ভাসমান ট্রেন
লিখেছেন লিখেছেন টোকাই বাবু ১৮ মে, ২০১৪, ১০:৩৯:৪১ রাত
আমরা তো ইলেকট্রিক ট্রেন, মেট্রোরেল, ব্রডগেজ, মিটারগেজ রেলের কথা শুনেছি। আধুনিক বিশ্বে ইলেকট্রিক ট্রেন সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ট্রেন যার গতিবেগ ঘন্টায় ৫০০কি.মি. পর্যন্ত হয়েছে।
অবশ্য এসবই আমাদের মতো গরীব দেশের জন্য স্বপ্ন। এগুলো আমাদের কল্পনাতেই মানায়। হ্যা আমার দেশের অধিকাংশ মানুষ গরীব, দেশটাও দারীদ্র। তাই বলে আমাদের কিন্তু গর্ব করার মতোও অনেক কিছুই আছে।
আর ঠিক তারই একটি অংশ হিসেবে আজকে দেখব বাংলাদেশী বিঙ্গানী ড. আতাউল করিম একটি অত্যাধুনিক ও সর্বশেষ লেটেস্ট আবিষ্কার।
ড. আতাউল করিম এমন একটি ট্রেনের নকশা করেছেন যা চলার সময় ভূমি স্পর্শ করবে না। ২০০৪ সালে ভাসমান ট্রেনের প্রকল্প হাতে নেন। দেড় বছরের মাথায় ট্রেনটির প্রোটোটাইপ তৈরী করতে সক্ষম হন। যেখানে ওল্ড ড্যামিয়ান বিশ্ববিদ্যালয় গভেষকরা ৭ বৎসর চেষ্টা করেও সফলতার মুখ দেখতে পারেননি। ট্রেনটির প্রধান বৈশিষ্ট হলো মাটি স্পর্শ না করে চুম্বক শক্তিকে কাজে লাগিয়ে চলবে।
আতাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিঙ্গানে উচ্চতর ডিগ্রি নিয়ে যুক্তরাষ্টের আ্যালাবামা ইউনিভার্সিটি থেকে পদার্থ বিঙ্গানে এম.এস, ইলেক্টীকাল ইন্জিনিয়ারিংয়ে এম.এস ও পি.এইচ.ডি করেন যথাক্রমে ১৯৭৮, ১৯৭৯, ১৯৮১ সালে। ড. আতাউল করিম বর্তমানে প্রায় ৬০০টি অনুষদে ৫হাজার ছাত্র ও গভেষকের নেতৃত্ব দিচ্ছেন। ৬টি কলেজ ও কমপক্ষে ২০টি গবেষণা কেন্দ্র পরিচালনা করছেন।
Train details
বিষয়: বিবিধ
১৫৪১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তই অইতে পারে বৈদেশে
বাংলাদেশের সন্তান হয়ে তার উচিত ছিল বাংলাদেশের জন্য সুইটেবল কিছু আবিষ্কার করা । তাতে দেশবাসীর অনেক উপকার হত ।
দেশের টাকায় মানুষ হয়ে সে তার মেধা বিদেশে খাটিয়েছে এবং সেখানেই কাজ করছে , থাকছে । এটা বাবা মার কষ্টের ফলে মানুষ হয়ে পরে বড় হয়ে বাবা মাকেই ভুলে যাবার মত অবস্থা ।
আমাদের ৫০০ কিঃমিঃ/ঘন্টা চলা কোন ট্রেনের দরকার নেই , দরকার টাইম টু টাইম ট্রেন পাওয়া এবং তা ঠিকঠাক মত চলা ।
কোন জেলার কোন থানা??? দেশে আসে নাকি
বিভাগ- সিলেট
জেলা-মৌলভীবাজার
উপজেলা-বড়লেখা
গ্রাম-বারইগ্রাম
বাবার নাম-ডাক্তার আব্দুশ শুকুর (মৃত)
দেশে খুব কমই আসেন।২০০৪ বা ৫ এ তাকে একবার বড়লেখায় সংবর্ধনা দেয়া হয়।তার পর আমিও প্রবাসী বলে আর জানিনা।
সুমন ভাই সহ আরো অনেকেই
টোকাই বাবু তুমি এই ট্রেনে চড়বা??
প্রসেস টা বলে দেন, আমিও চেষ্টা করবো
মন্তব্য করতে লগইন করুন