ব্লগার থেকে লেখক ,লেখক থেকে আজকের এই ছবি পোস্ট
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৪ ডিসেম্বর, ২০১৪, ০৭:৩৪:৩৮ সন্ধ্যা
দেশে অনেক কাজ করেছি আর তা হয়েছে ব্লগিং করে লেখক হওয়ার মাধ্যমে। ব্লগিং না করলে যেমনটা জাতীয় পত্রিকায় কলামের পাশে নিজের নাম থাকত না তেমনটা এসব ভালো কাজ ও করার সুযোগ হওয়ার কথা ছিল না।
গ্রামে গঞ্জে শহরে অনেক কাজ করেছি কিন্তু সব কিছুর ছবি দেওয়া যাবে না বা যাচ্ছে না।
অল্প সংখ্যক কিছু ছবি দিলাম।
উপজেলা চেয়ারম্যনের সাথে
cbf এর প্রোগ্রামে
সিলেটের কবি সেলিম সাহেবের সাথে
কবি তাবেদার রসুলের জন্ম দিনে
প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের সাথে এক অনুষ্টানের পরিচিতি পর্বে
আমার নিজ উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যনের সাথে
জাতীয় যুব দিবসে
এলাকার উন্নয়নের সার্থে এক অনুষ্টানে
রাজনীতিবিদের সাথে
ব্লগারদের সাথে
cbf এর প্রোগ্রামে
cbf এর প্রোগ্রামে
ব্লগার নাইম ভাইয়ের বাচ্চাদের সাথে
সাহিত্য আড্ডায়
বিষয়: বিবিধ
১৪৬১ বার পঠিত, ১০৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পোস্টটি স্টিকি করা যেতে পারে
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : মোটা বুদ্ধি হলে যা হয় আরকি......??A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : হুমম!! জীবনে কয়টা হাতি মেরেছি, কয়টা ঘোড়া মেরেছি............ সে ফিরিস্তি আমি ব্লগে দেই না।যুদ্ধে বিরাংগনা হওয়ার কাহিনী তুলে ধা যেতে পারে.......*- *- *-
এভাবেই এগিয়ে যাবে ব্লগাররা ।
কেন জানি সিবিএফ প্রোগ্রাম কল করলেই আমার নোয়াখালী যাওয়ার সিডিউল পড়ে!
শুভ কামনা হে লেখক।
অভিনন্দন ও শুভকামনা সবাইকে।
আপনি কি সব সময় চেকের শার্ট পরেন নাকি???
সিলেটে কিন্তু আমি অনেক দিন ছিলাম।
কর্মমুখর সুন্দর সময় কাটানোয় আল্লাহর শুকরিয়া ও আপনাকে অভিনন্দন!
আগামীবার বাড়িতে আসলে তুমি একটা কাজ করতে পারো, চেয়ারম্যানে খাড়াইয়া যাবা...
সবই ঠিকাছে তবে একেবারে প্রথম ছবিটা খুবই আপত্তিকর । বঙ্গবন্ধু ও গনতন্ত্রের মানস কন্যার ছবি দুটির মাথা কাটা কি ইনটেনশনালি ?
তবে ব্লগে ছবি পোস্ট না করাই উত্তম ।
আল্লাহ আপনার প্রচেষ্টাকে কবুল করুন। আমিন
হে ব্লগার,লেখক,সাংবাদিক।
ভাই,পোষ্টে কিছু থাক আর না থাক, শুধুমাত্র হেডিংটাই স্টিকি করার জন্য যথেষ্ট। ব্লগার বন্ধুগণ এখান থেকে যথেষ্ট অনুপ্রাণিত হবেন। ধন্যবাদ।
ভাল্লাগ্লো| ধন্যবাদ ভাইয়া|
সন্মানিত মডারেটরবৃন্দকে শ্রদ্ধাজ্ঞাপন করছি গুরুত্বপূর্ণ ও ছবি সম্বলিত উপভোগ্য একটি পোষ্ট ষ্টিকি করার জন্য। আপনাকেও অন্নেক অন্নেক অভিনন্দন ষ্টিকি পোষ্টের জন্য ভাইয়া।
ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনা রইলো। জাজাকাল্লাহু খাইরান ভাইয়া।
মন্তব্য করতে লগইন করুন