'বিলাই ম্যাসেজ'
লিখেছেন লিখেছেন টোকাই বাবু ০৮ ডিসেম্বর, ২০১৩, ০৬:১৫:০৩ সন্ধ্যা
'বিলাই ম্যাসেজ'
নিয়াজ মাখদুম শিবলী
বিলাই বিলাই কালা বিলাই
তোরাই এখন হিট
গুপ্ত দাদার ধুতির তলে
হাসছে যে পিক পিক
বিলাই গুলা ইঁদুর ছেড়ে
টাকার থলির গিট
মুখে নিয়ে ছুটছে দেখ
গুপ্ত বাবু ফিট
বিলাইর গলায় ঘন্টা দিতে
হচ্ছে যখন লিস্ট
ভারত থেকে প্রনব দাদায়
মেসেজ দিছে ঠিক
বিলাই মারা যন্ত্র দেবো
মারবো জোরে কিক
গুপ্ত মিয়ার হিসটিরিটা
করে তোল পিক।
নইলে কিন্তু খবর আছে
চান্দু যতো আছো
এইপারের সব ভাদা-ভাকু
লুঙ্গি খুলে নাচো।
বিষয়: বিবিধ
১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন