বিডি টুডে ব্লগের কর্মকান্ডে হতাশ।
লিখেছেন লিখেছেন মেজর জলিল ১৭ ডিসেম্বর, ২০১৪, ০৪:১৮:০১ বিকাল
বিডি টুডে ব্লগ আমার একটি পোস্ট ডিলিট করে দিয়েছে। এবং নোটিশ করে বলেছে মুক্তিযুদ্ধকে নিয়ে কটুক্তি, উস্কানীমূলক লেখা। জানিনা কোন শব্দ বা বাক্য তাদের কাছে কটুক্তি মনে হয়েছে। সেখানে আমার দেশকে ভালোবেসে সমস্যার কথা লিখেছিলাম, আমার দেশের সাথে করা বৈষম্যের কথা তুলে ধরেছিলাম সেখানে ভারতের দালালদের তিরস্কার করেছিলাম, দেশের সাথে বেঈমানী করা কুলাঙ্গারদের নিন্দা জানিয়েছিলাম, পাকিস্থানী যুদ্ধাপরাধীদের বিনা বিচারে ছেড়ে দেয়ার নিন্দা জানিয়েছিলাম। লেখাটার ফেসবুক লিংক দিলাম। পাঠক গন দয়া করে বলবেন কি কি কথা কটুক্তিমূলক ছিল।https://www.facebook.com/shopnobaj.pothik.3/posts/960383360656579?pnref=story
বিষয়: বিবিধ
১৬৬১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমনিতেই টুডের উপর সরকারের খড়গ ঝুলে আছে । বার বার ডোমেইন চেন্জ করতে হয় । আর আপনাদের মত কিছু কিছু অস্থির ব্লগার আছে যারা টুডেকে পদে পদে বিপদে ফেলে ।
দোয়া করা ছাড়া কোন উপায় নেই।
মন্তব্য করতে লগইন করুন