প্রিয় মুখগুলো ভেসে থাকে যেন বায়োস্কোপের ছবি হয়েঃ
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০৩ ডিসেম্বর, ২০১৪, ১০:২৪:২১ সকাল
নিজের শোবার ঘরেই, হয়েগেছি যেন বন্দি,
যন্ত্রগুলোর সাথেই, করেছি জীবন-সন্ধি!
আকাশ এখন অচেনা বন্ধু, দেখা পেলে তার অবাক হই,
মাটির পরশে জাগেনা পুলক, মাটি সেজেছে বালির খই!
কথার শব্দে ঘুম ছেড়ে ওঠে নীরবতা দেখি চারপাশে,
শূন্য-বধির চারদেয়ালে, মুখটিপে যেন ব্যথা হাসে।
হয়েগেছি যেন এলোমেলো আর হারিয়ে ফেলেছি আপন ঘর?
সব হারানোর ব্যথা বুঝিনা, আবেগে আসেনা অশ্রু-ঝড়।
প্রিয় মুখগুলো ভেসে থাকে যেন বায়োস্কোপের ছবি হয়ে,
আবছা রঙ্গিন পরশ বোলায়ে কষ্ট জাগায় ধীর-লয়ে।
অনুভূতি-মন হারায়েছে তার মুগ্ধ হওয়ার সামর্থ্য,
প্রেরণা'রা সব ভেসেছে জলে, ইচ্ছেরা হয় নিরর্থ।
শত্রু অথবা মিত্র সবে, মিলে গেছে এক বিন্দুতে,
জীবন যেন খুইয়েছে তাল, মজেছে বিষাদ সিন্ধুতে!
ফিরে পেতে চাই ঘাসের শিশিরে ঘুম জড়ানো ভোর-সকাল,
খুনসুটি ভরা সুহৃদ সন্ধ্যা, বন্ধু-বিভোর রোদ-বিকাল।
কেন অযথাই নিজেকে কাঁদাই খুঁজে ফিরি কেন জীবন সুর?
নির্জনতায় সয়ে গেছে মন যাক টুটে যাক স্বপ্ন-ঘোর!
বিষয়: বিবিধ
১১৩৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রবাস জীবনের করুণ বাস্তবতা কাব্যিকতার ছন্দে ছন্দে অনুভূত হয়!
আমি প্রবাসী বলেই হয়তো এমন ভাবে ধরা দিয়েছে!
ভাল থাকার কামনায়- জাযাকাল্লাহু খাইরান!!!
মন্তব্য করতে লগইন করুন