ডিম থেকে বেরিয়ে কাঁদে ছোট্ট হাসের ছা!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০৪ ডিসেম্বর, ২০১৪, ০৭:৩৫:৫৬ সন্ধ্যা
ডিম থেকে বেরিয়ে কাঁদে
ছোট্ট হাসের ছা
তোমরা কি কেউ দেখেছো
কোথায় আমার মা?
কান্না শুনে দৌড়ে এসে
মা বলল‚ মা!
আর কেঁদো না কোলে এসো
আমিই তোমার মা!
তোমায় খুঁজে খুঁজে মাগো
ব্যথা আমার পা
আমায় ছেড়ে আবার যেন
কোথাও যেও না!
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগ্লো...
তবে শিত পরতে শুরু করসে। এখন হাঁসের মা টাকে উদরস্থ করা সুস্বাদু হবে।
মন্তব্য করতে লগইন করুন