আপনিও ভেবে দেখুন!

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০২ আগস্ট, ২০১৪, ০৭:২৫:৩৪ সন্ধ্যা

শি বি রে র ছেলেরা খারাপ না। তাদের কামকাজগুলো তো ভালই মনে হয়! খেয়াল করা যেতে পারে, তারা-

* নামাজ পরে

* sotto বলে

* কুরান হাদিস পরে

* কাউকে গালি দেয় না

* কারো হক মারে না

* সময় পেলে পরাশুনা করে

* দেশের, মানুশের শানতি চায়

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250195
০২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফঅনেক দিন পর নাইস ভাই!!!!
০২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
194463
মাহমুদ নাইস লিখেছেন : এবার থাকব ইনশাআললাহ
250200
০২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
এবেলা ওবেলা লিখেছেন : নাইস ভাই বিয়ে করেছেন নাকি - তাই লুকিয়ে ছিলেন Waiting Waiting Waiting Waiting Waiting
০২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
194462
মাহমুদ নাইস লিখেছেন : জি ভাই
250203
০২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : ঠিক বলেছেন ভাই।
০২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
194464
মাহমুদ নাইস লিখেছেন : ওয়েলকামGood Luck
250205
০২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
শাহ আলম বাদশা লিখেছেন : কিন্তু তারা ইসলাম নিয়ে রাজনীতি করে কেনো? তারা তাবলীগ করলেতো ঝামেলা থাকেনা ভাই?
০২ আগস্ট ২০১৪ রাত ০৮:১১
194471
মাহমুদ নাইস লিখেছেন : আললাহ যদি রাজনীতির কথা না বলতেন আর রাসূল যদি রাজনীতি না করতেন তবে শিবির রাজনীতি না করলেও চলত।
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১০
194628
প্যারিস থেকে আমি লিখেছেন : আমার মনে হয় তারা ইসলাম নিয়ে রাজনীতি করেনা,করে ইসলামী রাজনীতি যা প্রতিটি মুসলমানের জন্য ফরজ।
০৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৫১
195147
মাহমুদ নাইস লিখেছেন : ঠিক বলেছেনGood Luck
250206
০২ আগস্ট ২০১৪ রাত ০৮:০১
চেতনাবিলাস লিখেছেন : ব্লগে আপনাকে পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ।
এই দেখুনতো, আমি কমেন্ট করতে পারছি কিন্তু নতুন পোস্ট লিখতে গেলেই মেসেজ আসে " sorry! you are not logged in " কি যে করি!!!
০২ আগস্ট ২০১৪ রাত ০৮:১৮
194474
মাহমুদ নাইস লিখেছেন : খুঁশি হলাম। আমি মোবাইলে। আপনি এদমিনকে জানাতে পারেন।
250207
০২ আগস্ট ২০১৪ রাত ০৮:০২
হতভাগা লিখেছেন : এই সব গুনাবলী সম্পন্ন ছেলে খোঁজে পাত্রীর বাবারা । বিয়ের বাজারে এরাই হটকেক মেয়েপক্ষের কাছে ।

টাকা পয়সার চেয়ে এরকম নেক একটা ছেলে পেলে মেয়ের গার্ডিয়ানরা খুব খুশী হয় । বড় ঘরের সম্বন্ধ বাদ দিয়ে এই সত+নামাজী ছেলের জন্য তারা ঝাঁপিয়ে পড়ে ।

মন খারাপ করেন না নাইস ভাই , যে মেয়ে + তার গার্ডিয়ানরা আপনাকে রিজেক্ট করেছে টাকাওয়ালা ছেলে পেয়ে , তার একসময় আপনার মত ছেলের জন্য হাহাকার করবে ।
০২ আগস্ট ২০১৪ রাত ০৮:২৫
194476
মাহমুদ নাইস লিখেছেন : হা হা হা ভালই তো বুঝাতে পারেন। সুনদর বলেছেন ভাই। আপনার নাম হতভাগা কেন? শুভকামনাHappy
250216
০২ আগস্ট ২০১৪ রাত ০৮:২২
বাজলবী লিখেছেন : নাইস ভাই নাইস পোষ্ট।
এইটা এড করলে অারো সুন্দর হতো
শিবিরের ছেলেরা ধুমপায়ী নয়।
জাযাকাল্লাহ খাইর।
০৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৫২
195148
মাহমুদ নাইস লিখেছেন : খুব সত্য কথাটা বলেছেন। শুভ কামনা
250218
০২ আগস্ট ২০১৪ রাত ০৮:৩২
সন্ধাতারা লিখেছেন : Thanks a millions for saying the real truth. Jajakallahu khair Nice vhaiya.
০৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৩
195149
মাহমুদ নাইস লিখেছেন : আমার ব্লগে স্বাগতম। অনেক ধন্যবাদ। শুভ কামনাGood Luck
250230
০২ আগস্ট ২০১৪ রাত ০৯:০০
নীল জোছনা লিখেছেন : ধোয়া তুলসি পাতা। সব শিবিরের পোলাপাইন এখন সিগারেট খায় এবং মেয়ে নিয়ে পার্কে ঘুরে।
০৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৫
195152
মাহমুদ নাইস লিখেছেন : হয় তো জানায় ভুল থাকতে পারে।
০৭ আগস্ট ২০১৪ রাত ১১:৫৯
196262
ব্লগার সাদমান লিখেছেন : হাহঃহাহঃহাঃ মনু আর জোক্স শুনাইয়োনা!!!! মোর হাসলে পেটে ব্যথা করে!!!! <:-P
১০
250251
০২ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৯
আফরা লিখেছেন : আপনাকে অনেক দিন পরে দেখলাম ।আপনি নাকি ভাইকে পুলিশ ধরে নিয়েছিল সে কি বের হয়েছে ভাইয়া ।
০৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৬
195153
মাহমুদ নাইস লিখেছেন : অনেক ধন্যবাদ। হ্যাঁ এখন বাহিরে আছে। দোয়া করবেন।
১১
250268
০২ আগস্ট ২০১৪ রাত ১০:৪৩
মাটিরলাঠি লিখেছেন :
অনেকদিন পর। আশাকরি নিয়মিত থাকবেন।
০৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৮
195154
মাহমুদ নাইস লিখেছেন : ইন শা আল্লাহ থাকব আশা করি।
০৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৮
195155
মাহমুদ নাইস লিখেছেন : ইন শা আল্লাহ থাকব আশা করি।
১২
250409
০৩ আগস্ট ২০১৪ দুপুর ০২:২২
মোহাম্মদ লোকমান লিখেছেন : নাইস ভাই, বাদশা ভাইকে ব্লগ করলেন কেন? তিনি তো ভালো ব্লাগার। আশা করি ওনাকে একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ।
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:০০
195157
মাহমুদ নাইস লিখেছেন : আমি তো জানি না। মনে নেই। যদি করেই থাকি তবে, আমার আল্লাহকে, রাসূলকে, আমার দ্বীনী কোনো ভাইকে কটুক্তি করে থাকতে পারে। তবে আমার বুঝায়ও ভুল থাকতে পারে। তবে আমি ব্যাপারটা খেয়াল করে দেখছি..
১৩
250481
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৭
আহমদ মুসা লিখেছেন : সুন্দর বলেছেন, আপনাকে ধণ্যবাদ, ব্লগার শ্হ আলম বাদশাকে আপনি ব্লগ করেছেন, বিনা কারণে কাউকে ব্লগ করলে তা ভদ্রলোকদের চপেটাঘাতের সামিল! তিনি এ নিয়ে আলরেডী প্রতিবাদী পোস্ট দিয়েছেন।
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:০১
195158
মাহমুদ নাইস লিখেছেন : আমার জানা নাই। আমি ব্লগে বেশি আসি না। কেন করেছি? কাউকে ব্লক করেছি কি না আমার জানা নাই। দেখছি..
১৪
250523
০৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শিবির কে ইসলাম ও দেশ সেবায় আল্লাহর সাহায্য চাই
তবে আপনি বাদশা ভাইকে এভাবে ব্লক মারা ঠিক হয় নাই ভাই।
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:০২
195159
মাহমুদ নাইস লিখেছেন : আমার জানা নাই। আমি ব্লগে বেশি আসি না। কেন করেছি? কাউকে ব্লক করেছি কি না আমার জানা নাই। দেখছি..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File