রাসূল (সা.) যে পাঁচটি কাজের নির্দেশ দিয়েছিলেন।
লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:০৩:৫৬ সন্ধ্যা
হজরত হারিস আল আশয়ারী (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, আমি তোমাদেরকে পাঁচটি কাজের নির্দেশ দিচ্ছি, যে বিষয়ে আল্লাহ তায়ালা আমাকে নির্দেশ দিয়েছেন, তা হলো (১) জামায়াতবদ্ধ হবে (২) নেতার কথা শুনবে (৩) আনুগত্য করবে (৪) খারাপ কাজ থেকে হিজরত করবে ও (৫) জিহাদ (আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা জন্য সর্বাত্মকভাবে চেষ্টা) করবে। যে ব্যক্তি ইসলামী সংগঠন ছেড়ে এক বিঘত পরিমাণও দূরে সরে গেল, সে যেন নিজের গর্দান থেকে ইসলামের রজ্জু খুলে ফেলল। অবশ্য যদি ফিরে আসে তা হলে ভিন্ন কথা। আর যে ব্যক্তি জাহিলিয়াতের (মানব রচিত মতবাদ, অনৈক্য ও বিশৃঙ্খলার) দিকে আহ্বান জানাবে সে হবে জাহান্নামী। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সা.) সালাত ও সিয়াম আদায় করলেও কি সে জাহান্নামী ? রাসূল (সা.) বললেন-হ্যাঁ, যদি সে সালাত ও সিয়াম পালন করে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে, তবুও সে জাহান্নামী’ (তিরমিযী ও আহমদ-হাকেম)।
বিষয়: বিবিধ
১৫৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহ খায়ের ।
মন্তব্য করতে লগইন করুন