নিজ চোখে নারী দেখা!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০৩ ডিসেম্বর, ২০১৪, ১০:০৭:৪০ সকাল
নারীদের সংসারে কত কত কাম
ঘরে এসে আগে তারে জানাও সালাম।
নারী না থাকলে ঘরে বুঝবা কি দাম!
নারীহীন পুরুষের কত বদনাম!
সংসারী কাম কাজে নারী করে খেলা
স্বপনে পুরুষ নিয়া কেটে যায় বেলা।
পুরুষ পেটটা ভরে খাইয়া সাবার
নারী খাবে অবশেষে থাকে না খাবার।
পেয়াজ রসুন কাটে কাটে তরকারী
সারা দিন ছেলে-মেয়ে-স্বামী-ঘরবাড়ি।
কার লাগি করে নারী কোন্ দোষে দোষী?
ঘরে এসে লাল চোখ, হও না যে খুশি!
ভেবেছ নারীরে রব বানালেন কিসে?
মিলেমিশে থাকা সুখ থাকো মিলেমিশে!
সকালে অফিস যাবে ঘুম থেকে উঠে;
সব কাজ রেডি রাখে নারী খুটে খুটে।
বেলাটা পড়লে দেখ কিসে তার হুঁশ
চেয়ে থাকে পথে নারী আসবে পুরুষ!
জীবনের দামে কিনে এমন স্বপন
দিন-রাত পাবে তার পুরুষের মন।
চোখ জলে ভিজে চোখ আঁচল শাড়ির
পুরুষ হইলে পর কে আছে নারীর?
বিষয়: বিবিধ
৯৩৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বউ যদি প্যান্ট পরে, বারে-টারে যায়
মাঝে মাঝে অগোচরে, এটা সেটা খায়
রাত হলে হেলে-ঢুলে আসে যদি ঘরে
রাত কেনো বললেই, ঝগড়াটা করে
স্বামী বেটা ফ্রিজ খুলে, মাথায় দেয় আইস
তারপরও বউ ভালাে, মাহমুদ নাইস?!!
হি: হি: ডুস্টুমি করলাম। মাইন্ড কইরেন্না। আচ্ছা?
২.
বউ হলো শান্তি, আদরের পক্ষী
বউ হলো ঘরে ঘরে, চুং চুং লক্ষ্মী
বউ ছাড়া চলেনা, কারো এক বিন্দু
ভালো বউ ঘরে নাকি, এক মহাসিন্ধু!
বুঝেছেন এবার?
নাইস ভাই আসলেই হচ্ছে যারে কয় "জরু কা গুলাম"।
ঠিক যেমন কইসে কুশপুতুল!!
বউ হবে ভাল৷
হোকনা গরীব আর
হোকনা সে কালো৷
শান্তি পাবেন যদি
সহ্যটি থাকে,
নাইস ভাইরে খোদা
সদা সুখে রাখে৷
মাহমুদ নাইস আল্লাহর কাছে
আপনার ভাল চাই!
মন্তব্য করতে লগইন করুন