তুমি আল্লাহ সইয়ো আরো সইতে যত পারো!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০৮ ডিসেম্বর, ২০১৩, ০৬:১২:২৪ সন্ধ্যা
কেন আমায় জাগাইলি না
ভুললি সবাই মিলে
দেশটা তো প্রায় খেয়েই ফেলল
টগর টগর গিলে!
একটা খাদক এত্ত খাওয়া
কেমনে খাইতে পারে
ও আল্লাহ দেখছো মানুষ
কেমনে কেমনে মারে?
মানুষ মরছে মানুষ কাঁদছে
শক্ত হচ্ছে গদি
রাজপথেই বইছে দেখছি
শহীদ রক্ত নদী!
আমি সইছি তোমার বান্দা
সইতেই হবে আরো
তুমি আল্লহ সইয়ো আরো
সইতে যত পারো!
বিষয়: বিবিধ
১২৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন