বিডি টুডে ব্লগের কর্মকান্ডে হতাশ।

লিখেছেন লিখেছেন মেজর জলিল ১৭ ডিসেম্বর, ২০১৪, ০৪:১৮:০১ বিকাল

বিডি টুডে ব্লগ আমার একটি পোস্ট ডিলিট করে দিয়েছে। এবং নোটিশ করে বলেছে মুক্তিযুদ্ধকে নিয়ে কটুক্তি, উস্কানীমূলক লেখা। জানিনা কোন শব্দ বা বাক্য তাদের কাছে কটুক্তি মনে হয়েছে। সেখানে আমার দেশকে ভালোবেসে সমস্যার কথা লিখেছিলাম, আমার দেশের সাথে করা বৈষম্যের কথা তুলে ধরেছিলাম সেখানে ভারতের দালালদের তিরস্কার করেছিলাম, দেশের সাথে বেঈমানী করা কুলাঙ্গারদের নিন্দা জানিয়েছিলাম, পাকিস্থানী যুদ্ধাপরাধীদের বিনা বিচারে ছেড়ে দেয়ার নিন্দা জানিয়েছিলাম। লেখাটার ফেসবুক লিংক দিলাম। পাঠক গন দয়া করে বলবেন কি কি কথা কটুক্তিমূলক ছিল।https://www.facebook.com/shopnobaj.pothik.3/posts/960383360656579?pnref=story

বিষয়: বিবিধ

১৬৬১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295243
১৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৮
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : কিছুই বলার নেই, মুডুরা চেতনার বড়ি খেয়ে অচেতন! "মুক্তিযুদ্ধের কন্যা" নামক নরকীটটির প্রত্যেকটি পোষ্ট, আর বিভিন্ন পোষ্টের কমেন্টে ইসলামকে কুটুক্তি তথা মুসলমানদের ধর্মকে অবমাননা করতেছে অথচ এই বিষয়ে মুডুরা নীরব। সবাই বলার পরেও ঐ নরকীট ব্লগারের একটা লেখা তো দুরের কথা কমেন্টও ডিলেট করে না, অথচ মুক্তিযুদ্ধের অবমাননার ধোয়া তুলে মুডুরা আপনার পোষ্ট ডিলেট দিছে! বাহঃ ভালো তো ভালো না! এইজন্য তো টুডে ব্লগ আস্তে আস্তে ফালতু হয়ে যাচ্ছে.... দেখেননি পত্রিকা থেকে কপি করে একটা সাস্থ্যবিষয়ক লেখাও যদি টুডে ব্লগে পোষ্ট দিলে স্টিকি হয় সেখানে টুডে ব্লগের আর মান কি আর আছে?
১৭ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
238683
মেজর জলিল লিখেছেন : ওনাদের আরো একটু নিরপেক্ষ ও সাহসী হওয়া দরকার।
295300
১৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫২
হতভাগা লিখেছেন : উচিত কাজ করেছে ।

এমনিতেই টুডের উপর সরকারের খড়গ ঝুলে আছে । বার বার ডোমেইন চেন্জ করতে হয় । আর আপনাদের মত কিছু কিছু অস্থির ব্লগার আছে যারা টুডেকে পদে পদে বিপদে ফেলে ।
295328
১৭ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৪০
যা বলতে চাই লিখেছেন : আপনার লেখার সাথে সহমত হওয়া না হওয়া বড় কথা নয়, তাকে আমি অকৃপণভাবে যে কোন মতামতকে সম্মান জানাই। তবে ভাই, আপনাকেও মনে রাখতে হবে যে, দেশের পরিস্থিতি এখন কি রকম, আর মডারেট গণের বিভিন্ন সীমাবদ্ধতা তো থাকতেই পারে। অনুরোধ করব অব্যাহতভাবে লিখে যান ভাই, একদিন এর যথার্থ প্রতিদান অন্তত আল্লাহর কাছে পাবেন নিশ্চয়ই। Good Luck Good Luck
295469
১৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২৩
ইবনে আহমাদ লিখেছেন : দোয়া করেন। আল্লাহ যেন মডুদের নিরপেক্ষ হতে তৌফিক দেন।
দোয়া করা ছাড়া কোন উপায় নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File