে থাবা বাবার ব্লগে ইসলাম সম্পর্কে এমন কু-রুচিপূর্ণ কথা কেন? আসল বিষয় হচ্ছে ইসলাম বিরোধীরাই শাহবাগে।মন্দির ভাঙে কারা?তদন্ত করলে দেখা যায় রাজনৈতিক প্রসঙ্গ এতে কোন ইসলামিক সংগঠন জড়িত না।

এবার অন্য প্রসঙ্গ-আমি উপরোক্ত এবং পূর্বের কথাগুলো সুস্থ মস্তিষ্কেই বলেছি।

আমাকে যে মানুষিক রোগী বলেছে আামি তাঁকে মানুষই বলব কারণ,সে যদি মানুষিক রোগী হত তাহলে আমার লেখার উত্তর দিতে পারত না।

আমি প্রতিবন্ধী কিনা তা আমার থেকে আপনারাই ভাল জানেন।

একজন বলেছেন কুকুর কমড়ালে.......মানুষের কি তা শোভা পায়।আমি আপনার সাথে একমত তাইতো আপনারা আমাকে যেভাবেই আক্রমণ করেন না কেন তাতে আমার কিছুই যায় আসে না।

জয় আপনাদেরও হবে না,আমারও হবে না জয় হবে সত্যের এবং তা এখন কিংবা পরকালে যেখানেই হোক আমি তা্কেই গুরত্ব দিব।

আমি ইসলামের পক্ষে কথা বলেছি এতে পাকিস্তানে চলে যাবার কথা আসল কিভাবে!

ফেলানিকে হত্যা করেছে ভারত তাই বলে আপনারা ভারত চলে যাবেন।এটা হতে পারে না কারণ,দোষ করেছে ভারত আপনি কিংবা আপনারা কেউই নয়।

মুক্তিযুদ্ধের চেতনা মানে যদি হয় ধর্মকে কটাক্ষ করা তবে আমি সেই চেতনাকে শুধু ঘৃণাই নয ঘৃণাভরে প্রত্যাখানও করি। এতে যদি আমাকে বলা হয় দেশদ্রোহী তবে আমি দেশদ্রোহী।

আমি রাজাকার কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের কেউ কিনা সে পরিচয় না দিলেও চলবে।

আমি একটি মুসলিম মেয়ে এটাই আমার বড় পরিচয়্।

http://imranhsarker.wordpress.com/2013/09/20/post-2/

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File