পাখির মতো উড়ি

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৫ নভেম্বর, ২০১৫, ১১:১১:৪৭ রাত

এখন চলতে পথে

চোখটি তুলে

তোমায় দেখি না,

এখন মিছেমিছি

তোমার প্রেমের

সুভাস মাখি না।

এখন ইচ্ছে হলেও

নেই না আমি

তোমায় দেবার ফুল,

আমি তোমায় ভেবে

যখন তখন

করি না আর ভুল।

Kiss Kiss Kiss

এখন সত্যি করে

বলছি তোমায়

ভালোবাসি না,

এখন ইচ্ছে হলেও

তোমায় দেখে

মুচকি হাসি না।

এখন উদাস হয়ে

গাই না আমি

সুর হারানো গান,

আমি নিজেই এখন

ভাঙ্গি আমার

উড়কু অভিমান।

Kiss Kiss Kiss Kiss

এখন মনের ঘরে

যতন করে

তোমায় রাখি না,

এখন চুপটি করে

কল্পনাতে

তোমায় আঁকি না।

এখন দুষ্টমিতে

হই না আমি

তোমার মনের ঘুড়ি,

আমি শূন্য মনে

শূন্যতাতে

পাখির মতো উড়ি।

১১.১১.২০১৫

ফেইসবুক নাই, লেখালেখিরও কোন খবর নাই! কোন এক সময় লিখতাম মাঝে মাঝে এখন সেটাই মনে পড়ে। পুরাতন লেখাগুলো পড়ি, কখনো মনে হয় আমি অনেক ফালতু ফালতু কিসব লিখেছি, আবার কখনো মনে হয় আমি অনেক ভালো, দামি কিছু লিখেছি। আসলে যে আমি কোন ঘোড়ার ডিম পেরেছি নিজেও জানি না!হাহাহাহা...


বিষয়: সাহিত্য

১২৩৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351538
২৬ নভেম্বর ২০১৫ সকাল ১০:৩৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক অনেক মুগ্ধ হলাম আপনার লেখাটি পড়ে। ধন্যবাদ..
২৬ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১১
291880
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকেও। ইদানীং এর জন্য একটা লেখা পাঠিয়েছি...
২৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
291922
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পেয়েছি। অনেক ধন্যবাদ..
351545
২৬ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফেসবুক এর সাথে ছ্যাঁকা খাওয়ার সম্পর্ক কি??
২৬ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১২
291881
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ফেইসবুকে ঢুকতে পারলে অন্তত কারো মনে ঢুকতে না পারার বেদনাটা কেটে যায়, ফেইসবুক বিকল্প গার্লফ্রেণ্ড!
351562
২৬ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৫৪
নকীব কম্পিউটার লিখেছেন : অনেকে তো বিকল্প সফটওয়ার দিয়ে ফেসবুক চালাচ্ছে।

ভালো লাগলো ধন্যবাদ
০২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৪০
292633
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমিও চালানো শুরু করছি
351641
২৭ নভেম্বর ২০১৫ রাত ০৪:১৪
কাহাফ লিখেছেন : '

'তুমি হীন আমি,
আগের চেয়েও দামী!'

সুন্দর ছন্দময় উপস্হাপনায় স হমত ও ধন্যবাদ! 'তুমি'দের বয়কট করলাম....
০২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৪১
292635
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর কাব্যিক কমেন্ট, খুশি হলাম, অনেক ধন্যবাদ ভাই
351843
২৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
রফিক ফয়েজী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৪২
292636
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : নেক ধন্যবাদ আপনাকেও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File