কি করি? নিদারুন কষ্ট! লাইফটাকি হবেই রে নষ্ট?

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০৪ আগস্ট, ২০১৪, ০৯:৪১:০০ রাত

ব্যপারটা আসলেই সুক্ষ্ম!

শিক্ষক মনে বড় দুঃখ।

ইজ্জত দেয় না রে সরকার

মাস্টার; বেশি খাওয়া দরকার?

পড়াইবা ছোট ছোট পোলাপান

কি দাবী থাকে আর সোনা চান?

নয়টা টু পাঁচটা খাটবা

ইসকুলে বসে নখ কাটবা

নিয়োগে লাগুক না ডিগ্রী;

কর কেন মাস্টারী ইগ্রি?

মাস্টারি করতে কে কইছে?

কেউ কভু সম্মানী হইছে?

...................................

কি করি? নিদারুন কষ্ট!

লাইফটাকি হবেই রে নষ্ট?

বিষয়: বিবিধ

১০৬৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250961
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:২৪
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... জাজাকাল্লা
০৫ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৭
195292
মাহমুদ নাইস লিখেছেন : শুভকামনা
250971
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:৩৭
বাজলবী লিখেছেন : ধন্যবাদ।
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:০১
195294
মাহমুদ নাইস লিখেছেন : Happy
250982
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:৫২
আফরা লিখেছেন : এখন আর মাষ্টারদের কেউ সন্মান দেয় না ।
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:০১
195295
মাহমুদ নাইস লিখেছেন : কে না দিক। আমি ঠিক আছি~:>
251022
০৫ আগস্ট ২০১৪ রাত ১২:৫১
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1864/fakhrul/50358
আমার এই বরকতময় লেখাটা পড়ার জন্য সবাইকে অনরোদ করছি । এই লেখা পড়রে দোজাহানের অশেষ নেকি হাসিল হবে ।


সম্মানিত ভাই ও দোস্ত !
সম্মানিত বোন ও খালাম্মা !
আমার হৃদয়ে অন্তস্হল হতে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন ।
আমার লেখা যদি ভাল লাগে আমার জন্য আপনারা দুয়া করবেন । প্রচন্ড পড়াশোনা করে আমি লেখালেখি করে থাকি । শুধুমাত্র আপনাদের কাছে ইসলামের সত্যিকার মর্মবানীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য ।
কিন্তু ইদানিং বিপথগামী মুসলিম আমাকে ক্রমাগত হুমকি প্রদান করে যাচ্ছেন যাতে আমি কোনক্রমেই নেট ব্যবহার না করি এবং মসজিদে যাতায়াত না করি ।
তাদের অনেকে আমাকে প্রকাশ্যেই হত্যার হুমকি দিয়েছেন এবং আমার বিয়ে পর্যন্ত ভেঙ্গে দেওয়ার জন্য তারা হেন কাজ নেই করছেন না । । আমি অত্যন্ত ধৈর্যশীল হওয়ায় আমি তাদের সাথে বিনয়ী আচরণ করে যাচ্ছি এবং আমি তাদের সত্যিকারভাবে ইসলামের আদর্শকে ধারণ করার আহবান জানাচ্ছি ।
আর কিছু লোক এই ব্লগে আর ফেসবুকে আমার সম্পর্কে আজে বাজে কথা বলে যাচ্ছে । আর কুচ্ছিত ভাষায় মন্তব্য লিখে যাচ্ছেন । অথচ তারা এক সময় প্রচন্ড ভদ্র ও অমায়িকভাবেই এই ব্লগ সাইটে মন্তব্য লিখতেন । এই ব্যাপারে সবাইকে বিনয়ী ও নম্র হওয়ার আহবান জানাচ্ছি । অন্যথায় আল্লাহ আমাদের সবাইকে হাসরের মাঠে মুসলিম ভ্রাতৃত্ব বিনষ্ট করার জন্য পাকড়াও করবেন ।
সবাইকে আমার জন্য এবং আমার বিরোধী মুসলিম ভাই-বোনদের জন্য দুয়া করার জন্য অনুরোদ করছি ।
আমি চাই আপনাদের প্রেম,ভালবাসা,প্রীতি,শ্রদ্ধাঞ্জলি ও স্নেহ ।
আল্লাহই সব । বাকি সব মিথ্যা ।
ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ।
251076
০৫ আগস্ট ২০১৪ সকাল ০৫:০৩
বুড়া মিয়া লিখেছেন : কি হতে চেয়েছিলাম, কি হলাম?
আর ... কি যে হবে ...
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:০১
195296
মাহমুদ নাইস লিখেছেন : আল্লাহই জানেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File