সন্ত্রাসবাদের বিরোদ্ধে ইসরাইলের সাথে সংহতি প্রকাশ করে ক্যাম্পেইন করছে বিজেপির নেতা !!!!!!!!
লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ০৫ আগস্ট, ২০১৪, ০৯:৫৯:৫২ সকাল
সারাবিশ্ব যেখানে ইসরাইলের বর্বরতার প্রতিবাদ জানাচ্ছে সেখানে বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী ইসরাইলের সাথে সংহতি প্রকাশ করে ক্যাম্পেইন করছে!
এই লিংকে তার বক্তব্যের ডিরেক্ট ভিডিও দেখতে পাবেন।
Click this link
ভিজেপির এই নেতা ফেইচবুকে বলেন
Click this link
সময় হতে এই ফেইচ বুক লিংকের হিন্দুদের মন্তব্য গুলো পড়ে দেখবেন।
[b]আপনারা কি জানেন কে এই সুব্রামনিয়াম স্বামী ????[/b]
বিজেপির এই নেতাই মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেওয়ার কথা বলেছিলেন,উত্তর প্রদেশের ৩ শতাধিক মসজিদ গুঁড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন,বাংলাদেশের সিলেট থেকে খুলনা পর্যন্ত এলাকা দখল করার কথা বলেছিলেন।
শুধু সুব্রামনিয়াম নয় ফেসবুক,টুইটারে লক্ষ্য করলে দেখবেন প্রায় সব ইণ্ডিয়ান হিন্দুরাই এই গণহত্যাকে সমর্থন দিচ্ছে।ফিলিস্তিনের গণহত্যা দেখে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক কিন্তু আমাদের পাশেই যে আরেক ইসরাইল রয়েছে সেটার ব্যাপারে আমরা বেখবর!অদূর ভবিষ্যতে আমাদের পরিণতি ফিলিস্তিনের মত হওয়াটা অস্বাভাবিক নয়।
ভারতে রাষ্ট্রীয়ভাবে লালন-পালন করা আরএসএস, বজ্রং দল, শিব সেনা, দুর্গা বাহিনী, রাম সেনা ইত্যাদি সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠার পটভূমি এবং উদ্দেশ্য যে মুসলিম নিধন তা একটু স্টাডি করলেই বুঝা যায়!
অনেকেই হয়ত সুশীল সাজতে গিয়ে কিংবা সাম্প্রদায়িকতার ভয়ে এ বিষয়গুলি এড়িয়ে চলেন।কিন্তু আপনি নিশ্চিত থাকুন আজ অথবা কাল আপনার আমার অবস্থা রোহিঙ্গা কিংবা ফিলিস্তিনিদের মত হবেই।
বিষয়: বিবিধ
১২০৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
করবেই তো। চেতনাজীবিরা তো এখন স্বাধীনতা এবং ইসলামকে মুখামুখি দাড় করিয়েছে। এই সুযোগটা তো তারা গ্রহন করবেই।
মন্তব্য করতে লগইন করুন