এই বিষয়গুলো ভেবে দেখবেন। আশা করি ব্লগারদের মন ব্লগে ঝুকবে...

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০৫ আগস্ট, ২০১৪, ১০:৫৯:১২ সকাল

টুডে ব্লগ আলহামদু লিল্লাহ অনেক দূর এগিয়ে এসেছে! কিন্তু দুঃখের বিষয়, এখানে ব্লগার সেই আগের মত নাই। ভেবে দেখলাম কয়েকটা কারণ-

০ এখানে যুগোপোযুগী অপশনগুল নাই। কিন্তু কেন?

০ এখনো বার্তা পদ্ধতি চালু করা হয় নি। কিন্তু কেন?

০ (প্লাস-মাইনাস) রেটিং পদ্ধতি চালু নাই। কিন্তু কেন?

০ মডারেটরদের পক্ষ থেকে ব্লগার তৈরির জন্য উদ্দিপনামূলক পোস্ট দেখি না। কিন্তু কেন?

০ ব্লগারদের সংক্ষিপ্ত প্রোফাইল চালু নাই। কেন?

এই বিষয়গুলো ভেবে দেখবেন। আশা করি ব্লগারদের মন ব্লগে ঝুকবে...

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251121
০৫ আগস্ট ২০১৪ সকাল ১১:১৩
প্রবাসী মজুমদার লিখেছেন : ঈদ মোবারক। অনেক দিন পর ফিরে এসেছেন ব্লগে। বিয়ের সিড়িতে পা দিয়ে মনে হয় সেরে উঠতে অনেক সময় লেগেে গেল।

সত্যি কথা বলতে কি, কেন জানি সেই উদ্যমতা হারিয়ে ফেলেছি। ব্লগে ঢুকতেই চোখ বুলিয়ে দেখি। কিন্ত লিখার মান, হেডিং, একই বিষয়ে খামোখা অনেক পোষ্ট, স্ববিরোধীতা সহ আরও অনেক গুলো বিষয়ে মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়। সোনার বাংলা ব্লগের মত মানের ব্লগার যেন উঠে আসছেনা। তবুও টিকে থাকুক এটা ঐকান্তিক কামনা।
251125
০৫ আগস্ট ২০১৪ সকাল ১১:৩৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভাল লিখতে পারে, মানসম্মত লেখা পোস্ট করে মন দিল আকৃষ্ট করতে পারে এমন ব্লগাররা দিন দিন যেন হারিয়ে যাচ্ছে বিডিটুডে ব্লগ থেকে।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০২
195396
আফরা লিখেছেন : ভাল লিখতে পারে, মানসম্মত লেখা পোস্ট করে মন দিল আকৃষ্ট করতে পারে এমন ব্লগাররা দিন দিন যেন হারিয়ে যাচ্ছে বিডিটুডে ব্লগ থেকেমনে হয় ঠিক তবে ব্লগার আর ভিজিটরের সংখ্যা কিন্ত দিন দিন বাড়ছে ভাইয়া ।
251145
০৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৫
শিশির ভেজা ভোর লিখেছেন : গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভাল লিখতে পারে, মানসম্মত লেখা পোস্ট করে মন দিল আকৃষ্ট করতে পারে এমন ব্লগাররা দিন দিন যেন হারিয়ে যাচ্ছে বিডিটুডে ব্লগ থেকে।

সহমত
251168
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩২
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : যৌক্তিক দাবী সমূহ
251178
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৩
আফরা লিখেছেন : একমত তবে একটা ছাড়া ।ধন্যবাদ ভাইয়া।
251185
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৭
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : হমম, আর একটা বিডি টুডের এনডরোয়ড এপ পেলে মনদ হয়না
251195
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৪
বুড়া মিয়া লিখেছেন : আরেকটা সমস্য, প্রতিমন্তব্যে কেউ লিখলে – সেখানে অন্য কেউ প্রতিমন্তব্যের জবাব দিলে, সেটার কোন নোটিফিকেশন আসে না!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File