শিক্ষকেরা জাতি গড়বে এমন দিন আর না আসুক!

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০১ ডিসেম্বর, ২০১৪, ০৬:২৭:২০ সন্ধ্যা

কোন ভাবেই জাতি যেন

সুশিক্ষিত না হয় রে;

দাবী দাওয়া জলে ডুবাও

শিক্ষক মুখে যা কয় রে!

হুমকি থাকে শাসক মনে

মূর্খ আমি কোথায় যাই?

জাতি যদি শিক্ষত হয়

কদর কি আর থাকে তাই!

প্রাইমারিতে চুরি শিখাও

দূর্বল কর পড়ার মান

বড় হয়ে সেল্যুট দিবে

দেশের হবে সোনার চান।

যদি পার বাদ দিয়ে দাও

প্রাইমারি স্কুল না থাকুক

শিক্ষকেরা জাতি গড়বে

এমন দিন আর না আসুক!

বিষয়: বিবিধ

৭৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File