দালাল মিডিয়ার আড়ালে অপকর্মের সব সত্য ঘটনা ?

লিখেছেন লিখেছেন আইল্যান্ড স্কাই ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৩৯:১১ দুপুর

বাংলাদেশে স্বৈরাচার হাসিনার পদলেহী ও পদসেবী হলুদ মিডিয়ার আড়ালে চাপা পড়ে যাচ্ছে দূর্ণীতিবাজ অবৈধ ও স্বৈরাচার সরকারের অপকর্মের সব সত্য ঘটনা। হরেক রকমের মিডিয়ায় পাওয়া হরেক রকমের মুখরোচক নানা বানোয়াট খবর। অনেক সময় দেখা বাস্তব ঘটনার সাথে মিডিয়ার খবরের কোনো সত্যতাই খুঁজে পাওয়া যায় না। নিজের মত করে বানিয়ে, তাতে রং মেখে, নিজের মতাদর্শের সাথে মিল রেখে তৈরি করা হয় এসব খবর। যা দর্শক দেখে পুলকিত হয় আবার বিচলিতও হয় কিন্তু দর্শক কি জানে আসল ঘটনা আসলে কোনটা ? যেমন যুদ্ধাপরাধের বিচারের আগে বা জামাত নেতাদের গ্রেফতার করার আগে নাটকীয় যে সব খবরা খবর টিভিতে দেখলাম ঢাকা শহরের একটা পূরনো গলি ও পূরনো বিল্ডিং এখানে নাকি জামাত নেতারা মানুষ খুন করেছেন পাকিস্তানীদের সাথে মিটিং করেছেন আরো কত কি, কিন্তু বাস্তব কোন প্রমানাদি দালাল মিডিয়া গুলো দেখাতে পারেনী,দেখলাম শুধু গলি আর বিল্ডিং ,আরো দেখলাম জামাত নেতাদের এলাকার কিছু ছবি আর আওয়ামীদের শিখিয়ে দেয়া কিছু লোকের মিথ্যা কাহীনি যা কারোর বুঝতে তেমন কোন অসুবিধা হয়নি।আওয়ামী ধর্মনিরপেহ্ম বাদীরা ইসলামী ব্যাক্তিত্ত্বদের ধ্বংস করে দেশ থেকে ইসলামকে নির্বাসনে পাঠানোর যে কৌশলে তারা এগিয়ে যাচ্ছে সে কৌশল বাংলাদেশের ধর্মপ্রান মানুষদের বুঝতে তেমন কোন অসুবিধাও হয়নি,এখনো বন্ধ হয়নি তাদের মনগড়া নাটক ও জগন্য মিথ্যা বানোয়াট যুদ্ধাপরাধের পূর্ন্যদৈর্ঘ ছায়াছবি।উদ্দেশ্য শুধু একটাই যুবকদের চরিত্র নষ্ট করা ,যুবকদের ইসলাম থেকে দূরে রাখা ও ধর্মনিরপেহ্মতার বিষ ছড়িয়ে বাংলাদেশ থেকে ইসলাম এবং ইসলামী কালচার কে নির্বাসনে পাঠানো।

বিষয়: বিবিধ

১৫৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File