প্রবাসে কমিউনিটি না ছাই ?? Tongue

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০২ আগস্ট, ২০১৪, ০৭:০৮:৪২ সন্ধ্যা



গত ৬ বছর থেকে দেখতেছি কমিউনিটি নামের ফালতু মার্কা কাজকারবার। রমজানে ইফতার পার্টির আয়োজন করে বাংলাদেশের বেসরকারী টেলিভিশনে ২০ সেকেন্ডের একটা ফুটেজ দেওয়া ছাড়া আর কি করেছে এই কমিউনিটি ?দেশ থেকে রাজনৈতিক নেতা আসলে তার সাথে এক্কান ফটো উঠানো ছাড়া আর কি করেছেন ? সংযুক্ত আরব আমিরাতে গণনা করে শেষ করা যাবে কমিউনিটি কয়টা আছে।

আমিরাতে কমিউনিটির নেতারা পেরেছেন কি শ্রমিকদের সমস্যা সমাধানে কোনো ভুমিকা রাখতে ?নাকি বিন্দু পরিমান সম্পর্ক তৈরী করতে পেরেছেন আমিরাত শাসকের সাথে ? তবে এটা ঠিক এসব না পারলে ও সভাপতি ,সেক্রেটারি হওয়ার জন্য অনেক টাকা ছেড়েছেন।

পরিশ্রম করে টাকা কামিয়ে মিছে পদের জন্য ব্যায় করে কি লাভ ?যদি পারেন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের কুটনৈতিক শক্তি সৃষ্টি করে আমিরাতের শাসকদের সাথে ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করুন। প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানে এগিয়ে আসুন। ইসলামী কমিউনিটি দেখলে বা নাম শুনলে গায়ে জ্বলা শুরু হয়ে যায় আপনাদের ।

আমার এই লিখায় কারো চুলকানি হলে নিজ পথে হাটতে থাকুন আমি আছি আমার পথে।

বিষয়: বিবিধ

১২৪৯ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250194
০২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
নীল জোছনা লিখেছেন : সত্য বলার সাহস আছে আপনার।
০২ আগস্ট ২০১৪ রাত ০৮:০৭
194465
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ
250197
০২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভুল বলেননি। এটা শুধু বাইরের দেশেই নয় দেশের ভিতরেও সমস্যা। এমনকি চেম্বার অফ কমার্স এরমত প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদর স্বার্থ রক্ষার চেয়ে নেতাদের ক্লাব হিসেবে ব্যবহৃত হচ্ছে।
০২ আগস্ট ২০১৪ রাত ০৮:০৭
194466
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া ,ধন্যবাদ
250199
০২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
এবেলা ওবেলা লিখেছেন : এক কথায় সৎ শাহসের জন্য আপনাকে ধন্যবাদ--
০২ আগস্ট ২০১৪ রাত ০৮:০৭
194467
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ Good Luck
250201
০২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
জোনাকি লিখেছেন : ঠিক।
০২ আগস্ট ২০১৪ রাত ০৮:০৭
194468
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ
250209
০২ আগস্ট ২০১৪ রাত ০৮:০৪
শেখের পোলা লিখেছেন : সাহসীকতার জন্য লাল সালাম৷ আমার শহরেও নাকি বাংলাদেশীদের ২৮টা সংগঠন আছে৷ তাই ২৮জন সভাপতি, ২৮ জন সেরেকেটারি, আর কি চাই?
০২ আগস্ট ২০১৪ রাত ০৮:০৮
194469
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ২৮ তা সংগঠন যদি থেকে থাকে তাহলে অনেক উপ সংগঠন আছে এরা ফালতু ,,ধন্যবাদ
250210
০২ আগস্ট ২০১৪ রাত ০৮:০৫
হতভাগা লিখেছেন : ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে
০২ আগস্ট ২০১৪ রাত ০৮:০৯
194470
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন Good Luck Good Luck
০৩ আগস্ট ২০১৪ রাত ০১:৫৪
194527
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঢেঁকি সর্গে যায় কেমনে?
250217
০২ আগস্ট ২০১৪ রাত ০৮:২৮
সন্ধাতারা লিখেছেন : It is really shocking. Thanks a lot for raising your voice with courage vhaiya. Jajakallahu khair.
০২ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৪
194491
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শুকরান বরাবরের মত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে লিখার ক্ষেত্রে সহায়তা করার জন্য
250233
০২ আগস্ট ২০১৪ রাত ০৯:০৫
আফরা লিখেছেন : যাহা বলেছেন এক্কেবারে সঠিক বলেছেন ভাইয়া ।
০২ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৪
194492
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শুকরান বরাবরের মত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে লিখার ক্ষেত্রে সহায়তা করার জন্য
250301
০৩ আগস্ট ২০১৪ রাত ০১:১৩
সত্যলিখন লিখেছেন :
০৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২১
194687
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ
১০
250327
০৩ আগস্ট ২০১৪ সকাল ০৬:১১
বুড়া মিয়া লিখেছেন : হুম এটা তো সবখানেই, আপনাদের ঐখানে তো এখনো মারামারির খবর খুব একটা শুনি নাই, ইউরোপ-আমেরিকায় তো ওরা এখন স্লোগান দিতে দিতে উত্তেজিত হইয়া মারামারি করে আর ওইখানের পুলিশ অগো মারে ...
০৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২১
194688
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কমিউনিটি যা করার তা করতে পারেনি ,,অনেক ধন্যবাদ আপনাকে
১১
250369
০৩ আগস্ট ২০১৪ সকাল ১০:১৮
আমি মুসাফির লিখেছেন : আসলেই কমিউনিটির লোকেরা কিছু পার্টি দেয় একে অপরের সাথে মিশে কিন্তু তাদের মাধ্যমে অসহায় ও ক্ষতিগ্রস্তদের সহায়তা নজরে আসে না। এটা অত্যন্ত দুঃখজনক।
০৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২২
194689
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কমিউনিটি যা করার তা করতে পারেনি ,,অনেক ধন্যবাদ আপনাকে
১২
250478
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৬
আতিক খান লিখেছেন : দলাদলি, নিজ স্বার্থে দৌড়ানো এই আমাদের ক্ষমতা। প্রতিবাদ করাটা ভালো লাগলো।
০৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২২
194690
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কমিউনিটি যা করার তা করতে পারেনি ,,অনেক ধন্যবাদ আপনাকে
১৩
250660
০৪ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৬
রাজিবুল হাসান লিখেছেন : ছবি উঠিয়ে যদি এমপি হওয়া যায়,তাহলে অন্য কাজে সময় নষ্ট করার কি দরকার?
প্রবাসী কমিউনিটির নেতারা সব এই ধান্ধায় আছে।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০০
195041
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File