জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ অনুমোদন করেছে বাকশালী স্বৈরাচার অবৈধ সরকারের মন্ত্রীসভা।
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ০৪ আগস্ট, ২০১৪, ০৯:১৬:৪৪ রাত
প্রণীত নীতিমালায় পঞ্চম অধ্যায়ে থাকছে -
৫.১.৭) সশস্ত্র বাহিনী অথবা দেশের আইন- শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দায়িত্বশীল অন্য কোন বাহিনীর প্রতি কটাক্ষ, বিদ্রুপ বা অবমাননা, অপরাধ নিবারণ ও নির্ণয়ে অথবা অপরাধীদের দন্ডবিধানে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের হাস্যস্পদ করে তাদের ভাবমূর্তি বিনষ্ট করে এমন দৃশ্য প্রদর্শন বা বক্তব্য প্রদান।
৫.১.৮) কোন বিদেশী রাষ্ট্রের অনুকুলে এমন ধরণের প্রচারণা যা বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশের মধ্যে বিরোধের কোন একটি বিষয়কে প্রভাবিত করতে পারে কিংবা একটি বন্ধুভাবাপন্ন বিদেশী রাষ্ট্রের বিরুদ্ধে এমন ধরণের প্রচারণা যার ফলে সেই রাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা সৃষ্টি হতে পারে।
৫.১.৯) কোন জনগোষ্ঠী, জাতি বা দেশের মর্যাদা বা ইতিহাসের ক্ষতিকর ঘটনা/ দৃশ্য বিন্যাস বা ঐতিহাসিক তথ্যের বিকৃতি।
৫.১.১২) রাজনৈতিক উদ্দেশ্যে কোন বিদ্রোহ, নৈরাজ্য এবং হিংসাত্মক ঘটনা প্রদর্শন করা।
৫.১.১৩) আইন- শৃঙ্খলা ভঙ্গ করে বা আইন অমান্য করার পক্ষে সহানুভুতি সৃষ্টি করে এমন কিছু দেখানো।
এছাড়াও, টক শো বা অন্যান্য কোন অনুষ্ঠানে কোন 'মিথ্যা/ অসত্য বা বিভ্রান্তিকর' তথ্য দেওয়া নিষিদ্ধ।
প্রণীত নীতিমালায়
১- 'অবমাননা' বলতে কি বোঝায় সেটা বলা নাই।
২- 'বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক/ শত্রুতা' বলতে কি বোঝায় সেটা বলা নাই।
৩- 'ইতিহাস বিকৃতি' বলতে কি বোঝায় সেইটা নির্ধারন করবে কে?
৪- কোন তথ্য অসত্য নাকি বিভ্রান্তিকর নাকি জনগুরুত্বসম্পন্ন সেটা কিভাবে নির্ণয় করা হবে?
৫- পুলিশ/ নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্যদের অব্যাহত সন্ত্রাস-দুর্নীতির কথা বলতে গেলেই শাস্তিযোগ্য অপরাধ।
৬- রাজনৈতিক কারণে কোন ব্যক্তি-গোষ্ঠীর উপর নিপীড়ন এর প্রতিবাদ হলে, সেই খবর ছাপানো যাবে না। ছাপালে সোজা জেলে।
৭- একতরফাভাবে বিদেশী বন্ধুরা শুধু নিয়েই যাবে, কি নিলো, কেন নিলো, কিভাবে নিলো, কে দিল- সেটা দেশের মানুষ জানতে পারবে না। যে জানাতে যাবে সেই জেলে যাবে।
হায়রে সংবিধান!
বিষয়: বিবিধ
১৭০৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সংজ্ঞা নামে তো একটা অধ্যায়-ই থাকে; আমি বেশির ভাগ আইনের ২ নং ধারায় সংজ্ঞা-র দেখা পেয়েছিলাম।
আসলে আইনের দরকার-ই বা কি ছিল? আইন-কানুন ছাড়াই তো অনেক কিছু করা যায় বা করা হচ্ছে!
হাছিনার বাবার আইন আবার চালু করল।
শত হলেও বাবার আদর্শ চালু করতেই হবে।
স্বৈরতন্ত্র লীগ বিরোধী দলে গেলে আবার বলবে বিএনপিকে আমার মুজিব বাবার এ কালো আইন বাতিল করতে হবে।তখন
বিএনপি বলবে তুমাদের আইন দিয়ে তুমাদের ওয়াশ করব।তখন হাছিনা বুঝবে কি ক্রাইম তিনি করেছেন।তাই বলি আওয়ামিলীগ যেন নিজেদের বিপদ নিজে ডেকে না আনে।
মন্তব্য করতে লগইন করুন