এবার পাবলিক বিশ্ববিদ্যলয়ে মুখ ঢেকে ক্লাস করায় শিক্ষকের হুমকি।

লিখেছেন লিখেছেন মেজর জলিল ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:০৯:৪৮ বিকাল

কোন মেয়ে যদি বোরকা, হিজাব পরিধান করে মুখ ঢেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে চায় এটা কি অপরাধ????

কোন শিক্ষক যদি বলে এটা আমার পছন্দনা, অন্য কেউ মুখ ঢেকে রাখেনা তুমি কেন মুখ ঢেকে রাখবা? মুখ খোলা রাখলে কোন পাপ হয়না, সৌদি, ইরানে কেউ মুখ ঢেকে রাখেনা, মুখ ঢেকে রাখা ঠিকনা, ইসলামে মুখ ঢাকার বিধান নাই, তোমার জন্য ক্লাসে অন্য সবার সমস্যা হচ্ছে, মুখ না দেখালে তোমার সমস্যা হবে, তোমার ক্লাসের পরিবেশের সাথে মানিয়ে চলতে হবে,তুমি একা অন্য সবার থেকে আলাদা থাকতে পারবেনা, আমি আমার মতামত দিলাম ইত্যাদি ইত্যাদি।

তাহলে প্রথম বষে‌ পড়া কি ঐ মেয়েটি কি ভয় পাবেনা??? ঐ মেয়েটির স্বাধিনতায় কি হস্তক্ষেপ করা হলনা??? ঐ মেয়েটিকে কি পরোক্ষভাবে হুমকি দেয়া হলনা??? তাকে কি এটা বুঝানো হলনা যে আমার কথা না মানলে নম্বর কম পাবা???? ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝায়???

বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞাপনে উল্লেখ করে দিলে, আইন করে দিলেতো আর ঝামেলা থাকেনা।

এখন আপনাদের কাছে মতামত জানতে চাচ্ছি। আপানাদের মতামত নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

(নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের নাম, ছাত্রির নাম গোপন রাখা হল, আপনাদের সহযোগিতা পেলে সব প্রকাশ করা হবে)

বিষয়: বিবিধ

১৬৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File