উফ উফ উফ
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০১ ডিসেম্বর, ২০১৪, ০৪:২৮:১৪ বিকাল
উফ উফ উফ,
বিদ্যালয়ের ক্যাম্পাসে
হায়েনারা উল্লাসে,
সুমন দাশদের মারছে আহা
চপাৎ চপাৎ কোপ।
এরা কোন জঙ্গি না
কিংবা কারো সঙ্গি না,
খামুশ,এরা সোনার ছেলে
শাসন করা বারণ,
এরাই দেবে নতুন আরেক
সোনার বাংলা,কারন।
উফ উফ উফ
যতই মারুক কোপ
দলকানা সব মিডিয়ারা
রইবি ব্যাটা চোপ।
জঙ্গি তো সব যারা এখন
কুরান হাদিস পড়ে,
জঙ্গি পাবি নাচ গানে নয়
তাহাজ্জুদের ঘরে।
বিষয়: সাহিত্য
১১২০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন