পরিমল বাবাজী ওসব আর কর না!

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২৫ নভেম্বর, ২০১৫, ১০:৪৮:২১ রাত

পরিমল জয়ধর;

কি দারুণ ভাগ্য!

তার সেই আকামে

কেহই না রাইগ্যো!

ঐ পরিমলদের

নুনুর কি দাম রে

ওসব তো ছেলেমী;

না না বদনাম রে।

স্বাক্ষী বানিয়েও

ফাঁসি দেয়া যায় রে

পরিমলদের কভু

ফাঁসি না মানায় রে!

পরিমল বাবাজী

ওসব আর কর না

অপরাধ করেছ

খুব বড়সর না।

মোল্লারা মরে যাক

বেঁচে থাকো তোমরা

তাদের সে ধর্মে

চলিও না গোমড়া!

বিষয়: বিবিধ

৯৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351520
২৫ নভেম্বর ২০১৫ রাত ১০:৪৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : নাইস নাইস Thumbs Up Thumbs Up
351526
২৫ নভেম্বর ২০১৫ রাত ১১:৩১
শেখের পোলা লিখেছেন : শীব ঠাকুর পরিমলের উপরে দূ্র্গা দেবী বিষন্ন, এটিকে দেখিয়ে কতজনকে ফুলের মালা দেওয়ার ব্যবস্থা হয় দেখবেন৷ধন্যবাদ
351544
২৬ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আরো আছে সুযোগ! বেকসুর খালাসে !
351552
২৬ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০৫
নকীব কম্পিউটার লিখেছেন : পিলাচ পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File